ETV Bharat / bharat

কেন্দ্রের প্রস্তাব মানা হবে কি ? আলোচনা করে মঙ্গলবার সিদ্ধান্ত কৃষক সংগঠনগুলির - কৃষক আন্দোলন

Farmers will Discuss on Centre's Proposal: কেন্দ্রের দেওয়া প্রস্তাব আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি কি মানবে ? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷ আর এর জবাব পেতে অপেক্ষা করতে হবে আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ৷ তবে, কেন্দ্রের সেই প্রস্তাবে সম্মত না হলে, আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি তাদের 'দিল্লি চলো' অভিযান জারি রাখবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 11:54 AM IST

চণ্ডিগড়, 19 ফেব্রুয়ারি: মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির নেতৃত্বের বৈঠক হয়েছে ৷ সেখানে ন্যূনতম সহায়ক মূল্য ও কৃষকদের অন্যান্য দাবির প্রেক্ষিতে কেন্দ্রের তরফে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেই প্রস্তাবগুলি মানা সম্ভব কিনা, তা নিয়ে আলোচনা শুরু করেছে কৃষক সংগঠনগুলি ৷ কিন্তু, কৃষকদের 'দিল্লি চলো' অভিযান থেমে থাকবে না, বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ কারণ, গতকাল চতুর্থ দফা আলোচনার পরেই, পঞ্জাব কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক শ্রবণ সিং পান্ধের একথা জানিয়েছেন ৷

এ নিয়ে পান্ধের বলেন, "আগামী দু’দিন আমরা সরকারের দেওয়া প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করব ৷ অন্যান্য বিষয়গুলি নিয়েও সরকার বিবেচনা করবে ৷ তবে, এই আলোচনা থেকে কোনও ফলাফল না বেরলে, আমরা 21 ফেব্রুয়ারি থেকে 'দিল্লি চলো' অভিযান ফের শুরু করব ৷" উল্লেখ্য, গতকাল গভীর রাত পর্যন্ত চণ্ডীগড়ে আন্দোলনকারী কৃষক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় ৷ সেই বৈঠক শেষে পান্ধের সংবাদ মাধ্যমের সামনে একথা জানিয়েছেন ৷ তবে, তিনি এও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলি এই সমস্যার সমাধানসূত্র বের করার চেষ্টা চালাচ্ছে ৷

তবে, কেন্দ্রের দেওয়া প্রস্তাবের উপর সিদ্ধান্ত কবে জানাবে কৃষক সংগঠনগুলি, তা নিশ্চিত করেননি শ্রবণ সিং পান্ধের ৷ তিনি বলেন, "আমরা সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা করব ৷ তার উপর মতামত নেওয়া হবে বাকিদের ৷ সেই মতো সিদ্ধান্ত আজ সকালে, সন্ধেয় বা আগামিকালও জানানো হতে পারে ৷ মন্ত্রীরা জানিয়েছেন তাঁরা দিল্লি ফিরে আমাদের অন্যান্য দাবিগুলি নিয়ে আলোচনা করবেন ৷ এই আলোচনা 19-20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷ আর 'দিল্লি চলো' অভিযান শুরু হবে 21 ফেব্রুয়ারি ৷ সেটা নির্ভর করছে এই আলোচনার ফলাফলের উপর ৷ আমরা সরকারের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছি ৷"

এদিকে কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি প্রস্তাব দিয়েছে তাদের ৷ সেই প্রস্তাবে কৃষক সংগঠনগুলি সম্মতি দিলে, তা কেন্দ্রের দু’টি সংস্থা তত্ত্বাবধান ও পরিচালনা করবে ৷ তবে, এই প্রস্তাবে সকলে সহমত না হলে, তারা দিল্লি অভিযান জারি রাখবে ৷ তবে, সরকারের সঙ্গে আলোচনার পথ কৃষক নেতারা খোলা রাখছেন ৷

আরও পড়ুন:

  1. শম্ভু সীমানায় বিক্ষোভের ষষ্ঠ দিন, আজ চতুর্থ দফার বৈঠকে কৃষকরা
  2. 'এই মূহূর্তে অগ্রাধিকার কৃষকদের পাশে থাকা', পঞ্জাব যাত্রা স্থগিত মমতার
  3. শম্ভু বর্ডারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিক্ষোভরত 63 বছর বয়সী কৃষকের

চণ্ডিগড়, 19 ফেব্রুয়ারি: মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির নেতৃত্বের বৈঠক হয়েছে ৷ সেখানে ন্যূনতম সহায়ক মূল্য ও কৃষকদের অন্যান্য দাবির প্রেক্ষিতে কেন্দ্রের তরফে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেই প্রস্তাবগুলি মানা সম্ভব কিনা, তা নিয়ে আলোচনা শুরু করেছে কৃষক সংগঠনগুলি ৷ কিন্তু, কৃষকদের 'দিল্লি চলো' অভিযান থেমে থাকবে না, বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ কারণ, গতকাল চতুর্থ দফা আলোচনার পরেই, পঞ্জাব কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক শ্রবণ সিং পান্ধের একথা জানিয়েছেন ৷

এ নিয়ে পান্ধের বলেন, "আগামী দু’দিন আমরা সরকারের দেওয়া প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করব ৷ অন্যান্য বিষয়গুলি নিয়েও সরকার বিবেচনা করবে ৷ তবে, এই আলোচনা থেকে কোনও ফলাফল না বেরলে, আমরা 21 ফেব্রুয়ারি থেকে 'দিল্লি চলো' অভিযান ফের শুরু করব ৷" উল্লেখ্য, গতকাল গভীর রাত পর্যন্ত চণ্ডীগড়ে আন্দোলনকারী কৃষক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় ৷ সেই বৈঠক শেষে পান্ধের সংবাদ মাধ্যমের সামনে একথা জানিয়েছেন ৷ তবে, তিনি এও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলি এই সমস্যার সমাধানসূত্র বের করার চেষ্টা চালাচ্ছে ৷

তবে, কেন্দ্রের দেওয়া প্রস্তাবের উপর সিদ্ধান্ত কবে জানাবে কৃষক সংগঠনগুলি, তা নিশ্চিত করেননি শ্রবণ সিং পান্ধের ৷ তিনি বলেন, "আমরা সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা করব ৷ তার উপর মতামত নেওয়া হবে বাকিদের ৷ সেই মতো সিদ্ধান্ত আজ সকালে, সন্ধেয় বা আগামিকালও জানানো হতে পারে ৷ মন্ত্রীরা জানিয়েছেন তাঁরা দিল্লি ফিরে আমাদের অন্যান্য দাবিগুলি নিয়ে আলোচনা করবেন ৷ এই আলোচনা 19-20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷ আর 'দিল্লি চলো' অভিযান শুরু হবে 21 ফেব্রুয়ারি ৷ সেটা নির্ভর করছে এই আলোচনার ফলাফলের উপর ৷ আমরা সরকারের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছি ৷"

এদিকে কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়াল সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি প্রস্তাব দিয়েছে তাদের ৷ সেই প্রস্তাবে কৃষক সংগঠনগুলি সম্মতি দিলে, তা কেন্দ্রের দু’টি সংস্থা তত্ত্বাবধান ও পরিচালনা করবে ৷ তবে, এই প্রস্তাবে সকলে সহমত না হলে, তারা দিল্লি অভিযান জারি রাখবে ৷ তবে, সরকারের সঙ্গে আলোচনার পথ কৃষক নেতারা খোলা রাখছেন ৷

আরও পড়ুন:

  1. শম্ভু সীমানায় বিক্ষোভের ষষ্ঠ দিন, আজ চতুর্থ দফার বৈঠকে কৃষকরা
  2. 'এই মূহূর্তে অগ্রাধিকার কৃষকদের পাশে থাকা', পঞ্জাব যাত্রা স্থগিত মমতার
  3. শম্ভু বর্ডারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিক্ষোভরত 63 বছর বয়সী কৃষকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.