নয়াদিল্লি, 23 জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তাঁর মতে, আদালতে সত্যের জয় হয়েছে ৷ পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, দু'দিনের মধ্যেই 2024 সালের নিট-ইউজি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হবে ৷ একইসঙ্গে নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধী দলনেতা রাহুল গান্ধির ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন তৃতীয় মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷
#WATCH | Supreme Court declines to cancel NEET-UG 2024 exam.
— ANI (@ANI) July 23, 2024
Union Education Minister Dharmendra Pradhan says, " ...after this historic judgement of the supreme court, i would like to say "satyameva jayate"
"...when the neet matter came to light, opposition's role became clear… pic.twitter.com/VeujeVOT92
এর আগে মঙ্গলবার দুপুরে, সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, 2024 সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না ৷ এদিন নিট-ইউজি নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল । শুনানি শেষে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷ এরপরই এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী ।
নিট নিয়ে গত মাস দেড়েক ধরে নানা রকমের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এরপর দেশের শীর্ষ আদালতের রায়ে পর কেন্দ্রীয় মন্ত্রীও বিরোধীদের পালটা জবাব দেন ৷ শুরুতেই তিনি বলেন, "সত্যমেব জয়তে ৷"
ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, আদালতের রায় থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, নিট নিয়ে প্রশ্নফাঁস থেকে শুরু করে আর যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছিল, তার কোনও ভিত্তি নেই। কেন্দ্রীয় সরকার আগে থেকেই দাবি করে আসছিল মে মাসের 5 তারিখে হওয়া পরীক্ষায় কোনও ধরনের দুর্নীতি হয়নি ৷ মন্ত্রীর মতে, আদালতের রায়ে সে কথাই প্রমাণিত হল । পাশাপাশি তাঁর অভিযোগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে দাবি করে, অকারণে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল বিরোধীরা ৷
পরে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "যাঁরা ভারতীয় পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদের চোখ খুলে দেবে আদালতের এই রায়। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কিছু মানুষ অকারণে সমাজকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছিলেন ৷ নিজের রাজনৈতিক স্বার্থে নিটের পড়ুয়া এবং তাঁদের পরিবারকে ব্যবহার করার জন্য রাহুল গান্ধির ক্ষমা চাওয়া উচিত ৷"