ETV Bharat / bharat

হুইলচেয়ার না থাকায় বৃদ্ধের মৃত্যু, এয়ার ইন্ডিয়াকে 30 লাখ টাকা জরিমানা - এয়ার ইন্ডিয়া

Air India: পর্যাপ্ত হুইলচেয়ার না থাকার কারণে 80 বছর বয়সি এক বৃদ্ধকে 1 কিমি হাঁটতে হয়েছিল ৷ তারপরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওই যাত্রীর ৷ সেই ঘটনাতেই এয়ার ইন্ডিয়াকে জরিমানা করল ডিজিসিএ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 6:52 PM IST

Updated : Feb 29, 2024, 10:41 PM IST

নয়াদিল্লি, 29 ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়ার বড় ধাক্কা ৷ হুইলচেয়ার না মেলায় মুম্বই বিমানবন্দরে এক 80 বছর বয়সি যাত্রীর মৃত্যু হয় ৷ এই ঘটনায় কারণ জানানোর জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) শুক্রবার এয়ার ইন্ডিয়াকে নোটিশ দিয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সঙ্গে 30 লাখ টাকা জরিমানাও করা হয়েছে ৷

টাটা গ্রুপ অধিকৃত এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশটি প্রকাশ্যে আসে সোমবার ৷ 80 বছর বয়সি একটি লোক তাঁর স্ত্রীর সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে এসেছিলেন । মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মার্কিন পাসপোর্ট-সহ ভারতীয় বংশোদ্ভূত বয়স্ক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার টিকিট পাওয়ার সময় নিজের এবং তাঁর স্ত্রীর জন্য হুইলচেয়ার সুবিধাটি প্রি-বুক করেছিলেন । কিন্তু সেই মুহূর্তে হুইলচেয়ার কম থাকায় এয়ারলাইন থেকে শুধুমাত্র একটি হুইল চেয়ার দেওয়া হয় ৷

লোকটির স্ত্রী যখন হুইলচেয়ারে বসেছিলেন, তখন তাঁর স্বামী তাঁকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন । প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে লোকটি এভাবে এক কিলোমিটারেরও বেশি হেঁটেছিল এবং পরে হার্ট অ্যাটাকের কারণে মাঝপথে মারা যান । এয়ারক্রাফ্ট রুলস, 1937 লঙ্ঘন করে উল্লিখিত সিএআর-এর বিধানগুলি মেনে না চলার জন্য এয়ার ইন্ডিয়াকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় ৷ নোটিশ জারির সাতদিনের মধ্যে ডিজিসিএ-তে উত্তর দেওয়ার কথাও এক বিবৃতি দিয়ে জানায় ডিজিসিএ ৷

যাত্রীদের জন্য পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার উপলব্ধ রয়েছে তা নিশ্চিত করার জন্য সমস্ত এয়ারলাইন্সকে একটি পরামর্শও জারি করা হয়েছে ৷

আরও পড়ুন :

  1. হুইলচেয়ার না-পেয়ে হাঁটতে গিয়ে হার্ট অ্যাটাক, মুম্বই বিমানবন্দরে মৃ্ত্যু বৃদ্ধ যাত্রীর
  2. নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের

নয়াদিল্লি, 29 ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়ার বড় ধাক্কা ৷ হুইলচেয়ার না মেলায় মুম্বই বিমানবন্দরে এক 80 বছর বয়সি যাত্রীর মৃত্যু হয় ৷ এই ঘটনায় কারণ জানানোর জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) শুক্রবার এয়ার ইন্ডিয়াকে নোটিশ দিয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সঙ্গে 30 লাখ টাকা জরিমানাও করা হয়েছে ৷

টাটা গ্রুপ অধিকৃত এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশটি প্রকাশ্যে আসে সোমবার ৷ 80 বছর বয়সি একটি লোক তাঁর স্ত্রীর সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে এসেছিলেন । মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মার্কিন পাসপোর্ট-সহ ভারতীয় বংশোদ্ভূত বয়স্ক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার টিকিট পাওয়ার সময় নিজের এবং তাঁর স্ত্রীর জন্য হুইলচেয়ার সুবিধাটি প্রি-বুক করেছিলেন । কিন্তু সেই মুহূর্তে হুইলচেয়ার কম থাকায় এয়ারলাইন থেকে শুধুমাত্র একটি হুইল চেয়ার দেওয়া হয় ৷

লোকটির স্ত্রী যখন হুইলচেয়ারে বসেছিলেন, তখন তাঁর স্বামী তাঁকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন । প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে লোকটি এভাবে এক কিলোমিটারেরও বেশি হেঁটেছিল এবং পরে হার্ট অ্যাটাকের কারণে মাঝপথে মারা যান । এয়ারক্রাফ্ট রুলস, 1937 লঙ্ঘন করে উল্লিখিত সিএআর-এর বিধানগুলি মেনে না চলার জন্য এয়ার ইন্ডিয়াকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় ৷ নোটিশ জারির সাতদিনের মধ্যে ডিজিসিএ-তে উত্তর দেওয়ার কথাও এক বিবৃতি দিয়ে জানায় ডিজিসিএ ৷

যাত্রীদের জন্য পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার উপলব্ধ রয়েছে তা নিশ্চিত করার জন্য সমস্ত এয়ারলাইন্সকে একটি পরামর্শও জারি করা হয়েছে ৷

আরও পড়ুন :

  1. হুইলচেয়ার না-পেয়ে হাঁটতে গিয়ে হার্ট অ্যাটাক, মুম্বই বিমানবন্দরে মৃ্ত্যু বৃদ্ধ যাত্রীর
  2. নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের
Last Updated : Feb 29, 2024, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.