ETV Bharat / bharat

লাদাখ চুক্তির পর প্রথমবার চিনের প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি হলেন রাজনাথ

লাওসে আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের শীর্ষ সম্মেলনে মাঝেই ভারত-চিনের প্রতিরক্ষামন্ত্রীর দ্বি-পাক্ষিক বৈঠক ৷ সীমান্ত চুক্তির পর প্রথমবার মুখোমুখি হলেন দুই প্রতিরক্ষামন্ত্রী ৷

RAJNATH SINGH ON CHINA
চিনা প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি হলেন রাজনাথ (সৌ: প্রতিরক্ষা মন্ত্রকের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

নয়াদিল্লি, 21 নভেম্বর: সীমান্ত চুক্তির পর প্রথমবার মুখোমুখি হলেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী ৷ আসিয়ান প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে লাওস সফরে গিয়েছেন রাজনাথ সিং ৷ এই সম্মেলনের ফাঁকেই চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ৷ বুধবার জুনের সঙ্গে ভিয়েনতিয়েনে প্রতিনিধি-স্তরের আলোচনা করেছেন রাজনাথ সিং ৷ আর সেখানেই ফের একবার উঠে এসেছে পূর্ব লাদাখ প্রসঙ্গ ৷

চলতি মাসের শুরুতে সেনার তরফে জানানো হয়েছিল, ভারত ও চিন পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং উপত্যকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করেছে ৷ এর কয়েক সপ্তাহ পরেই মুখোমুখি হলেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। লাওসে আসিয়ান কনক্লেভের মাঝেই এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর।

প্রতিরক্ষা মন্ত্রকের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "রাজনাথ সিং ভিয়েনতিয়েনে, লাও পিডিআর-এ চিনে প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করছেন ৷" ভারত ও চিনা সামরিক বাহিনী গত মাসের শেষের দিকে ডেমচক এবং ডেপসাং-এ সেনা সরানোর কাজ সম্পন্ন করেছে ৷ একই সঙ্গে, উভয় পক্ষই সীমান্তের উত্তেজনাপূর্ণ সমস্যার সমাধানের জন্য একাধিক আলোচনার পর একটি স্থায়ী চুক্তিতেও পৌঁছেছে।

রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে লিয়েছেন, "ভিয়েনতিয়েনে চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া পুনর্গঠনের জন্য একটি রোডম্যাপকে সামনে রেখে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।" প্রায় সাড়ে চার বছরের ব্যবধানে দুই পক্ষ আবার দুই এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করছে।

রাজনাথ সিং বুধবার ভিয়েনতিয়েনে তিন দিনের সফরে গিয়েছেন ৷ প্রাথমিকভাবে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভ (এডিএমএম-প্লাস)-এর একটি বৈঠকে যোগ দিতে গিয়েছেন তিনি। ADMM-Plus হল একটি প্ল্যাটফর্ম যার মধ্যে 10টি দেশ ASEAN (Association of Southeast Asian Nations) এবং এর আটটি 'ডায়ালগ পার্টনার'- ভারত, চিন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। ADMM-Plus-এর বর্তমান সভাপতি হিসেবে লাওস রয়েছে ৷

নয়াদিল্লি, 21 নভেম্বর: সীমান্ত চুক্তির পর প্রথমবার মুখোমুখি হলেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী ৷ আসিয়ান প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে লাওস সফরে গিয়েছেন রাজনাথ সিং ৷ এই সম্মেলনের ফাঁকেই চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ৷ বুধবার জুনের সঙ্গে ভিয়েনতিয়েনে প্রতিনিধি-স্তরের আলোচনা করেছেন রাজনাথ সিং ৷ আর সেখানেই ফের একবার উঠে এসেছে পূর্ব লাদাখ প্রসঙ্গ ৷

চলতি মাসের শুরুতে সেনার তরফে জানানো হয়েছিল, ভারত ও চিন পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং উপত্যকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করেছে ৷ এর কয়েক সপ্তাহ পরেই মুখোমুখি হলেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। লাওসে আসিয়ান কনক্লেভের মাঝেই এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর।

প্রতিরক্ষা মন্ত্রকের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "রাজনাথ সিং ভিয়েনতিয়েনে, লাও পিডিআর-এ চিনে প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করছেন ৷" ভারত ও চিনা সামরিক বাহিনী গত মাসের শেষের দিকে ডেমচক এবং ডেপসাং-এ সেনা সরানোর কাজ সম্পন্ন করেছে ৷ একই সঙ্গে, উভয় পক্ষই সীমান্তের উত্তেজনাপূর্ণ সমস্যার সমাধানের জন্য একাধিক আলোচনার পর একটি স্থায়ী চুক্তিতেও পৌঁছেছে।

রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে লিয়েছেন, "ভিয়েনতিয়েনে চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া পুনর্গঠনের জন্য একটি রোডম্যাপকে সামনে রেখে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।" প্রায় সাড়ে চার বছরের ব্যবধানে দুই পক্ষ আবার দুই এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করছে।

রাজনাথ সিং বুধবার ভিয়েনতিয়েনে তিন দিনের সফরে গিয়েছেন ৷ প্রাথমিকভাবে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভ (এডিএমএম-প্লাস)-এর একটি বৈঠকে যোগ দিতে গিয়েছেন তিনি। ADMM-Plus হল একটি প্ল্যাটফর্ম যার মধ্যে 10টি দেশ ASEAN (Association of Southeast Asian Nations) এবং এর আটটি 'ডায়ালগ পার্টনার'- ভারত, চিন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। ADMM-Plus-এর বর্তমান সভাপতি হিসেবে লাওস রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.