ETV Bharat / bharat

'সীমান্তে সন্ত্রাস বন্ধ না-হলে বাণিজ্য নয়', ইসলামাবাদে সাফ বার্তা জয়শঙ্করের

এসসিও বৈঠকের বক্তৃতাতেও উঠল আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিবাদী কাজকর্মের কথা ৷ পাকিস্তানকে পরিষ্কার বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

EAM S Jaishankar
ইসলামাবাদে এসসিও বৈঠকে এস জয়শঙ্কর (ছবি সৌজন্য: বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এক্স হ্যান্ডেল)

ইসলামাবাদ, 16 অক্টোবর: এসসিও বৈঠকে যোগ দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সাফ বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার সকালে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর (এসসিও) মঞ্চ থেকে তিনি প্রতিবেশী দেশটিকে পরিষ্কার জানিয়ে দেন, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ চললে দু'দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়া সম্ভব নয় ৷

সন্ত্রাসবাদী হামলা, বিভাজনবাদ, চরমপন্থী কাজকর্মের জন্য পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং যোগাযোগের মতো ক্ষেত্রগুলিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হবে না ৷ জয়শঙ্কর তাঁর বক্তৃতায় আরও জানান, পারস্পরিক শ্রদ্ধা থাকলে, তবেই সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে ৷ দুই দেশের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে ৷ বিশ্বাসই একে অপরের প্রতি সহযোগিতার চাবিকাঠি ৷ তাও মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী ৷

জয়শঙ্কর বলেন, "আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে ৷ খাঁটি অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠা উচিত, কোনও এক পক্ষের সুবিধের উপর নির্ভর করে নয় ৷" এসসিও বৈঠকে চিনকে পরোক্ষে কটাক্ষ করে তিনি বলেন, "আমরা যদি পছন্দমতো ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাছাই করে নিই, তাহলে সামগ্রিক উন্নতি সম্ভব নয় ৷"

এসসিও-র রাষ্ট্রনেতাদের প্রধানদের মধ্যে বৈঠকে যোগ দিতে গতকাল ইসলামাবাদে পৌঁছেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ 2015 সালে তৎকালীন মোদি সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে গিয়েছিলেন ৷ এর 9 বছর পর জয়শঙ্কর এসসিও বৈঠকের আয়োজক দেশ পাকিস্তানে পা রাখলেন ৷ তিনি ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেন ৷

ইসলামাবাদ, 16 অক্টোবর: এসসিও বৈঠকে যোগ দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সাফ বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার সকালে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর (এসসিও) মঞ্চ থেকে তিনি প্রতিবেশী দেশটিকে পরিষ্কার জানিয়ে দেন, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ চললে দু'দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়া সম্ভব নয় ৷

সন্ত্রাসবাদী হামলা, বিভাজনবাদ, চরমপন্থী কাজকর্মের জন্য পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং যোগাযোগের মতো ক্ষেত্রগুলিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হবে না ৷ জয়শঙ্কর তাঁর বক্তৃতায় আরও জানান, পারস্পরিক শ্রদ্ধা থাকলে, তবেই সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে ৷ দুই দেশের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে ৷ বিশ্বাসই একে অপরের প্রতি সহযোগিতার চাবিকাঠি ৷ তাও মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী ৷

জয়শঙ্কর বলেন, "আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে ৷ খাঁটি অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠা উচিত, কোনও এক পক্ষের সুবিধের উপর নির্ভর করে নয় ৷" এসসিও বৈঠকে চিনকে পরোক্ষে কটাক্ষ করে তিনি বলেন, "আমরা যদি পছন্দমতো ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাছাই করে নিই, তাহলে সামগ্রিক উন্নতি সম্ভব নয় ৷"

এসসিও-র রাষ্ট্রনেতাদের প্রধানদের মধ্যে বৈঠকে যোগ দিতে গতকাল ইসলামাবাদে পৌঁছেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ 2015 সালে তৎকালীন মোদি সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে গিয়েছিলেন ৷ এর 9 বছর পর জয়শঙ্কর এসসিও বৈঠকের আয়োজক দেশ পাকিস্তানে পা রাখলেন ৷ তিনি ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেন ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.