ETV Bharat / bharat

নতুন 3 ফৌজদারি আইনের বাস্তবায়ন পিছনোর আবেদনে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার - Bharatiya Nyaya Sanhita

Bharatiya Nyaya Sanhita: ভারতীয় ন্যায় সংহিতা বা নয়া ফৌজদারি আইন আগামী 1 জুলাই থেকে লাগু হওয়ার কথা ৷ এখনই সেই আইন লাগু না করার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এনিয়ে চিঠি দিয়েছেন তিনি ৷

ETV BHARAT
নয়া ফৌজদারি আইনের বাস্তবায়ন পিছনোর আবেদন জানিয়ে চিঠি মমতার বন্দ্যোপাধ্যায়ের ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 12:30 PM IST

Updated : Jun 21, 2024, 1:50 PM IST

কলকাতা, 21 জুন: ভারতীয় ন্যায় সংহিতা বা নয়া ফৌজদারি আইন-সহ তিনটি আইন আগামী 1 জুলাই থেকে লাগু হওয়ার কথা ৷ এখনই সেই আইন লাগু না করার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এনিয়ে চিঠি দিয়েছেন তিনি ৷ সেখানে বলা হয়েছে, আগামী লোকসভা অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে ফের একবার পর্যালোচনা করা হোক ৷ মোদিকে লেখা ওই চিঠিতে বাংলার মুখ্য়মন্ত্রী তাঁর 'গভীর উদ্বেগ'-এর কথা জানিয়েছেন ৷

ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ আইন 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই তিনটি আইনের বাস্তবায়ন নিয়ে তাঁর 'উদ্বেগ'-এর কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি উল্লেখ করেছেন, লোকসভা ও রাজ্যসভায় যখন এই তিনটি আইন পাশ করানো হয়, সেই সময় সংসদে বিপক্ষের 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ ফলে এই আইনগুলি পাশ করার ক্ষেত্রে কোনওরকম আলোচনাই সংসদের দুই কক্ষে হয়নি ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠি মমতা জানিয়েছেন, "আপনার বিদায়ী সরকার এই তিনটি জটিল আইন সংসদে একতরফা ও অনৈতিকভাবে পাশ করিয়েছে এবং সেগুলি নিয়ে কোনওরকম আলোচনাও হয়নি ৷ ওইদিন লোকসভার প্রায় 100 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ আর দুই কক্ষের মোট 146 জন সাংসদকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছিল ৷ গণতন্ত্রের এক অন্ধকার সময়ে স্বৈরাচারী ভঙ্গিতে আইনগুলি পাশ করানো হয়েছে ৷ তাই বিষয়গুলি এখন পর্যালোচনা দাবি করে ৷"

মমতার কথায়, "তাই এই মুহূর্তে আমি আপনার সম্মানিত মন্ত্রককে অনুরোধ করছি, আইনগুলির বাস্তবায়নের সময় পিছিয়ে দেওয়া হোক ৷ এর দু’টি দিক আছে, একটা নীতিগত এবং দ্বিতীয়টি ব্যবহারিক ৷ নবনির্বাচিত সংসদের সামনে নতুন করে আলোচনা ও যাচাইয়ের মাধ্যমে আইনের বদল আনা উচিত ৷ যে কোনও সুদূরপ্রসারি আইনি পরিবর্তনের জন্য কার্যকরী সমীক্ষার প্রয়োজন ৷ সেই সঙ্গে তা প্রয়োগের মতো সঠিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতাকে নিশ্চিত করতে হয় ৷ আর এই ধরনের হোমওয়ার্ক আমরা কখনই এড়িয়ে যেতে পারি না ৷" উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে ভারতীয় দণ্ডবিধি বদলে গিয়ে, তার জায়গায় স্থান করে নেবে 'ভারতীয় ন্যায় সংহিতা' কার্যকরী হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷

কলকাতা, 21 জুন: ভারতীয় ন্যায় সংহিতা বা নয়া ফৌজদারি আইন-সহ তিনটি আইন আগামী 1 জুলাই থেকে লাগু হওয়ার কথা ৷ এখনই সেই আইন লাগু না করার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এনিয়ে চিঠি দিয়েছেন তিনি ৷ সেখানে বলা হয়েছে, আগামী লোকসভা অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে ফের একবার পর্যালোচনা করা হোক ৷ মোদিকে লেখা ওই চিঠিতে বাংলার মুখ্য়মন্ত্রী তাঁর 'গভীর উদ্বেগ'-এর কথা জানিয়েছেন ৷

ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ আইন 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই তিনটি আইনের বাস্তবায়ন নিয়ে তাঁর 'উদ্বেগ'-এর কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি উল্লেখ করেছেন, লোকসভা ও রাজ্যসভায় যখন এই তিনটি আইন পাশ করানো হয়, সেই সময় সংসদে বিপক্ষের 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ ফলে এই আইনগুলি পাশ করার ক্ষেত্রে কোনওরকম আলোচনাই সংসদের দুই কক্ষে হয়নি ৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠি মমতা জানিয়েছেন, "আপনার বিদায়ী সরকার এই তিনটি জটিল আইন সংসদে একতরফা ও অনৈতিকভাবে পাশ করিয়েছে এবং সেগুলি নিয়ে কোনওরকম আলোচনাও হয়নি ৷ ওইদিন লোকসভার প্রায় 100 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল ৷ আর দুই কক্ষের মোট 146 জন সাংসদকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছিল ৷ গণতন্ত্রের এক অন্ধকার সময়ে স্বৈরাচারী ভঙ্গিতে আইনগুলি পাশ করানো হয়েছে ৷ তাই বিষয়গুলি এখন পর্যালোচনা দাবি করে ৷"

মমতার কথায়, "তাই এই মুহূর্তে আমি আপনার সম্মানিত মন্ত্রককে অনুরোধ করছি, আইনগুলির বাস্তবায়নের সময় পিছিয়ে দেওয়া হোক ৷ এর দু’টি দিক আছে, একটা নীতিগত এবং দ্বিতীয়টি ব্যবহারিক ৷ নবনির্বাচিত সংসদের সামনে নতুন করে আলোচনা ও যাচাইয়ের মাধ্যমে আইনের বদল আনা উচিত ৷ যে কোনও সুদূরপ্রসারি আইনি পরিবর্তনের জন্য কার্যকরী সমীক্ষার প্রয়োজন ৷ সেই সঙ্গে তা প্রয়োগের মতো সঠিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতাকে নিশ্চিত করতে হয় ৷ আর এই ধরনের হোমওয়ার্ক আমরা কখনই এড়িয়ে যেতে পারি না ৷" উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে ভারতীয় দণ্ডবিধি বদলে গিয়ে, তার জায়গায় স্থান করে নেবে 'ভারতীয় ন্যায় সংহিতা' কার্যকরী হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷

Last Updated : Jun 21, 2024, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.