ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ইডি হানা, আইএফএস আধিকারিকের বাড়িতে উদ্ধার কয়েক কোটি

Crores recovered from IFS house: আজ সকাল থেকেই উত্তরাখণ্ডের বহু জায়গায় ইডির অভিযান চলছে । আইএফএস আধিকারিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি । নোট গুনতে মেশিন আনা হচ্ছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 8:08 PM IST

দেরাদুন, 7 ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকের বাড়িতে হানা দিল ইডি ৷ এর মধ্যে আইএফএস অফিসারের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে ৷ প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের বেশ কয়েকটি বাসভবন এবং বেশ কয়েকজন আইএফএস অফিসারের বাড়িতে আজ অভিযান চালানো হয় ।

উত্তরাখণ্ডের চর্চিত আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে হানা দিয়েছে ইডি । আর সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর । আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে পাওয়া কোটি কোটি টাকার নগদ গণনা করার জন্য ইডি নোট গণনা মেশিন আনার নির্দেশ দিয়েছে । তবে এই খবর সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু হয়নি । তবে সুশান্ত পট্টনায়কের বাড়ি-সহ অনেক জায়গাতেই এখনও অভিযান চলছে ।

আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে নথিপত্র তল্লাশি করেছেন ইডি আধিকারিকরা । সুশান্ত পট্টনায়েককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । গত আট ঘণ্টা ধরে তাঁর বাড়িতে নথিপত্র ঘেঁটে দেখে ইডি দল । উত্তরাখণ্ডে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকে খবরে থাকা আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়েক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরেই ছিলেন ।

ইটিভি ভারতের প্রতিনিধিরাও সুশান্ত পট্টনায়কের বাড়িতে পৌঁছে অভিযানকারী ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ তবে ইডির গোয়েন্দারা কথা বলতে রাজি হননি ৷ নগদ গণনা করার মেশিন এলে বোঝা যাবে ঠিক কত পরিমাণ নগদ সেখান থেকে উদ্ধার হয়েছে ৷

ইডির এই অভিযান চলছে আয়ের তুলনায় সঙ্গতিহীন সম্পত্তির মামলাযর তদন্তে । এর মধ্যে করবেট টাইগার রিজার্ভ সংক্রান্ত একটি বিষয়ও রয়েছে । কালাগড় রেঞ্জে দুর্নীতির একটি মামলা সামনে এসেছে । তদন্তে মোরঘাটি ও পাখারোতে অবৈধ নির্মাণের ঘটনাও প্রকাশ্যে এসেছে । সেখানে বিপুল পরিমাণ সবুজ গাছ কাটার অভিযোগ রয়েছে । সেই সময়ে উত্তরাখণ্ডের বনমন্ত্রী ছিলেন হরক সিং রাওয়াত । 2022 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে, বিজেপি সরকার এবং দল থেকে হরক সিং রাওয়াতকে বহিষ্কার করেছিল । হরক তারপর কংগ্রেসে যোগ দেন ।

আরও পড়ুন:

  1. ভোটের বাকি মাত্র কয়েক ঘণ্টা! তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার
  2. কোটি টাকার সোনার বিস্কুট, মাদক ও লক্ষাধিক নগদ উদ্ধার ; গ্রেফতার 5
  3. পাঁচটি ব্যাগে মিলল 7 কোটি টাকা ! গ্রেফতার বাসযাত্রী

দেরাদুন, 7 ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকের বাড়িতে হানা দিল ইডি ৷ এর মধ্যে আইএফএস অফিসারের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে ৷ প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াতের বেশ কয়েকটি বাসভবন এবং বেশ কয়েকজন আইএফএস অফিসারের বাড়িতে আজ অভিযান চালানো হয় ।

উত্তরাখণ্ডের চর্চিত আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে হানা দিয়েছে ইডি । আর সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর । আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে পাওয়া কোটি কোটি টাকার নগদ গণনা করার জন্য ইডি নোট গণনা মেশিন আনার নির্দেশ দিয়েছে । তবে এই খবর সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু হয়নি । তবে সুশান্ত পট্টনায়কের বাড়ি-সহ অনেক জায়গাতেই এখনও অভিযান চলছে ।

আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়কের বাড়িতে নথিপত্র তল্লাশি করেছেন ইডি আধিকারিকরা । সুশান্ত পট্টনায়েককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । গত আট ঘণ্টা ধরে তাঁর বাড়িতে নথিপত্র ঘেঁটে দেখে ইডি দল । উত্তরাখণ্ডে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকে খবরে থাকা আইএফএস অফিসার সুশান্ত পট্টনায়েক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরেই ছিলেন ।

ইটিভি ভারতের প্রতিনিধিরাও সুশান্ত পট্টনায়কের বাড়িতে পৌঁছে অভিযানকারী ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ তবে ইডির গোয়েন্দারা কথা বলতে রাজি হননি ৷ নগদ গণনা করার মেশিন এলে বোঝা যাবে ঠিক কত পরিমাণ নগদ সেখান থেকে উদ্ধার হয়েছে ৷

ইডির এই অভিযান চলছে আয়ের তুলনায় সঙ্গতিহীন সম্পত্তির মামলাযর তদন্তে । এর মধ্যে করবেট টাইগার রিজার্ভ সংক্রান্ত একটি বিষয়ও রয়েছে । কালাগড় রেঞ্জে দুর্নীতির একটি মামলা সামনে এসেছে । তদন্তে মোরঘাটি ও পাখারোতে অবৈধ নির্মাণের ঘটনাও প্রকাশ্যে এসেছে । সেখানে বিপুল পরিমাণ সবুজ গাছ কাটার অভিযোগ রয়েছে । সেই সময়ে উত্তরাখণ্ডের বনমন্ত্রী ছিলেন হরক সিং রাওয়াত । 2022 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে, বিজেপি সরকার এবং দল থেকে হরক সিং রাওয়াতকে বহিষ্কার করেছিল । হরক তারপর কংগ্রেসে যোগ দেন ।

আরও পড়ুন:

  1. ভোটের বাকি মাত্র কয়েক ঘণ্টা! তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার
  2. কোটি টাকার সোনার বিস্কুট, মাদক ও লক্ষাধিক নগদ উদ্ধার ; গ্রেফতার 5
  3. পাঁচটি ব্যাগে মিলল 7 কোটি টাকা ! গ্রেফতার বাসযাত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.