ETV Bharat / bharat

নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের - ECI publishes Electoral bond data

নির্বাচন কমিশন রবিবার তার ওয়েবসাইটে জনগণের দ্বারা কেনা এবং দলগুলি দ্বারা ভাঙানো নির্বাচনী বন্ডের আরও বিশদ তথ্য আপলোড করেছে । নতুন তথ্যের মধ্যে রাজনৈতিক দলগুলির দ্বারা নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত মোট অর্থের বিবৃতিও রয়েছে ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 5:28 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ: নির্বাচনী বন্ড নিয়ে আরও বিস্তারিত তথ্য রবিবার প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ কারা বন্ড কিনেছে, কোন দল কত টাকার বিনিময়ে বন্ড ভাঙিয়েছে, অর্থাৎ রিডিম করেছে, সব তথ্য প্রকাশ করা হয়েছে ৷ রাজনৈতিক দলগুলি মুখ বন্ধ খামে নির্বাচন কমিশনকে যে তথ্য জানিয়েছিল, তাও এ দিন প্রকাশ করেছে কমিশন ৷ জানানো হয়েছে নির্বাচনী বন্ড ভাঙিয়ে বিজেপি সর্বাধিক প্রায় সাত হাজার কোটি টাকা পেয়েছে ৷

12 এপ্রিল, 2019 তারিখে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুসারে রাজনৈতিক দলগুলি নিজেদের নির্বাচনী বন্ডের তথ্য সিল করা খামে কমিশনে জমা দিয়েছিল বলে একটি বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ তারা বলে, "রাজনৈতিক দলগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্য সিল করা কভার না খুলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল । 2024-এর 15 মার্চ তারিখ সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সিল করা কভারে একটি পেনড্রাইভে তার একটি ডিজিটালাইজড রেকর্ডের সঙ্গে হার্ডকপিগুলি ফেরত দিয়েছে । নির্বাচন কমিশন আজ তার ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের উপর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে ডিজিটালাইজড ফর্মে প্রাপ্ত ডেটা আপলোড করেছে ৷"

সর্বশেষ তথ্যে জাতীয়, রাজ্য এবং অস্বীকৃত রাজনৈতিক দলগুলি-সহ সমস্ত রাজনৈতিক দলের তহবিলের বিবরণ সেই তথ্যে অন্তর্ভুক্ত রয়েছে । বিজেপি, 2023 সালের 15 নভেম্বর নির্বাচনী ব্যয় বিভাগের জবাবে সিল করা কভারে একটি 20-পাতার বিবৃতি প্রদান করেছে, যেখানে 2017-18 থেকে 2023-24 (সেপ্টেম্বর 2023) পর্যন্ত গেরুয়া শিবিরের প্রাপ্ত নির্বাচনী বন্ডের বিবরণ রয়েছে । বিজেপি মোট 6,987.40 কোটি টাকার নির্বাচনী বন্ড নগদ করেছে বা ভাঙিয়েছে ; 2019-20 সালে তারা সর্বাধিক পেয়েছে 2,555 কোটি টাকা ৷

তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে 1,397 কোটি টাকা পেয়েছে, যারা বিজেপির পরে দ্বিতীয় বৃহত্তম প্রাপক । কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট 1,334.35 কোটি টাকা রিডিম করেছে বা ভাঙিয়েছে । বিআরএস হল চতুর্থ বৃহত্তম প্রাপক যারা 1,322 কোটি টাকার বন্ড ভাঙিয়েছে ৷ বিজেডি 944.5 কোটি টাকার নির্বাচনী বন্ড, ওয়াইএসআর কংগ্রেস 442.8 কোটি টাকা এবং টিডিপি 181.35 কোটি টাকা নগদ করেছে । সমাজবাদী পার্টি নির্বাচনী বন্ডের মাধ্যমে 14.05 কোটি টাকা, আকালি দল 7.26 কোটি টাকা, এআইএডিএমকে 6.05 কোটি টাকা এবং ন্যাশনাল কনফারেন্স 50 লাখ টাকা পেয়েছে ।

আরও পড়ুন:

  1. যে 1300 কোম্পানি নির্বাচনী বন্ডে অনুদান দিয়েছে, তারা সবাই চোর ? বিরোধীদের কটাক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণমের
  2. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
  3. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন

নয়াদিল্লি, 17 মার্চ: নির্বাচনী বন্ড নিয়ে আরও বিস্তারিত তথ্য রবিবার প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ কারা বন্ড কিনেছে, কোন দল কত টাকার বিনিময়ে বন্ড ভাঙিয়েছে, অর্থাৎ রিডিম করেছে, সব তথ্য প্রকাশ করা হয়েছে ৷ রাজনৈতিক দলগুলি মুখ বন্ধ খামে নির্বাচন কমিশনকে যে তথ্য জানিয়েছিল, তাও এ দিন প্রকাশ করেছে কমিশন ৷ জানানো হয়েছে নির্বাচনী বন্ড ভাঙিয়ে বিজেপি সর্বাধিক প্রায় সাত হাজার কোটি টাকা পেয়েছে ৷

12 এপ্রিল, 2019 তারিখে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুসারে রাজনৈতিক দলগুলি নিজেদের নির্বাচনী বন্ডের তথ্য সিল করা খামে কমিশনে জমা দিয়েছিল বলে একটি বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ তারা বলে, "রাজনৈতিক দলগুলির কাছ থেকে প্রাপ্ত তথ্য সিল করা কভার না খুলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল । 2024-এর 15 মার্চ তারিখ সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সিল করা কভারে একটি পেনড্রাইভে তার একটি ডিজিটালাইজড রেকর্ডের সঙ্গে হার্ডকপিগুলি ফেরত দিয়েছে । নির্বাচন কমিশন আজ তার ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের উপর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে ডিজিটালাইজড ফর্মে প্রাপ্ত ডেটা আপলোড করেছে ৷"

সর্বশেষ তথ্যে জাতীয়, রাজ্য এবং অস্বীকৃত রাজনৈতিক দলগুলি-সহ সমস্ত রাজনৈতিক দলের তহবিলের বিবরণ সেই তথ্যে অন্তর্ভুক্ত রয়েছে । বিজেপি, 2023 সালের 15 নভেম্বর নির্বাচনী ব্যয় বিভাগের জবাবে সিল করা কভারে একটি 20-পাতার বিবৃতি প্রদান করেছে, যেখানে 2017-18 থেকে 2023-24 (সেপ্টেম্বর 2023) পর্যন্ত গেরুয়া শিবিরের প্রাপ্ত নির্বাচনী বন্ডের বিবরণ রয়েছে । বিজেপি মোট 6,987.40 কোটি টাকার নির্বাচনী বন্ড নগদ করেছে বা ভাঙিয়েছে ; 2019-20 সালে তারা সর্বাধিক পেয়েছে 2,555 কোটি টাকা ৷

তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে 1,397 কোটি টাকা পেয়েছে, যারা বিজেপির পরে দ্বিতীয় বৃহত্তম প্রাপক । কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট 1,334.35 কোটি টাকা রিডিম করেছে বা ভাঙিয়েছে । বিআরএস হল চতুর্থ বৃহত্তম প্রাপক যারা 1,322 কোটি টাকার বন্ড ভাঙিয়েছে ৷ বিজেডি 944.5 কোটি টাকার নির্বাচনী বন্ড, ওয়াইএসআর কংগ্রেস 442.8 কোটি টাকা এবং টিডিপি 181.35 কোটি টাকা নগদ করেছে । সমাজবাদী পার্টি নির্বাচনী বন্ডের মাধ্যমে 14.05 কোটি টাকা, আকালি দল 7.26 কোটি টাকা, এআইএডিএমকে 6.05 কোটি টাকা এবং ন্যাশনাল কনফারেন্স 50 লাখ টাকা পেয়েছে ।

আরও পড়ুন:

  1. যে 1300 কোম্পানি নির্বাচনী বন্ডে অনুদান দিয়েছে, তারা সবাই চোর ? বিরোধীদের কটাক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণমের
  2. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
  3. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.