নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি: 2022 সাল থেকে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটি নেওয়া শুরু হয়। শুরু থেকেই এর ব্যবস্থাপনা একটি কম্পিটিটিভ পরীক্ষার মতো। তাই পরীক্ষায় সফল হতে হলে সেভাবেই প্রস্তুতি নেওয়া জরুরি। এরমাঝেই আজ, বুধবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক্সে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের স্নাতকস্তর 2024-এর সময়সূচির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৷ তাতে জানানো হয়েছে আগামী 15 মে শুরু হচ্ছে এই পরীক্ষা ৷ চলবে 31 মে পর্যন্ত ৷
দু'দিন আগে এই পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সূচিও দেওয়া হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানায়, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (চুয়েট)-ইউজি হাইব্রিড মোডে 15-31 মে পর্যন্ত প্রতিদিন দুই থেকে তিনটি শিফটে অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে 30 জুন ৷ স্নাতকস্তরে ভরতির জন্য গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি বিদেশের 26টি শহর-সহ 380টি কেন্দ্রে 13টি ভাষায় নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 26 ফেব্রুয়ারি যা শেষ হবে 26 মার্চ। যে 13টি ভাষায় পরীক্ষা হবে সেগুলি হল- ইংরেজি, হিন্দি, অহমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং ঊর্দু।
পরীক্ষার জন্য প্রবেশপত্র অফিসিয়াল ওয়েবসাইট (https://nta.ac.in এবং https://pgcuet.samarth.ac.in)-এ পরীক্ষার তারিখের প্রায় সাত দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ৷ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "যে কোনও প্রশ্ন বা স্পষ্টকরণের জন্য প্রার্থীরা এনটিএ হেল্প-ডেস্কে কল করতে পারেন 011 4075 9000 নম্বরে অথবা এনটিএ-কে cuet-pg@nta.ac.in-এ লিখতে পারেন। পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিতভাবে এনটিএ ওয়েবসাইট(গুলি) www.nta.ac.in, https://pgcuet.samarth.ac.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: