ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত! 97টি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমানের বরাত পেল হ্যাল - Tejas Fighter Jet

Defence Ministry to HAL: 97টি তেজস এমকে-1এ যুদ্ধবিমানের জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে টেন্ডার দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে 67 হাজার কোটি টাকার টেন্ডার দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

Tejas MK1A
তেজস এমকে 1এ
author img

By PTI

Published : Apr 13, 2024, 3:22 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল: আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় বায়ুসেনা ৷ খুব শীঘ্রই তেজস এম কে-1এ যুদ্ধবিমান পেতে চলেছে বায়ুসেনা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে 67 হাজার কোটি টাকার টেন্ডার দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ৷ সেই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে আত্মনির্ভর হওয়ার পথে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রের বিজেপি সরকার ৷

গত নভেম্বরে বায়ুসেনার জন্য আরও 97টি লাইট কম্ব্যাট তেজস যুদ্ধবিমান অধিগ্রহণের প্রকল্পে অনুমোদন জানায় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) ৷ সেই অনুমোদনের ভিত্তিতে শুক্রবার 97টি যুদ্ধবিমানের বরাত দিয়েছে প্রতিরক্ষা দফতর ৷ একই সঙ্গে, সু-30 যুদ্ধবিমান আরও উন্নত করার ক্ষেত্রেও বায়ুসেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিএসি ৷

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 1এ হল অত্যাধুনিক 4-প্লাস প্রজন্মের যুদ্ধবিমান ৷ এই যুদ্ধবিমান তৈরিতে 65 শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে ৷ অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার, বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) মিসাইল, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট (ইডব্লুএস) এবং এয়ার-টু-এয়ার রিফুয়েলিং (এএআর) ক্ষমতা রয়েছে অত্যাধুনিক তেজস মার্ক 1এ যুদ্ধবিমানে ৷ রাতের অন্ধকারে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে চিহ্নিত করতে সক্ষম ভারতের মাটিতে তৈরি এই যুদ্ধবিমান ৷ ফলে পূর্ব এবং পশ্চিম দুই সেক্টরেই এই যুদ্ধবিমানকে কাজে লাগাতে পারবে ভারতীয় বায়ুসেনা ।

উল্লেখ্য, 2021-এ হ্যালের কাছে 73টি এলসিএ তেজস মার্ক 1এ এবং 10টি এলসিএ তেজস মার্ক 1 যুদ্ধবিমানের বরাত দেয় বায়ুসেনা ৷ এরপর আরও 97টির বরাত পেল হ্যাল ৷ গত 28 মার্চ বেঙ্গালুরুর আকাশে পরীক্ষামূলকভাবে উড়ানো হয় তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 ৷ ঐতিহাসিক এই উড়ানের পাইলটের আসেন ছিলেন কে কে ভেনুগোপাল ৷ প্রায় 18 মিনিট ধরে এই বিমানটি আকাশে ওড়ে ৷

আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে দেশীয় অস্ত্রের প্রচারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির ব্যবসাতেও লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 13 এপ্রিল: আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় বায়ুসেনা ৷ খুব শীঘ্রই তেজস এম কে-1এ যুদ্ধবিমান পেতে চলেছে বায়ুসেনা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে 67 হাজার কোটি টাকার টেন্ডার দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ৷ সেই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে আত্মনির্ভর হওয়ার পথে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রের বিজেপি সরকার ৷

গত নভেম্বরে বায়ুসেনার জন্য আরও 97টি লাইট কম্ব্যাট তেজস যুদ্ধবিমান অধিগ্রহণের প্রকল্পে অনুমোদন জানায় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) ৷ সেই অনুমোদনের ভিত্তিতে শুক্রবার 97টি যুদ্ধবিমানের বরাত দিয়েছে প্রতিরক্ষা দফতর ৷ একই সঙ্গে, সু-30 যুদ্ধবিমান আরও উন্নত করার ক্ষেত্রেও বায়ুসেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিএসি ৷

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 1এ হল অত্যাধুনিক 4-প্লাস প্রজন্মের যুদ্ধবিমান ৷ এই যুদ্ধবিমান তৈরিতে 65 শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে ৷ অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার, বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) মিসাইল, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট (ইডব্লুএস) এবং এয়ার-টু-এয়ার রিফুয়েলিং (এএআর) ক্ষমতা রয়েছে অত্যাধুনিক তেজস মার্ক 1এ যুদ্ধবিমানে ৷ রাতের অন্ধকারে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে চিহ্নিত করতে সক্ষম ভারতের মাটিতে তৈরি এই যুদ্ধবিমান ৷ ফলে পূর্ব এবং পশ্চিম দুই সেক্টরেই এই যুদ্ধবিমানকে কাজে লাগাতে পারবে ভারতীয় বায়ুসেনা ।

উল্লেখ্য, 2021-এ হ্যালের কাছে 73টি এলসিএ তেজস মার্ক 1এ এবং 10টি এলসিএ তেজস মার্ক 1 যুদ্ধবিমানের বরাত দেয় বায়ুসেনা ৷ এরপর আরও 97টির বরাত পেল হ্যাল ৷ গত 28 মার্চ বেঙ্গালুরুর আকাশে পরীক্ষামূলকভাবে উড়ানো হয় তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 ৷ ঐতিহাসিক এই উড়ানের পাইলটের আসেন ছিলেন কে কে ভেনুগোপাল ৷ প্রায় 18 মিনিট ধরে এই বিমানটি আকাশে ওড়ে ৷

আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে দেশীয় অস্ত্রের প্রচারের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির ব্যবসাতেও লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.