নয়াদিল্লি, 27 মে: আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থা ও মারধরের মামলায় জামিন পেলেন না বৈভব কুমার ৷ দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভবের বিরুদ্ধে, তাঁর দলেরই এই মহিলা সাংসদকে মারধরের অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনায় সোমবার দিল্লির তিস হাজারি আদালতে বৈভবের জামিনের আবেদনের শুনানি ছিল ৷ যেখানে অভিযুক্ত বৈভব কুমারের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক ৷
এদিন শুনানির সময় অভিযোগকারী আপ সাংসদ স্বাতীআদালতে উপস্থিত ছিলেন ৷ তিনি আদালতে জানান, বৈভব কুমারের জামিনের আবেদন মঞ্জুর হলে, তাঁর জীবন সংকটে পড়তে পারে ৷ এমনকী স্বাতী মালিওয়ালের পরিবারের উপরেও বিপদ আসতে পারে ৷ এদিন স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, এক ইউটিউবার তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি একতরফা ভিডিয়ো তৈরি করেছেন ৷ সেটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, তাঁর কাছে একাধিক হুমকি আসতে শুরু করেছে ৷
উল্লেখ্য, এদিন শুনানি চলাকালীন স্বাতী মালিওয়াল এজলাসেই কেঁদে ফেলেন ৷ সেই সময় অভিযুক্ত বৈভব কুমারের আইনজীবী নিজের বক্তব্য রাখছিলেন ৷ তিনি আদালতে নিজের জামিনের স্বপক্ষে বলেন, "স্বাতী মালিওয়াল বিরক্ত করতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন ৷ যে সময় স্বাতী মালিওয়াল মুখ্যমন্ত্রীর আবাসনে ঢুকছিলেন, সে সময় অমি নিরাপত্তারক্ষীদের জিজ্ঞেস করি কার অনুমতিতে তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়েছে ? এরপর নিরাপত্তরক্ষীরা ভিতরে গিয়ে তাঁকে সসম্মানে বাইরে বের করে দেন ৷ তাহলে মারধরের ঘটনা ঘটল কখন ?"
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির কয়েকটি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয় ৷ 13 মে ঘটনার দিনের সেই ফুটেজের একটিতে দেখা যায়, স্বাতী মালিওয়াল নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কাতর্কি করছেন ৷ আরেকটি ফুটেজে আপ সাংসদকে বের করে দিতে দেখা যায় ৷ স্বাতী মালিওয়াল অভিযোগ করেছেন, বৈভব কুমার তাঁর ফোন ফরম্যাট করে দিয়েছেন ৷ সেই সঙ্গে সেদিনের মারধরের ঘটনার প্রমাণ লোপাট করতে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷