ETV Bharat / bharat

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় অংশগ্রহণ ঐশ্বরিক অভিজ্ঞতা, বলছেন 15 যজমান দম্পতি - রামলালার প্রাণ প্রতিষ্ঠা

Ram Lalla Consecration Ceremony: সোমবার অযোধ্যায় নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ 16 জানুয়ারি থেকে এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হয় ৷ সেদিন থেকে 15 জোড়া দম্পতি যজমান হিসেবে পুজোয় অংশ নেন ৷ তাঁরা জানিয়েছেন যে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে ৷

ETV Bharat
ETV Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 5:49 PM IST

অযোধ্যা, 23 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় 15 দম্পতি মুখ্য যজমান হিসেবে উপস্থিত ছিলেন ৷ সোমবার ওই পুজোয় অংশ নেওয়া নিয়ে তাঁদের প্রতিক্রিয়া, "ঐশ্বরিক অভিজ্ঞতা ও একটি গর্বের মুহূর্ত ৷" তাঁরা জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাঁদের সারাজীবন মনে থাকবে ৷

এই 15 দম্পতির মধ্যে পৌরহিত্য়ের দায়িত্বে ছিলেন আরএসএস নেতা অনিল মিশ্র ও তাঁর স্ত্রী ৷ অনিল মিশ্র শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্রের 15 জন ট্রাস্টির অন্যতম ৷ তাঁদের সঙ্গে বাকি 14 দম্পতিকে সমাজের বিভিন্ন অংশ থেকে বেছে নেওয়া হয়েছিল ৷ সেই তালিকায় দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি ও উচ্চবর্ণের প্রতিনিধিও ছিলেন ৷ সারা দেশ থেকে এঁদের বাছা হয়েছিল ৷ 16 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয় ৷ সেদিন থেকেই তাঁরা পুজোয় অংশ নিয়েছেন ৷

ডোম রাজা মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে চিতা জ্বালানোর কাজে নেতৃত্ব দেন ৷ তিনি হরিজনদের মধ্যে সর্বনিম্ন উপজাতির রাজা হিসাবে বিবেচিত হন । সেই ডোম রাজার পরিবারের তরফে অনিল চৌধুরি ও তাঁর স্ত্রী স্বপ্নাদেবী ছিলেন অন্যতম যজমান ৷ অনিল চৌধুরি বলেন, "দিনটি আমাদের স্মৃতিতে চিরকালের জন্য খোদাই করা থাকবে । অনুষ্ঠান চলাকালীন আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ৷ কারণ, এটি এমন একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল ৷"

'যজমান' তালিকায় অন্যরা হলেন - রাজস্থানের উদয়পুরের রামচন্দ্র খারাদি, অসমের রাম কুই জেমি, রাজস্থানের জয়পুরের গুরুচরণ সিং গিল, তামিলনাড়ুর আদালারাসান, কর্ণাটকের লিঙ্গরাজ বাসভরাজ এবং মহারাষ্ট্রের বিঠল রাও কাম্বলে । এছাড়াও যজমানদের মধ্যে মহারাষ্ট্রের লাতুরের ঘুমান্তু সমাজ ট্রাস্টের মহাদেব রাও গায়কওয়াড়, লখনউয়ের দিলীপ বাল্মিকি, কাশীর কবীন্দ্র প্রতাপ সিং ও কৈলাস যাদব, হারদোইয়ের কৃষ্ণ মোহন ও উত্তর প্রদেশের মুলতানি লোহার সম্প্রদায়ের রমেশ জৈন এবং হরিয়ানার পালওয়ালের অরুণ চৌধুরি ছিলেন ।

বিঠল রাও কাম্বলে বলেন, "এটি ছিল আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত । এমন একটি অপূর্ব অভিজ্ঞতা… যখন আমরা ভিতরে ছিলাম, তখন আমাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । শুধুমাত্র একটি ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়া যে কারও জন্য একটি বড় ব্যাপার এবং আচার-অনুষ্ঠান সম্পাদন করা… আর কী আমি ভগবান রামের কাছে চাইতে পারতাম ।"

উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান যজমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠান ঘিরে সারা দেশে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে ৷ বিশিষ্ট অতিথিরা তো সেখানে উপস্থিত ছিলেনই ৷ পাশাপাশি হাজার-হাজার সাধুসন্তরা ছিলেন ৷ পাশাপাশি টিভিতেও লাইভ টেলিকাস্ট অনেকে দেখেছেন ৷

তবে বারাণসীর গোবর্ধন পুজো সমিতির আহ্বায়ক ও একটি জেলা সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর কৈলাস যাদব, যিনি যজমান হিসেবে ছিলেন, তিনি বলেন, "অযোধ্যায় যে ধরনের পরিবেশ দেখা গিয়েছে, তা টিভিতে দেখলে বোঝা যাবে না । যখন আমরা জানতে পারলাম যে আমাদের যজমান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করতে পারিনি । এটা অবশ্যই ভগবান রামের ইচ্ছা ছিল যে আমাদের আচার পালনের জন্য বেছে নেওয়া হয়েছে ।"

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  2. সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল, পুরুষোত্তমের প্রত্যাবর্তনে রামরাজ্য মোদিময়
  3. পুরুষোত্তমের প্রত্যাবর্তনে মাতোয়ারা অযোধ্যা, রামরাজ্যে আজ অকাল দীপাবলি

অযোধ্যা, 23 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় 15 দম্পতি মুখ্য যজমান হিসেবে উপস্থিত ছিলেন ৷ সোমবার ওই পুজোয় অংশ নেওয়া নিয়ে তাঁদের প্রতিক্রিয়া, "ঐশ্বরিক অভিজ্ঞতা ও একটি গর্বের মুহূর্ত ৷" তাঁরা জানিয়েছেন, এই অভিজ্ঞতা তাঁদের সারাজীবন মনে থাকবে ৷

এই 15 দম্পতির মধ্যে পৌরহিত্য়ের দায়িত্বে ছিলেন আরএসএস নেতা অনিল মিশ্র ও তাঁর স্ত্রী ৷ অনিল মিশ্র শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্রের 15 জন ট্রাস্টির অন্যতম ৷ তাঁদের সঙ্গে বাকি 14 দম্পতিকে সমাজের বিভিন্ন অংশ থেকে বেছে নেওয়া হয়েছিল ৷ সেই তালিকায় দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি ও উচ্চবর্ণের প্রতিনিধিও ছিলেন ৷ সারা দেশ থেকে এঁদের বাছা হয়েছিল ৷ 16 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয় ৷ সেদিন থেকেই তাঁরা পুজোয় অংশ নিয়েছেন ৷

ডোম রাজা মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাটে চিতা জ্বালানোর কাজে নেতৃত্ব দেন ৷ তিনি হরিজনদের মধ্যে সর্বনিম্ন উপজাতির রাজা হিসাবে বিবেচিত হন । সেই ডোম রাজার পরিবারের তরফে অনিল চৌধুরি ও তাঁর স্ত্রী স্বপ্নাদেবী ছিলেন অন্যতম যজমান ৷ অনিল চৌধুরি বলেন, "দিনটি আমাদের স্মৃতিতে চিরকালের জন্য খোদাই করা থাকবে । অনুষ্ঠান চলাকালীন আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ৷ কারণ, এটি এমন একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল ৷"

'যজমান' তালিকায় অন্যরা হলেন - রাজস্থানের উদয়পুরের রামচন্দ্র খারাদি, অসমের রাম কুই জেমি, রাজস্থানের জয়পুরের গুরুচরণ সিং গিল, তামিলনাড়ুর আদালারাসান, কর্ণাটকের লিঙ্গরাজ বাসভরাজ এবং মহারাষ্ট্রের বিঠল রাও কাম্বলে । এছাড়াও যজমানদের মধ্যে মহারাষ্ট্রের লাতুরের ঘুমান্তু সমাজ ট্রাস্টের মহাদেব রাও গায়কওয়াড়, লখনউয়ের দিলীপ বাল্মিকি, কাশীর কবীন্দ্র প্রতাপ সিং ও কৈলাস যাদব, হারদোইয়ের কৃষ্ণ মোহন ও উত্তর প্রদেশের মুলতানি লোহার সম্প্রদায়ের রমেশ জৈন এবং হরিয়ানার পালওয়ালের অরুণ চৌধুরি ছিলেন ।

বিঠল রাও কাম্বলে বলেন, "এটি ছিল আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত । এমন একটি অপূর্ব অভিজ্ঞতা… যখন আমরা ভিতরে ছিলাম, তখন আমাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । শুধুমাত্র একটি ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়া যে কারও জন্য একটি বড় ব্যাপার এবং আচার-অনুষ্ঠান সম্পাদন করা… আর কী আমি ভগবান রামের কাছে চাইতে পারতাম ।"

উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান যজমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠান ঘিরে সারা দেশে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে ৷ বিশিষ্ট অতিথিরা তো সেখানে উপস্থিত ছিলেনই ৷ পাশাপাশি হাজার-হাজার সাধুসন্তরা ছিলেন ৷ পাশাপাশি টিভিতেও লাইভ টেলিকাস্ট অনেকে দেখেছেন ৷

তবে বারাণসীর গোবর্ধন পুজো সমিতির আহ্বায়ক ও একটি জেলা সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর কৈলাস যাদব, যিনি যজমান হিসেবে ছিলেন, তিনি বলেন, "অযোধ্যায় যে ধরনের পরিবেশ দেখা গিয়েছে, তা টিভিতে দেখলে বোঝা যাবে না । যখন আমরা জানতে পারলাম যে আমাদের যজমান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করতে পারিনি । এটা অবশ্যই ভগবান রামের ইচ্ছা ছিল যে আমাদের আচার পালনের জন্য বেছে নেওয়া হয়েছে ।"

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  2. সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল, পুরুষোত্তমের প্রত্যাবর্তনে রামরাজ্য মোদিময়
  3. পুরুষোত্তমের প্রত্যাবর্তনে মাতোয়ারা অযোধ্যা, রামরাজ্যে আজ অকাল দীপাবলি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.