নয়াদিল্লি, 15 এপ্রিল: 23 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আবগারি দুর্নীতি মামলায় 21 মার্চ আপ-প্রধানকে গ্রেফতার করে ইডি ৷ তারপর প্রথমে 15 এপ্রিল পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয় রাউজ আদালত ৷ হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক কাবেরি বাওয়েজার সামনে ভার্চুয়াল মাধ্য়মে হাজির করা হয় তাঁকে ৷ মামলার শুনানি চলাকালীন কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন বিচারক ৷ আর তাই 23 এপ্রিল পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷
এদিকে, 9 এপ্রিল ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানান আপ প্রধান ৷ যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয় ৷ আদালতের তরফে জানান হয়, আপ প্রধানের গ্রেফতারি বেআইনি নয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ 6 বার ডাকার পরেও ইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল ৷ তদন্তে অসহযোগিতারও অভিযোগ ওঠে কেজরির বিরুদ্ধে ৷
দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল ৷ মামলার দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবি অভিষেক মনু সিঙ্ঘভি ৷ সোমবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানান হয়, নির্বাচনের মধ্য়ে এত দ্রুত শুনানি সম্ভব নয় ৷ আগামী 27 এপ্রিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি ৷ সেই দিন ইডি-কে তাদের রিপোর্ট জমা করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন: