নয়াদিল্লি, 24 মার্চ: সকাল থেকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছিল ৷ দুপুরে ছিল হাড্ডাহাড্ডি লড়াই ৷ কিন্তু রাতে বাজিমাত করল বাম জোটের প্রার্থীরা ৷ ফলো হোলির আগের রাতে জেএনইউ-তে গেরুয়া নয়, উড়ল লাল আবির ৷ সহ-সভাপতি পদে জিতলেন বাংলার অভিজিৎ ঘোষ ৷
প্রায় সাড়ে চার বছর পর জেএনইউ-তে গত শুক্রবার হয়েছিল ভোটগ্রহণ ৷ রবিবার চারটি পদের জন্য ভোটগণনা শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটির কিছু অনিয়মের কারণে কেন্দ্রীয় প্যানেলের ভোট গণনা প্রায় সাত ঘণ্টা দেরিতে শুরু হয়।
শুরুর দিকে এবিভিপি-র প্রার্থীদের সঙ্গে জোর লড়াই হয় বাম জোটের প্রার্থীদের ৷ কিন্তু রাতের দিকে এগোতে থাকেন বাম প্রার্থীরা ৷ শেষ পর্যন্ত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে জয়ী হন বাম প্রার্থীরা ৷ ফলে জেএনইউ-তে ক্ষমতা ধরে রাখল বাম ছাত্র সংসদ ৷ গত ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলার মেয়ে ঐশী ঘোয ৷ এবার সহ-সভাপতি হলেন শিলিগুড়ি ছেলে অভিজিৎ ঘোষ ৷
সভাপতি পদে সবচেয়ে বেশি ভোট (2598) পেয়েছেন বাম জোট প্রার্থী ধনঞ্জয় (এআইএসএ) ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র উমেশ চন্দ্র আজমিরা পেয়েছেন 1676টি ভোট ৷ অর্থাৎ 922টি ভোট বেশি পেয়েছেন বাম প্রার্থী ৷
সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এসএইআই-এর অভিজিৎ ঘোষ ৷ তাঁর প্রাপ্ত ভোট 2409 ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র দীপিকা শর্মা পেয়েছেন 1482টি ভোট ৷ ফলে 927টি বেশি ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ৷
2887টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন প্রিয়াংশু আরিয়া (বিএপিএসএ) ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র অর্জুন আনন্দ পেয়েছেন 1961টি ভোট ৷ আর যুগ্ম-সম্পাদক পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র গোবিন্দ দাঙ্গির থেকে 508টি বেশি ভোট পেয়ে জিতেছেন বাম প্রার্থী মহম্মদ সাজিদ (এআইএসএফ) ৷
চারটি পদের ফল ঘোষণার পর গত এক মাস ধরে ছাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ে যে উত্তেজনা চলছিল, রবিবার রাতে তা শেষ হয় ৷ কেন্দ্রীয় প্যানেলের ভোট গণনা শুরুর আগে শনিবার সকাল থেকে কাউন্সিলর পদে 42টি পদের ভোট গণনা চলে ৷ শনিবার গভীর রাত পর্যন্ত চলতে থাকা কাউন্সিলর পদের জন্য ভোট গণনা শেষে, সমস্ত 42টি পদের ফলাফল ঘোষণা করা হয় ৷ যার মধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) 25 টিরও বেশি আসনে জয় লাভ করেছে।
এবিভিপি স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ এর তিনটি, স্কুল অফ কম্পিউটার অ্যান্ড সিস্টেম্যাটিক সায়েন্সেস এর তিনটি, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর চারটি, স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দুটির মধ্যে একটি জিতেছে। অন্যদিকে, স্কুল অফ কম্পিউটেশনালের একটি তিনি স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস এর একটি আসন, স্কুল অফ ন্যানো সায়েন্সে একটি আসন এবং পার্ট টাইম কোর্সের জন্য কেন্দ্রে একটি আসন জিতেছে ৷
অন্যদিকে, এনএসইউআই একটি আসন জিতেছে এবং বাপসা সিএসএলজির একটি আসন জিতেছে। কেন্দ্রীয় প্যানেলের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদকের চারটি পদের জন্য 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ যার মধ্যে সম্পাদক পদের প্রার্থী স্বাতী সিং-এর মনোনয়ন প্রত্যাখ্যানের পর মোট 18 জন প্রার্থী বাকি ছিল। ওই 18 প্রার্থীর মধ্যে চার প্রার্থীর জয়ের ফল শিগগিরই আসার সম্ভাবনা রয়েছে। সকালে ভোট গণনা দেরিতে শুরু হওয়ায় রাতের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছিল।
জেএনইউ ছাত্র ইউনিয়ন নির্বাচনের জন্য গত 22 মার্চ ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল ৷ লক্ষণীয় জেএনইউ ছাত্র ইউনিয়ন নির্বাচন 4 বছর পর, 2019 সালের পরে অনুষ্ঠিত হয়েছে। করোনা সংকটের কারণে তিন বছর এবং একাডেমিক সেশন শুরু হতে দেরি হওয়ায় এক বছর নির্বাচন করা যায়নি।
আরও পড়ুন
কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেই কুরুক্ষেত্রে প্রার্থী নবীন জিন্দাল, পঞ্চম তালিকায় নাম 111 জনের
রুমমেটের অশ্লীল ভিডিয়ো বানানোর অভিযোগ! ভাইরাল হতেই আত্মহত্যার চেষ্টা দুই পড়ুয়ার