ইসলামাবাদ, 16 অক্টোবর: এসসিও বৈঠকে যোগ দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে সাফ বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার সকালে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর (এসসিও) মঞ্চ থেকে তিনি প্রতিবেশী দেশটিকে পরিষ্কার জানিয়ে দেন, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ চললে দু'দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়া সম্ভব নয় ৷
সন্ত্রাসবাদী হামলা, বিভাজনবাদ, চরমপন্থী কাজকর্মের জন্য পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং যোগাযোগের মতো ক্ষেত্রগুলিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হবে না ৷ জয়শঙ্কর তাঁর বক্তৃতায় আরও জানান, পারস্পরিক শ্রদ্ধা থাকলে, তবেই সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে ৷ দুই দেশের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে ৷ বিশ্বাসই একে অপরের প্রতি সহযোগিতার চাবিকাঠি ৷ তাও মনে করিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী ৷
A productive meeting of the SCO Council of Heads of Government concluded in Islamabad today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 16, 2024
Signed eight outcome documents. India made a positive and constructive contribution to the deliberations.
8 key takeaways from the Indian perspective:
➡️ Developing a dialogue on the… pic.twitter.com/uOxdZ5hJTL
জয়শঙ্কর বলেন, "আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে ৷ খাঁটি অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠা উচিত, কোনও এক পক্ষের সুবিধের উপর নির্ভর করে নয় ৷" এসসিও বৈঠকে চিনকে পরোক্ষে কটাক্ষ করে তিনি বলেন, "আমরা যদি পছন্দমতো ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাছাই করে নিই, তাহলে সামগ্রিক উন্নতি সম্ভব নয় ৷"
এসসিও বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন জয়শঙ্কর ৷ বিদেশমন্ত্রী জানান, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ বৈঠকে যা হয়েছে, সেই সংক্রান্ত 8টি নথিতে স্বাক্ষর করেছি ৷ ভারতের অবদান সদর্থক ও গঠনমূলক ছিল ৷
এসসিও-র রাষ্ট্রনেতাদের প্রধানদের মধ্যে বৈঠকে যোগ দিতে গতকাল ইসলামাবাদে পৌঁছেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ 2015 সালে মোদি সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শেষবার পাকিস্তানে গিয়েছিলেন সুষমা স্বরাজ ৷ এই সফরে বিদেশ সচিব হিসেবে সুষমা স্বরাজের সফরসঙ্গী ছিলেন জয়শঙ্কর ৷ 9 বছর পর বিদেশমন্ত্রী হিসেবে জয়শঙ্কর এসসিও বৈঠকের আয়োজক দেশ পাকিস্তানে পা রাখলেন ৷