নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: আগেই দলের পুরনো প্রতীক হারিয়েছিলেন শরদ পাওয়ার ৷ ভাইপো অজিত পাওয়ারের কাছে পুরনো নির্বাচনী প্রতীক 'ঘড়ি' হারাতে হয়েছিল ৷ বদলে নয়া নির্বাচনী প্রতীক পেল 'ন্যাশনাল কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পাওয়ার' ৷ সেই নয়া নির্বাচনী প্রতীক হল, একজন ব্যক্তি (মারাঠি) 'তুরহা' (শিঙার বড় আকৃতি) বাজাচ্ছেন ৷ ভারতের নির্বাচন কমিশন শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দলের নামও গত 6 ফেব্রুয়ারি ঘোষণা করে দিয়েছিল ৷ যেখানে প্রবীণ এনসিপি নেতার দলের নাম দেওয়া হয়েছিল 'ন্যাশনাল কংগ্রেস পার্টি--শরদচন্দ্র পাওয়ার' ৷
সেই সঙ্গে মহারাষ্ট্রের সমস্ত সংসদীয় এলাকার জন্য পাওয়ার গোষ্ঠীর অনুরোধে 'একজন ব্যক্তি তুরহা বাজাচ্ছেন', এই প্রতীক নির্ধারণ করে ভারতের নির্বাচন কমিশন ৷ এ নিয়ে কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ নয়া নির্বাচনী প্রতীক পেয়ে সোশাল মিডিয়ায় শরদ পাওয়ার একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "মহারাষ্ট্রের আদর্শ ও চিন্তাভাবনাকে পাথেয় করে নয়া নির্বাচনী প্রতীকে দিল্লির কেন্দ্রীয় সরকারের সিংহাসন নড়িয়ে দেব ৷"
নির্বাচনী প্রতীক হিসেবে ছত্রপতি শিবাজীর বীরত্বের তূর্য পাওয়া শরদ পাওয়ার গোষ্ঠীর কাছে গর্বের বলে উল্লেখ করা হয়েছে ৷ 'ন্যাশনাল কংগ্রেস পার্টি--শরদচন্দ্র পাওয়ার' গোষ্ঠীর তরফে বলা হয়েছে, এই তূর্যের শব্দ দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দেবে ৷ এর আগে গত সোমবার সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছিল, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের তরফে বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ার গোষ্ঠীর জন্য, যে নাম নির্ধারণ করা হয়েছে, তা বহাল থাকবে ৷ সেই সঙ্গে কমিশনের কাছে নয়া দলীয় প্রতীক চেয়ে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছিল শরদ পাওয়ার গোষ্ঠীকে ৷
তার পরেই শরদ পাওয়ার গোষ্ঠী নিজেদের নির্বাচনী প্রতীক হিসেবে 'একজন ব্যক্তি তুরহা বাজাচ্ছেন' সেই চিহ্নের আবেদন করেছিল ৷ উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি ভারতের নির্বাচন কমিশন মহারাষ্ট্র বিধানসভার বিধায়ক সংখ্যার নিরিখে এনসিপির 'ঘড়ি' চিহ্নকে অজিত পাওয়ার গোষ্ঠীর নামে ঘোষণা করেছিল ৷ কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই শরদ পাওয়ার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷
আরও পড়ুন: