কলকাতা, 27 মার্চ: লোকসভা নির্বাচনের আগে কলকাতা, দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক জায়গায় গোপন অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বিদেশি মুদ্রা কাণ্ডেই এই তল্লাশি বলে জানা গিয়েছে ৷ ইডি-র গোয়েন্দারা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, কলকাতা, দিল্লি, হায়দরাবাদ-সহ একাধিক শহরে তল্লাশি অভিযান চালিয়ে মোট 2.58 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই বিপুল পরিমাণ অর্থ একটি ওয়াশিং মেশিনের মধ্যে থেকে পাওয়া গিয়েছে ৷
লোকসভা নির্বাচনের আগে কোথায় কোথায় কালো টাকা ঢুকছে, তার উপর বিশেষভাবে নজর রাখছে ইডি ৷ বিবৃতির মাধ্যমে ইডি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কলকাতা, হায়দরাবাদ, দিল্লি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ সেখান থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ৷ লোকসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিকভাবে শোরগোল পড়ে গিয়েছে ৷
নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যে যেখানে যেখানে কালো টাকা ঢুকছে এবং অসাধু কারবারিরা যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের উপর বিশেষভাবে নজর রাখতে হবে কেন্দ্রীয় এবং রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে ৷ ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থার নাম পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেই সব সংস্থার কর্ণধারদের সঙ্গেও কথা বলা হবে ৷ প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷
সংস্থাটির নাম হল মেসার্স ক্যাপ্রিকোনিয়ান শিপিং এন্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড ৷ ওই সংস্থার ডিরেক্টর হলেন বিজয় কুমার শুক্লা ও সঞ্জয় গোস্বামী ৷ এই সংস্থাটির একাধিক নাম রয়েছে ৷ সংশ্লিষ্ট নামগুলি হল মেসার্স লাক্সমিটান মেরিটাইম, মেসার্স হিন্দুস্থান ইন্টারন্যাশনাল, মেসার্স রাজনন্দিনী মেটালস লিমিটেড, মেসার্স অলওয়েজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মেসার্স অজ্ঞানগর লিমিটেড, মেসার্স বিনায়ক স্টিল লিমিটেড, মেসার্স বশিষ্ঠ কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড ৷
আরও পড়ুন: