ETV Bharat / bharat

ডেডলাইন শুক্রবার, একদিন আগেই ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন - EC releases electoral bonds data

EC releases Electoral Bonds Data: ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। দু’টি আলাদা আলাদা নথিতে তুলে ধরা হয়েছে যাবতীয় তথ্য।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 10:31 PM IST

Updated : Mar 14, 2024, 10:52 PM IST

নয়াদিল্লি, 14 মার্চ: ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত তথ্য় প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে পাওয়া তথ্য়ই প্রকাশ্যে এনেছে কমিশন । শুক্রবারের মধ্যে এই তথ্য় প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । তার একদিন আগেই তথ্য প্রকাশ্যে এল । মোট দু’টি নথি জমা দেওয়া হয়েছে । 327 পাতার একটি নথিতে কোন কোন সংস্থা টাকা দিয়েছে সেই তথ্য রয়েছে । 427 পাতার অন্য একটি নথিতে রয়েছে রাজনৈতিক দল সংক্রান্ত তথ্য ।

2019 সালের 12 এপ্রিল থেকে বিভিন্ন রাজনৈতিক দল কী কী পরিমাণে টাকা পেয়েছে সেই তথ্যই রয়েছে এখানে । 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য দেওয়া হয়েছে । প্রত্যাশা মতোই সবচেয়ে বেশি অর্থ পেয়েছে বিজেপি । এছাড়া কংগ্রেস থেকে শুরু করে এআইডিএমকে এবং তৃণমূল-সহ অন্য বেশ কয়েকটি দল অর্থ সাহায্য পেয়েছে।

লোকসভা নির্বাচনের আগে ইলেক্টোরাল বন্ড ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র কয়েকদিন আগে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই ধরনের বন্ড অসাংবিধানিক। তবে কেন্দ্রীয় সরকার এই বন্ড চালুর পর থেকেই অনেকেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। সমাজকর্মী থেকে শুরু করে আইনজ্ঞদের অনেকেরই ধারণা হয়েছিল এই ব্যবস্থা চালু হলে রাজনীতি আরও বেশি করে অস্বচ্ছ হয়ে উঠবে। কালো টাকার লেনদেন আরও বাড়বে দেশের রাজনৈতিক আঙিনায়। এই বন্ড বাতিল করার দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা হয়।

মামলার শুনানির সময় এসবিআইয়ের বন্ড সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় । সর্বোচ্চ আদলতে সেই তথ্য দিতে সমস্য়ার মুখে পড়ে দেশের অন্যতম সেরা ব্যাঙ্ক । শেষমেশ আদালত চূড়ান্ত সময়সীমা বেধে দিয়ে বলে 12 মার্চ বিকেল 5টার মধ্যেই তথ্য জমা দিতে হবে । তখনই বলে দেওয়া হয় 15 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকেও নিজের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করতে হবে । নির্ধারিত সময়ের আগেই সেই কাজ করল দেশের নির্বাচনের নিয়ামক সংস্থা ।

আরও পড়ুন:

  1. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  2. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই

নয়াদিল্লি, 14 মার্চ: ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত তথ্য় প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে পাওয়া তথ্য়ই প্রকাশ্যে এনেছে কমিশন । শুক্রবারের মধ্যে এই তথ্য় প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । তার একদিন আগেই তথ্য প্রকাশ্যে এল । মোট দু’টি নথি জমা দেওয়া হয়েছে । 327 পাতার একটি নথিতে কোন কোন সংস্থা টাকা দিয়েছে সেই তথ্য রয়েছে । 427 পাতার অন্য একটি নথিতে রয়েছে রাজনৈতিক দল সংক্রান্ত তথ্য ।

2019 সালের 12 এপ্রিল থেকে বিভিন্ন রাজনৈতিক দল কী কী পরিমাণে টাকা পেয়েছে সেই তথ্যই রয়েছে এখানে । 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য দেওয়া হয়েছে । প্রত্যাশা মতোই সবচেয়ে বেশি অর্থ পেয়েছে বিজেপি । এছাড়া কংগ্রেস থেকে শুরু করে এআইডিএমকে এবং তৃণমূল-সহ অন্য বেশ কয়েকটি দল অর্থ সাহায্য পেয়েছে।

লোকসভা নির্বাচনের আগে ইলেক্টোরাল বন্ড ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র কয়েকদিন আগে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই ধরনের বন্ড অসাংবিধানিক। তবে কেন্দ্রীয় সরকার এই বন্ড চালুর পর থেকেই অনেকেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। সমাজকর্মী থেকে শুরু করে আইনজ্ঞদের অনেকেরই ধারণা হয়েছিল এই ব্যবস্থা চালু হলে রাজনীতি আরও বেশি করে অস্বচ্ছ হয়ে উঠবে। কালো টাকার লেনদেন আরও বাড়বে দেশের রাজনৈতিক আঙিনায়। এই বন্ড বাতিল করার দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা হয়।

মামলার শুনানির সময় এসবিআইয়ের বন্ড সংক্রান্ত তথ্য চেয়ে পাঠায় । সর্বোচ্চ আদলতে সেই তথ্য দিতে সমস্য়ার মুখে পড়ে দেশের অন্যতম সেরা ব্যাঙ্ক । শেষমেশ আদালত চূড়ান্ত সময়সীমা বেধে দিয়ে বলে 12 মার্চ বিকেল 5টার মধ্যেই তথ্য জমা দিতে হবে । তখনই বলে দেওয়া হয় 15 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকেও নিজের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করতে হবে । নির্ধারিত সময়ের আগেই সেই কাজ করল দেশের নির্বাচনের নিয়ামক সংস্থা ।

আরও পড়ুন:

  1. সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই, প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন
  2. 5 বছরে কেনা হয় 22217 নির্বাচনী বন্ড, রিডিম হয়েছে 22030; সুপ্রিম কোর্টকে জানাল এসবিআই
Last Updated : Mar 14, 2024, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.