ETV Bharat / bharat

পুরীর রথযাত্রায় পদপিষ্টের পরিস্থিতি, মৃত 1 পুণ্যার্থী; আহত বেশ কয়েকজন - DEVOTEE DIES DURING PURI RATH YATRA - DEVOTEE DIES DURING PURI RATH YATRA

Puri Rath Yatra 2024: পুরী রথযাত্রায় বড়সড় দুর্ঘটনা ৷ রথ টানার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ভক্ত দর্শনার্থী ৷

Puri Rath Yatra 2024
পুরী রথযাত্রা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 8:16 PM IST

Updated : Jul 7, 2024, 8:52 PM IST

পুরী, 7 জুলাই: পুরী রথযাত্রায় দুর্ঘটনা ৷ রবিবার রথযাত্রার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ আর সেই কারণে ভিড়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক দর্শনার্থীর ৷ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় পুরীতে ৷ বেশ কয়েকজন পুণ্যার্থী ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের প্রত্যেককে পুরী জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যাঁদের নিয়ে আসা হয়েছিল তাঁদের মধ্যেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ যদিও তাঁর মৃত্যু শ্বাসকষ্টের কারণে হয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা ৷

অন্যদিকে, সোমবারও রথ টানা অব্যাহত থাকবে ৷ আর এদিনের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তবে এদিন যে ভক্তের মৃত্যু হয়েছে তার পরিচয় এদিন রাত পর্যন্ত জানা যায়নি। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাস্থ্যমন্ত্রী নিজে হাসপাতালে এসে আহতদের সঙ্গে দেখা করেন। চিকিৎসায় যাতে অবহেলা না-হয় সে বিষয়ে তিনি চিকিৎসক এবং আধিকারিকদের নির্দেশও দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "অনেক ভক্তই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তাদের উদ্ধার করে পুরীর সদর (ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্য যে একজন ব্যক্তি মারা গিয়েছেন।"

জানা গিয়েছে, এদিন পুরীতে জগন্নাথের রথযাত্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছিল ৷ 53 বছর পর এবার পুরীতে দু'দিনের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ৷ আর রথের রশি টানার সময়ই ঘটে বিপত্তি ৷ হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই অবশ্য ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

জগন্নাথ মন্দিরের সামনে 'বড়দণ্ড'-এ তিন রথে বিগ্রহ তোলার পর শুরু হয় যাত্রা ৷ আর রথের চাকা গড়াতেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ সবার আগে বলভদ্রের রথ তালধ্বজ ছিল ৷ সেই রথের রশি টানতে দর্শনার্থী-ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায় ৷ স্থানীয় সূত্রে খবর, সেই সময় অনেকে আশপাশ থেকে ঝাঁপিয়ে পড়ে রথের দড়ি টানতে ৷ বেগতিক পরিস্থিতির জেরেই এক পুণ্যার্থীর মৃত্যু হয় বলে খবর ৷

পুরী, 7 জুলাই: পুরী রথযাত্রায় দুর্ঘটনা ৷ রবিবার রথযাত্রার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ আর সেই কারণে ভিড়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক দর্শনার্থীর ৷ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় পুরীতে ৷ বেশ কয়েকজন পুণ্যার্থী ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের প্রত্যেককে পুরী জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যাঁদের নিয়ে আসা হয়েছিল তাঁদের মধ্যেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷ যদিও তাঁর মৃত্যু শ্বাসকষ্টের কারণে হয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা ৷

অন্যদিকে, সোমবারও রথ টানা অব্যাহত থাকবে ৷ আর এদিনের এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তবে এদিন যে ভক্তের মৃত্যু হয়েছে তার পরিচয় এদিন রাত পর্যন্ত জানা যায়নি। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাস্থ্যমন্ত্রী নিজে হাসপাতালে এসে আহতদের সঙ্গে দেখা করেন। চিকিৎসায় যাতে অবহেলা না-হয় সে বিষয়ে তিনি চিকিৎসক এবং আধিকারিকদের নির্দেশও দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "অনেক ভক্তই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তাদের উদ্ধার করে পুরীর সদর (ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্য যে একজন ব্যক্তি মারা গিয়েছেন।"

জানা গিয়েছে, এদিন পুরীতে জগন্নাথের রথযাত্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছিল ৷ 53 বছর পর এবার পুরীতে দু'দিনের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ৷ আর রথের রশি টানার সময়ই ঘটে বিপত্তি ৷ হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই অবশ্য ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

জগন্নাথ মন্দিরের সামনে 'বড়দণ্ড'-এ তিন রথে বিগ্রহ তোলার পর শুরু হয় যাত্রা ৷ আর রথের চাকা গড়াতেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ সবার আগে বলভদ্রের রথ তালধ্বজ ছিল ৷ সেই রথের রশি টানতে দর্শনার্থী-ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায় ৷ স্থানীয় সূত্রে খবর, সেই সময় অনেকে আশপাশ থেকে ঝাঁপিয়ে পড়ে রথের দড়ি টানতে ৷ বেগতিক পরিস্থিতির জেরেই এক পুণ্যার্থীর মৃত্যু হয় বলে খবর ৷

Last Updated : Jul 7, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.