মুম্বই, 4 নভেম্বর: মহারাষ্ট্র পুলিশের ডিজি রেশমি শুক্লাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন ৷ কংগ্রেসের অভিযোগ, আইপিএস অফিসাররা বিরোধীদের বিরুদ্ধে 'স্পষ্ট পক্ষপাতিত্ব' করেছিলেন। এরপরই সোমবার কমিশন রাজ্য পুলিশের ডিজিকে অবিলম্বে বদলির আদেশ দিয়েছে ৷ মহারাষ্ট্রের মুখ্যসচিবকে এই বিষয়ে পরবর্তী পদক্ষেেপ নেওয়ার নির্দেশও দিয়েেছে কমিশন ৷
কমিশন সূত্রে খবর, মুখ্যসচিবকে 5 নভেম্বর দুপুর 1 টার মধ্যে নতুন ডিজিপি নিয়োগের জন্য তিনজন আইপিএস অফিসারের একটি প্যানেল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পর্যালোচনা বৈঠক এবং বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ও আধিকারিকদের নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বার বার সতর্ক করেছিলেন ৷
মহারাষ্ট্রে 20 নভেম্বর 288 টি বিধানসভা আসনের জন্য এক দফাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ ফল 23 নভেম্বর ঘোষণা করা হবে। মহারাষ্ট্রে মোট ভোটার সংখ্যা প্রায় 9.63 কোটি।
এর আগে শুক্রবার কমিশন ঝাড়খণ্ডের সবচেয়ে শীর্ষ 1988 ব্যাচের আইএএস অফিসারকে রাজ্যের মুখ্যসচিব হিসাবে নিয়োগের জন্য ঝাড়খণ্ড সরকারের প্রস্তাব গ্রহণ করেছে। এর আগে, কমিশন প্রাক্তন মুখ্য সচিব লালবিয়াক্টলুয়াঙ্গা খিয়াংতে-এর মেয়াদ পাঁচ মাস বাড়ানোর প্রস্তাবেও সম্মত হয়েছিল।
গত মাসে কমিশন আইপিএস অফিসার অজয় কুমার সিংকে ঝাড়খণ্ডের ডিজিপি হিসাবে নিযুক্ত করেছে। কমিশন ভারপ্রাপ্ত ডিজিপি অনুরাগ গুপ্তকে অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়ার পরে রাজ্য সরকারের পাঠানো তিনজন আইপিএস অফিসারের প্যানেল থেকে সিংকে নির্বাচিত করে ৷ 19 অক্টোবর, 2024-এ কমিশনের নির্দেশের পরে, অনুরাগ গুপ্তকে ভারপ্রাপ্ত ডিজিপির পদ থেকে অপসারণ করা হয়েছিল, পূর্ববর্তী নির্বাচনে নির্বাচন-সম্পর্কিত অসদাচরণের ইতিহাসের কারণে।