ETV Bharat / bharat

নারীর নেতৃত্বাধীন উন্নয়নকে প্রধান অগ্রাধিকার অর্থনৈতিক রিপোর্টে - Economy Review list

Women-Led Development: অর্থনৈতিক বিষয়ক দফতর 'দ্য ইন্ডিয়ান ইকোনমি: এ রিভিউ' শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷ যেখানে প্রাথমিকভাবে নারীর নেতৃত্বাধীন উন্নয়ন এবং ভারতের জন্য জেন্ডার ডিভিডেন্ডে ট্যাপ করার উপর দৃষ্টি আরোপ করা হয়েছে । পাশাপাশি পঞ্চায়েতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের মতো উন্নয়ন, প্রধানমন্ত্রী জন ধন যোজনার মতো উদ্যোগকে তুলে ধরা হয়েছে ৷

Economy Review list
অর্থনৈতিক রিপোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 10:51 AM IST

নয়াদিল্লি, 30 জানুয়ারি: নারীর নেতৃত্বাধীন উন্নয়নকে প্রধান অগ্রাধিকার দেওয়া হল অর্থনৈতিক রিপোর্টে ৷ ভারতীয় অর্থনীতির উপর বিস্তৃত পর্যালোচনা করে 74 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে অর্থ মন্ত্রক ৷ এই রিপোর্টে গত এক দশকে দেশের অর্থনৈতিক গতিপথের একটি বিশদ মূল্যায়ন প্রস্তাব করা হয়েছে ৷ 'দ্য ইন্ডিয়ান ইকোনমি: অ্যা রিভিউ' এই শিরোনামে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ৷ অর্থনৈতিক বিষয় বিভাগ দ্বারা প্রকাশিত এই রিপোর্টে বিভিন্ন বিষয়ের দিকে নজর দেওয়া হয়েছে ৷ যার মধ্যে দ্বিতীয় অধ্যায়ে 'নারীর নেতৃত্বাধীন উন্নয়ন: ভারতের জন্য জেন্ডার ডিভিডেন্ড ট্যাপিং'-এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব গুরুত্ব আরোপ করা হয়েছে।

এই রিপোর্টে ভারতের জি20 প্রেসিডেন্সির সঙ্গে সামঞ্জস্য রেখে 2023 সালের সেপ্টেম্বরে নারী সংরক্ষণ বিল -নারী শক্তি বন্দন অধিনিয়াম (এনএসভিএ) পাশ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ যেখানে নারীর নেতৃত্বাধীন উন্নয়ন হল প্রধান অগ্রাধিকার । এনএসভিএ পঞ্চায়েতগুলিতে মহিলাদের এক-তৃতীয়াংশ সংরক্ষণ প্রদান করে ৷ এনএসভিএ'কে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো ও উন্নত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং বৃহত্তর সম্ভাবনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয় ।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার মতো উদ্যোগগুলির ফলে মহিলারা বেশি পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আর্থিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ৷ মহিলাদের নেতৃত্বাধীন স্ব-সহায়ক গোষ্ঠীগুলি নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব ফেলেছে ৷ যেমনটা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নত সামাজিক নেটওয়ার্ক এবং জীবিকা বৈচিত্র্য হিসাবে বিভিন্ন সূচকের মাধ্যমে দেখা গিয়েছে ।

দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মতো প্রকল্পগুলি মহিলাদের ক্ষমতায়ন, আত্মসম্মান বৃদ্ধি এবং শিক্ষায় মাঝারি প্রভাব এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলিতে অংশগ্রহণের সঙ্গে যুক্ত । স্কিল ইন্ডিয়া মিশন এবং স্টার্টআপ এবং স্ট্যান্ড-আপ ইন্ডিয়ার অধীনে উদ্যোগগুলি নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করেছে এবং মানব পুঁজি গঠনে অবদান রেখেছে ৷ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেমন স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনা, এবং জল জীবন মিশনের উদ্যোগগুলি অনেক সমস্যার সমাধান করে মহিলাদের জীবনকে উন্নত করেছে ৷

উল্লিখিত উদ্যোগগুলি ইতিমধ্যে লাভ দেওয়া শুরু করেছে ৷ কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের হার 2022-23 সালে বেড়ে 37 শতাংশ হয়েছে ৷ যেখানে এই হার 2017-18 সালে 23.3 শতাংশ ছিল ৷ শিশুকন্যার জন্মের অনুপাত 2014-15 সালে 918 থেকে 2022-23 সালে 933-এ ৷

আরও পড়ুন:

  1. বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় পানীয়, বড় সম্মান ভারতের মশলা চায়ের ঝুলিতে
  2. সন্তানের রিপোর্ট কার্ড অভিভাবকের ভিজিটিং কার্ড নয়: পরীক্ষা পে চর্চায় মোদি
  3. মাদক মেশানো চা খাইয়ে যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ দুই বোনকে, অভিযুক্ত পাঁচ

নয়াদিল্লি, 30 জানুয়ারি: নারীর নেতৃত্বাধীন উন্নয়নকে প্রধান অগ্রাধিকার দেওয়া হল অর্থনৈতিক রিপোর্টে ৷ ভারতীয় অর্থনীতির উপর বিস্তৃত পর্যালোচনা করে 74 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে অর্থ মন্ত্রক ৷ এই রিপোর্টে গত এক দশকে দেশের অর্থনৈতিক গতিপথের একটি বিশদ মূল্যায়ন প্রস্তাব করা হয়েছে ৷ 'দ্য ইন্ডিয়ান ইকোনমি: অ্যা রিভিউ' এই শিরোনামে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ৷ অর্থনৈতিক বিষয় বিভাগ দ্বারা প্রকাশিত এই রিপোর্টে বিভিন্ন বিষয়ের দিকে নজর দেওয়া হয়েছে ৷ যার মধ্যে দ্বিতীয় অধ্যায়ে 'নারীর নেতৃত্বাধীন উন্নয়ন: ভারতের জন্য জেন্ডার ডিভিডেন্ড ট্যাপিং'-এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব গুরুত্ব আরোপ করা হয়েছে।

এই রিপোর্টে ভারতের জি20 প্রেসিডেন্সির সঙ্গে সামঞ্জস্য রেখে 2023 সালের সেপ্টেম্বরে নারী সংরক্ষণ বিল -নারী শক্তি বন্দন অধিনিয়াম (এনএসভিএ) পাশ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ যেখানে নারীর নেতৃত্বাধীন উন্নয়ন হল প্রধান অগ্রাধিকার । এনএসভিএ পঞ্চায়েতগুলিতে মহিলাদের এক-তৃতীয়াংশ সংরক্ষণ প্রদান করে ৷ এনএসভিএ'কে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো ও উন্নত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং বৃহত্তর সম্ভাবনার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয় ।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার মতো উদ্যোগগুলির ফলে মহিলারা বেশি পরিমাণে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আর্থিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ৷ মহিলাদের নেতৃত্বাধীন স্ব-সহায়ক গোষ্ঠীগুলি নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব ফেলেছে ৷ যেমনটা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নত সামাজিক নেটওয়ার্ক এবং জীবিকা বৈচিত্র্য হিসাবে বিভিন্ন সূচকের মাধ্যমে দেখা গিয়েছে ।

দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মতো প্রকল্পগুলি মহিলাদের ক্ষমতায়ন, আত্মসম্মান বৃদ্ধি এবং শিক্ষায় মাঝারি প্রভাব এবং গ্রামীণ প্রতিষ্ঠানগুলিতে অংশগ্রহণের সঙ্গে যুক্ত । স্কিল ইন্ডিয়া মিশন এবং স্টার্টআপ এবং স্ট্যান্ড-আপ ইন্ডিয়ার অধীনে উদ্যোগগুলি নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করেছে এবং মানব পুঁজি গঠনে অবদান রেখেছে ৷ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেমন স্বচ্ছ ভারত মিশন, উজ্জ্বলা যোজনা, এবং জল জীবন মিশনের উদ্যোগগুলি অনেক সমস্যার সমাধান করে মহিলাদের জীবনকে উন্নত করেছে ৷

উল্লিখিত উদ্যোগগুলি ইতিমধ্যে লাভ দেওয়া শুরু করেছে ৷ কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের হার 2022-23 সালে বেড়ে 37 শতাংশ হয়েছে ৷ যেখানে এই হার 2017-18 সালে 23.3 শতাংশ ছিল ৷ শিশুকন্যার জন্মের অনুপাত 2014-15 সালে 918 থেকে 2022-23 সালে 933-এ ৷

আরও পড়ুন:

  1. বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় পানীয়, বড় সম্মান ভারতের মশলা চায়ের ঝুলিতে
  2. সন্তানের রিপোর্ট কার্ড অভিভাবকের ভিজিটিং কার্ড নয়: পরীক্ষা পে চর্চায় মোদি
  3. মাদক মেশানো চা খাইয়ে যোগীরাজ্যে গণধর্ষণের অভিযোগ দুই বোনকে, অভিযুক্ত পাঁচ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.