রাঁচি ও নয়াদিল্লি, 30 জানুয়ারি: বাজেয়াপ্ত হল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি ৷ সোমবার সকাল 9টা নাগাদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিল্লির বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে ছিল দিল্লি পুলিশ বাহিনী ৷ জমি দুর্নীতি ও হাওয়ালা মামলায় সেখানে তল্লাশি অভিযান চলে দীর্ঘ 12 ঘণ্টারও বেশি সময় ধরে ৷ রাত সাড়ে 10টার সময় ইডি আধিকারিকরা জেজিএম নেতা হেমন্ত সোরেনের বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷
-
#WATCH | A team from the Enforcement Directorate yesterday seized a luxury car belonging to Jharkhand Chief Minister Hemant Soren from his Delhi residence, in connection with the probe into a money laundering case linked to an alleged land scam. pic.twitter.com/354sURUDxF
— ANI (@ANI) January 30, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | A team from the Enforcement Directorate yesterday seized a luxury car belonging to Jharkhand Chief Minister Hemant Soren from his Delhi residence, in connection with the probe into a money laundering case linked to an alleged land scam. pic.twitter.com/354sURUDxF
— ANI (@ANI) January 30, 2024#WATCH | A team from the Enforcement Directorate yesterday seized a luxury car belonging to Jharkhand Chief Minister Hemant Soren from his Delhi residence, in connection with the probe into a money laundering case linked to an alleged land scam. pic.twitter.com/354sURUDxF
— ANI (@ANI) January 30, 2024
তবে সরকারি সূত্রের দাবি, এদিন নয়াদিল্লিতে তাঁর বাড়িতে হেমন্ত সোরেন ছিলেন না ৷ তাঁর যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি ৷ এদিকে মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে পালটা দাবি করা হয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে কালিমালিপ্ত করার জন্য় মিথ্যে কথা বলছে ইডি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ তাদের জানানো হয়, 31 জানুয়ারি দুপুর 1টা নাগাদ রাঁচিতে হেমন্ত সোরেনের বাড়িতেই আসবেন ইডি আধিকারিকরা ৷ সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ কিন্তু তার আগে সোমবার সকালেই ইডি তাঁর দক্ষিণ দিল্লির বাসভাবনে পৌঁছে তল্লাশি অভিযান চালায় ৷ সেখানে সোরেনের একটি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে ইডি ৷ গাড়িটি হরিয়ানায় নথিভুক্ত করা ছিল ৷ এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেন আধিকারিকরা ৷
সূত্রের খভর, গত 27 জানুয়ারি হেমন্ত সোরেন রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন ৷ তিনি দলীয় সদস্যদের কাছে জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত কাজ আছে ৷ সেগুলি শেষ করে ফিরে আসবেন ৷ এদিকে ঝাড়খণ্ড বিজেপির দাবি, গত 18 ঘণ্টা ধরে ইডির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
এর আগে 20 জানুয়ারি ইডি হেমন্ত সোরেনকে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদ করে ৷ এরপর 29 জানুয়ারি অথবা 31 জানুয়ারি, যে কোনও একদিন তাঁকে বাসভবনে জিজ্ঞাসাবাদের জন্য থাকতে হবে জানানো হয়েছিল ৷ হেমন্ত ইডির সঙ্গে যোগাযোগ করলেও তারিখ নিশ্চিত করেননি বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: