ETV Bharat / bharat

মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়ার মৃত্যু! নেপথ্যে প্রাণঘাতী 'ব্লু হোয়েল চ্য়ালেঞ্জ' - Blue Whale Suicide Game - BLUE WHALE SUICIDE GAME

Blue Whale Game: আমেরিকায় পড়তে গিয়ে মৃত্যু হয়েছে ভারতীয়ের ৷ এমন খবর প্রায়ই সামনে আসে ৷ এর নেপথ্যে অনলাইন গেমের ভূমিকা আছে ৷ মার্চ মাসে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে এমন তথ্য উঠে এসেছে ৷ আত্মঘাতী ব্লু হোয়েল চ্যালেঞ্জের শিকার হন বহু তরুণ, কিশোর ৷

ETV Bharat
ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 11:36 AM IST

ওয়াশিংটন, 20 এপ্রিল: মার্কিন মুলুকে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে এক ভারতীয়ের ৷ তিনি নাকি আত্মহত্যা করেছিলেন ৷ এদিকে সামনে আসছে গেম তত্ত্ব ৷ ওই পড়ুয়ার আত্মহত্যার নেপথ্যে রয়েছে আত্মঘাতী ব্লু হোয়েল চ্যালেঞ্জ, যা সুইসাইড গেম বলেও পরিচিত !

পরিবারের ইচ্ছা ওই ভারতীয় ছাত্রের নাম যেন সামনে না আসে ৷ তাই 20 বছর বয়সি পড়ুয়ার নাম প্রকাশিত হয়নি ৷ তবে তিনি ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷ ব্রিস্টল কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মুখপাত্র জানান, 8 মার্চ ওই পড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে মনে করা হয়, তিনি আত্মহত্যা করেছেন ৷

এদিকে ওই ভারতীয় ছাত্রের নামে রটে গিয়েছিল, তাঁকে হত্যা করা হয়েছে ৷ তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলেও ভুল খবর প্রকাশিত হয় ৷ পরে বস্টন গ্লোব সংবাদপত্র পড়ুয়াটিকে চিহ্নিত করে ৷ তবে সংবাদপত্র ওই ছাত্রের নাম প্রকাশ করেনি ৷ কিন্তু ওই ছাত্রের মৃত্যুতে আত্মঘাতী গেমের ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ বিশ্বজুড়ে বহু কিশোর, তরুণরা এই গেমের শিকার হয়েছেন ৷ এই ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছেন অনেকেই ৷ তাই মার্কিন মুলুকে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের জন্য এই খবরটি একদিকে উদ্বেগের হলেও, অন্যদিকের সচেতনতার বার্তা ৷

'ব্লু হোয়েল চ্যালেঞ্জ' একটি অনলাইন গেম ৷ এই গেমে অংশগ্রহণকারীরা অনেক সময় সাহস দেখাতে গিয়ে শেষে বিপদে পড়ে ৷ কারণ গেম যতই এগোয় ততই কঠিন হয় তার প্রতিটি ধাপ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই আমেরিকায় মৃত ওই ভারতীয় পড়ুয়া 2 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে ছিলেন ৷ তাই গেমটি ভারতীয়দের জন্য কতটা বিপজ্জনক, তা বোঝা যাচ্ছে ৷ ভারত সরকার আগেই এমন অনলাইন গেমটি নিষিদ্ধ করতে চেয়েছে ৷ আরও কিছু বিস্তারিত নির্দেশিকার জন্য বিষয়টি আটকে রয়েছে ৷ তবে 2017 সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়, 'ব্লু হোয়েল গেমটি আত্মহত্যায় প্ররোচনা দেয়' ৷

ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, এই গেমটিতে সোশাল মিডিয়ায় বহু গোপন গ্রুপ জড়িত থাকে ৷ এই গেমের নিশানা বিশেষত অবসাদগ্রস্তরা ৷ গেমের ক্রিয়েটর অবসাদে ভুগতে থাকা ব্যক্তিদের গেমটি খেলতে আমন্ত্রণ জানায়৷ এই গেমে একটি অজ্ঞাতপরিচয় গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর থাকে ৷ তারা কিউরেটর বলা হয় ৷ এই গ্রুপটি বাছাই করা কয়েকজন খেলোয়াড়কে 50টি কাজ দেয় ৷ যা 50 দিন সময়ের মধ্যে শেষ করতে হবে ৷ এটাই চ্যালেঞ্জ ৷

এদিকে গেম খেলায় অংশগ্রহণকারীরা একবার খেলা শুরু করলে কোনও মতে খেলা বন্ধ করতে পারে না ৷ এরপরেই শুরু হয় খেলার নেপথ্যে আসল খেলা ৷ খেলোয়াড়দের ব্ল্যাকমেল করা হয় ৷ অনলাইনে হেনস্থা করা হয় ৷ জোর করে গেমটি সম্পূর্ণ করতে বাধ্য করা হয় ৷ এই ভারতীয় পড়ুয়ার ক্ষেত্রেও এমনটি হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ 2015-2017 সালে ব্লু হোয়েল গেমে রাশিয়ার বহু মানুষের মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. পরিত্যক্ত রেল কোয়ার্টারে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ, নেপথ্যে অনলাইন গেম!
  2. অনলাইন গেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি !
  3. পাবজি গেমে আসক্তি! মানসিক স্বাস্থ্যের অবনতি 15 বছরের কিশোরের

ওয়াশিংটন, 20 এপ্রিল: মার্কিন মুলুকে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে এক ভারতীয়ের ৷ তিনি নাকি আত্মহত্যা করেছিলেন ৷ এদিকে সামনে আসছে গেম তত্ত্ব ৷ ওই পড়ুয়ার আত্মহত্যার নেপথ্যে রয়েছে আত্মঘাতী ব্লু হোয়েল চ্যালেঞ্জ, যা সুইসাইড গেম বলেও পরিচিত !

পরিবারের ইচ্ছা ওই ভারতীয় ছাত্রের নাম যেন সামনে না আসে ৷ তাই 20 বছর বয়সি পড়ুয়ার নাম প্রকাশিত হয়নি ৷ তবে তিনি ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷ ব্রিস্টল কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মুখপাত্র জানান, 8 মার্চ ওই পড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে মনে করা হয়, তিনি আত্মহত্যা করেছেন ৷

এদিকে ওই ভারতীয় ছাত্রের নামে রটে গিয়েছিল, তাঁকে হত্যা করা হয়েছে ৷ তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলেও ভুল খবর প্রকাশিত হয় ৷ পরে বস্টন গ্লোব সংবাদপত্র পড়ুয়াটিকে চিহ্নিত করে ৷ তবে সংবাদপত্র ওই ছাত্রের নাম প্রকাশ করেনি ৷ কিন্তু ওই ছাত্রের মৃত্যুতে আত্মঘাতী গেমের ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ বিশ্বজুড়ে বহু কিশোর, তরুণরা এই গেমের শিকার হয়েছেন ৷ এই ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছেন অনেকেই ৷ তাই মার্কিন মুলুকে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের জন্য এই খবরটি একদিকে উদ্বেগের হলেও, অন্যদিকের সচেতনতার বার্তা ৷

'ব্লু হোয়েল চ্যালেঞ্জ' একটি অনলাইন গেম ৷ এই গেমে অংশগ্রহণকারীরা অনেক সময় সাহস দেখাতে গিয়ে শেষে বিপদে পড়ে ৷ কারণ গেম যতই এগোয় ততই কঠিন হয় তার প্রতিটি ধাপ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, এই আমেরিকায় মৃত ওই ভারতীয় পড়ুয়া 2 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে ছিলেন ৷ তাই গেমটি ভারতীয়দের জন্য কতটা বিপজ্জনক, তা বোঝা যাচ্ছে ৷ ভারত সরকার আগেই এমন অনলাইন গেমটি নিষিদ্ধ করতে চেয়েছে ৷ আরও কিছু বিস্তারিত নির্দেশিকার জন্য বিষয়টি আটকে রয়েছে ৷ তবে 2017 সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়, 'ব্লু হোয়েল গেমটি আত্মহত্যায় প্ররোচনা দেয়' ৷

ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, এই গেমটিতে সোশাল মিডিয়ায় বহু গোপন গ্রুপ জড়িত থাকে ৷ এই গেমের নিশানা বিশেষত অবসাদগ্রস্তরা ৷ গেমের ক্রিয়েটর অবসাদে ভুগতে থাকা ব্যক্তিদের গেমটি খেলতে আমন্ত্রণ জানায়৷ এই গেমে একটি অজ্ঞাতপরিচয় গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর থাকে ৷ তারা কিউরেটর বলা হয় ৷ এই গ্রুপটি বাছাই করা কয়েকজন খেলোয়াড়কে 50টি কাজ দেয় ৷ যা 50 দিন সময়ের মধ্যে শেষ করতে হবে ৷ এটাই চ্যালেঞ্জ ৷

এদিকে গেম খেলায় অংশগ্রহণকারীরা একবার খেলা শুরু করলে কোনও মতে খেলা বন্ধ করতে পারে না ৷ এরপরেই শুরু হয় খেলার নেপথ্যে আসল খেলা ৷ খেলোয়াড়দের ব্ল্যাকমেল করা হয় ৷ অনলাইনে হেনস্থা করা হয় ৷ জোর করে গেমটি সম্পূর্ণ করতে বাধ্য করা হয় ৷ এই ভারতীয় পড়ুয়ার ক্ষেত্রেও এমনটি হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ 2015-2017 সালে ব্লু হোয়েল গেমে রাশিয়ার বহু মানুষের মৃত্যু হয় ৷

আরও পড়ুন:

  1. পরিত্যক্ত রেল কোয়ার্টারে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ, নেপথ্যে অনলাইন গেম!
  2. অনলাইন গেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি !
  3. পাবজি গেমে আসক্তি! মানসিক স্বাস্থ্যের অবনতি 15 বছরের কিশোরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.