ETV Bharat / bharat

রিজার্ভ ব্যাঙ্ক ও দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক ! - SCHOOLS BOMB THREAT

দিল্লির একাধিক স্কুল ও মুম্বইয়ের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসে বোমাতঙ্ক ! শুক্রবার সকালে দিল্লির ছয়টি স্কুলে বোমা রাখা হয়েছে, বলে ইমেল আসে ৷

DELHI SCHOOLS RECEIVE BOMB THREATS
দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক (এএনআই)
author img

By PTI

Published : 5 hours ago

Updated : 4 hours ago

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক ! শুক্রবার সকালে দিল্লির 6টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল মারফত হুমকি দেওয়া হয় ৷ ইতিমধ্যেই পুলিশ, বম্ব স্কোয়াড এবং অনান্য এজেন্সি স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে।

পাশাপাশি এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি হুমকি ইমেল এসেছে । ইমেলটি রাশিয়ান ভাষায় লেখা ৷ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । এই মর্মে মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় অজ্ঞাতপরিচত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে । মুম্বই পুলিশের জোন-1 ডিসিপি-র তত্ত্ববধানে বিষয়টি তদন্ত শুরু হয়েছে ৷

আজ সকালেও একইভাবে স্কুলগুলিতে বম্ব রাখার হুমকি ইমেল আসে ৷ দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, "আমরা আজ সকালে বেশ কয়েকটি স্কুল থেকে ফোন পাই ৷ এগুলির মধ্যে পশ্চিম বিহারের ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুল (সকাল 4:21), শ্রীনিবাস পুরীর কেমব্রিজ স্কুল (সকাল 6:23) এবং পূর্ব কৈশালের ডিপিএস অমর কলোনির স্কুল (সকাল 6:35) হুমকির ইমেল সংক্রান্ত কল পেয়েছি ৷ দমকল বিভাগ, পুলিশ এবং বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করেছে ৷"

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলগুলিতে তল্লাশি চলছে ৷ স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের ক্লাসের না-পাঠানো বার্তা পাঠিয়েছে ৷" হুমকি ইমেলে লেখা হয়েছে, "এই ইমেল মারফত আপনাকে জানানো হচ্ছে যে, আপনার স্কুলপ্রাঙ্গণে অনেক বিস্ফোরক রাখা আছে ৷ আমি নিশ্চিত যে, স্কুলে প্রবেশ করার সময় আপনারা ছাত্রদের ব্যাগগুলি ঘনঘন পরীক্ষা করবেন না । একটি গোপন ওয়েব গ্রুপ এই কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ বোমাগুলি অত্যন্ত শক্তিশালী, যা বিল্ডিং ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করতে পারে ৷ 13 বা 14 ডিসেম্বর আপনার স্কুলে বোমা বিস্ফোরণ ঘটতে পারে ৷"

ইমেলে আরও বলা হয়েছে যে, বোমাগুলি ইতিমধ্যেই গোপন স্থানে রাখা হয়েছে ৷ আমাদের দাবিগুলি নিয়ে এই ইমেলে উত্তর দিন ৷ অন্যথায় বোমা বিস্ফোরণ হবে ৷"

কেমব্রিজ স্কুলের প্রিন্সিপাল মাধবী গোস্বামী জানান, তিনি প্রতিদিনের মতো ইমেল চেক করেত গিয়ে হুমকি মেল দেখতে পান ৷ তিনি বলেন, "আমি পুলিশকে জানিয়েছি ৷ পুলিশ সক্রিয়ভাবে কাজ করেছে । দিল্লি পুলিশ তদন্তের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে । আমরা অভিভাবকদের জানিয়েছিলাম যে, আজকে অনলাইনে ক্লাস হবে ৷"

এর আগে 8 ডিসেম্বর অর্থাৎ গত রবিবার রাত 11:38 মিনিট নাগাদ দিল্লির 44টি স্কুলে একইভাবে বোমা রাখার রয়েছে হুমকি ইমেল এসেছিল ৷ ইমেল প্রেরক দাবি করেছিল, স্কুল ক্যাম্পাসে বম্ব রাখা রয়েছে । বিস্ফোরণ না-ঘটানোর বিনিময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ইমেলে 30 হাজার ডলার দাবি করেছিল । তবে পুলিশ তল্লাশি চালিয়ে সন্দহজনক কোনও কিছু পায়নি ৷ তারপর পুলিশ ইমেল মারফত এই হুমকিগুলি প্রতারণা বলেছিল।

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক ! শুক্রবার সকালে দিল্লির 6টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেল মারফত হুমকি দেওয়া হয় ৷ ইতিমধ্যেই পুলিশ, বম্ব স্কোয়াড এবং অনান্য এজেন্সি স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে।

পাশাপাশি এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি হুমকি ইমেল এসেছে । ইমেলটি রাশিয়ান ভাষায় লেখা ৷ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । এই মর্মে মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় অজ্ঞাতপরিচত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে । মুম্বই পুলিশের জোন-1 ডিসিপি-র তত্ত্ববধানে বিষয়টি তদন্ত শুরু হয়েছে ৷

আজ সকালেও একইভাবে স্কুলগুলিতে বম্ব রাখার হুমকি ইমেল আসে ৷ দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, "আমরা আজ সকালে বেশ কয়েকটি স্কুল থেকে ফোন পাই ৷ এগুলির মধ্যে পশ্চিম বিহারের ভাটনগর ইন্টারন্যাশনাল স্কুল (সকাল 4:21), শ্রীনিবাস পুরীর কেমব্রিজ স্কুল (সকাল 6:23) এবং পূর্ব কৈশালের ডিপিএস অমর কলোনির স্কুল (সকাল 6:35) হুমকির ইমেল সংক্রান্ত কল পেয়েছি ৷ দমকল বিভাগ, পুলিশ এবং বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করেছে ৷"

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলগুলিতে তল্লাশি চলছে ৷ স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের ক্লাসের না-পাঠানো বার্তা পাঠিয়েছে ৷" হুমকি ইমেলে লেখা হয়েছে, "এই ইমেল মারফত আপনাকে জানানো হচ্ছে যে, আপনার স্কুলপ্রাঙ্গণে অনেক বিস্ফোরক রাখা আছে ৷ আমি নিশ্চিত যে, স্কুলে প্রবেশ করার সময় আপনারা ছাত্রদের ব্যাগগুলি ঘনঘন পরীক্ষা করবেন না । একটি গোপন ওয়েব গ্রুপ এই কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ বোমাগুলি অত্যন্ত শক্তিশালী, যা বিল্ডিং ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করতে পারে ৷ 13 বা 14 ডিসেম্বর আপনার স্কুলে বোমা বিস্ফোরণ ঘটতে পারে ৷"

ইমেলে আরও বলা হয়েছে যে, বোমাগুলি ইতিমধ্যেই গোপন স্থানে রাখা হয়েছে ৷ আমাদের দাবিগুলি নিয়ে এই ইমেলে উত্তর দিন ৷ অন্যথায় বোমা বিস্ফোরণ হবে ৷"

কেমব্রিজ স্কুলের প্রিন্সিপাল মাধবী গোস্বামী জানান, তিনি প্রতিদিনের মতো ইমেল চেক করেত গিয়ে হুমকি মেল দেখতে পান ৷ তিনি বলেন, "আমি পুলিশকে জানিয়েছি ৷ পুলিশ সক্রিয়ভাবে কাজ করেছে । দিল্লি পুলিশ তদন্তের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে । আমরা অভিভাবকদের জানিয়েছিলাম যে, আজকে অনলাইনে ক্লাস হবে ৷"

এর আগে 8 ডিসেম্বর অর্থাৎ গত রবিবার রাত 11:38 মিনিট নাগাদ দিল্লির 44টি স্কুলে একইভাবে বোমা রাখার রয়েছে হুমকি ইমেল এসেছিল ৷ ইমেল প্রেরক দাবি করেছিল, স্কুল ক্যাম্পাসে বম্ব রাখা রয়েছে । বিস্ফোরণ না-ঘটানোর বিনিময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ইমেলে 30 হাজার ডলার দাবি করেছিল । তবে পুলিশ তল্লাশি চালিয়ে সন্দহজনক কোনও কিছু পায়নি ৷ তারপর পুলিশ ইমেল মারফত এই হুমকিগুলি প্রতারণা বলেছিল।

Last Updated : 4 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.