চিত্রদুর্গা (কর্ণাটক), 10 ফেব্রুয়ারি: বিয়ে নিয়ে নানাজনের নানারকম শখ থাকে ৷ কেউ সাবেকি মতে বিয়ে করেন, তো কেউ ডেস্টিনেশন ওয়েডিং ৷ এখন আবার বিয়ের সঙ্গে প্রি-ওয়েডিং শুটের চল ৷ বিয়ের মরশুম পড়তেই প্রি-ওয়েডিং শুটের ধুম লেগেছে ৷ কিন্তু তা বলে অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শুট ?
হ্যাঁ শুনে আকাশ থেকে পরলেও এটাই সত্যি ৷ হবু বর পেশায় চিকিৎসক ৷ তাই বিয়েতে তো চিকিৎসার ছোঁয়া রাখতেই হবে ৷ তাই অভিনব ভাবনা ৷ হাসপাতালের অপারেশন থিয়েটার একেবারে প্রি-ওয়েডিং শুট করে বসলেন ডাক্তার বর ৷ আর অভিনব ভাবনা যখন সোশাল মিডিয়ায় ভাইরাল না হয়ে যায় কোথায় ৷ প্রি-ওয়েডিং শুটের সেই ভিডিয়ো ভাইরাল হতেই মহা বিপদে পরলেন বর মশাই ৷ নিন্দার ঝড় উঠল বিভিন্নমহলে ৷ প্রি-ওয়েডিং শুটের ভিডিয়ো চোখ এড়াল না বরের কর্মরত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ডিস্ট্রিক্ট কালেক্টরের ৷ শেষে ডিস্ট্রিক্ট কালেক্টর নির্দেশিকা জারি করলেন ৷ হাসপাতালের চুক্তিভিত্তিক চিকিৎসক অভিষেককে বেআইনি আচরণ এবং দায়িত্বে অবহেলার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ।
জানা গিয়েছে, ভরমসাগর গ্রামের সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কাজ করতেন অভিষেক ৷ কয়েকদিন পরেই তাঁর বিয়ে ৷ ব্যক্তির অস্ত্রোপচার করছেন এই ভঙ্গিতে অপারেশন থিয়েটারের ভেতরে প্রি-ওয়েডিং শুট করেন তিনি ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডাক্তার অভিষেক অস্ত্রোপচার করছেন এবং তাঁর হবু স্ত্রী তাঁকে সাহায্য করছেন । কয়েক সেকেন্ডের এই ভিডিয়োতে ঘুমন্ত রোগীকে এমনভাবে বসে থাকতে দেখা যায় যেন তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে ।
এই ঘটনার বিষয়ে চিত্রদুর্গা ডিএইচও চিকিৎসক রেনু প্রসাদ বলেন, "জাক্তার অভিষেককে চুক্তির ভিত্তিতে হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছিল । অপারেশন থিয়েটারটি কয়েক মাস বন্ধ ছিল । ডাক্তার ওই অপারেশন থিয়েটারে একটি প্রি-ওয়েডিং শুট করেন । এই ঘটনায় অপারেশন থিয়েটারের অপব্যবহার করা হয়েছে । আমরা ভরমসাগর হাসপাতালের মেডিক্যাল অফিসারকে একটি নোটিশ দিয়েছি । আমরা ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব ৷"
আরও পড়ুন: