ETV Bharat / bharat

আজ চূড়ান্ত হবে লোকসভা নির্বাচনের ইস্তেহার ! বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি - Lok Sabha elections

Congress manifesto for Lok Sabha elections: মঙ্গলবারই চূড়ান্ত হতে পারে লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহার ৷ ইস্তেহারে সামাজিক ন্যায়বিচারের পাঁচ গ্যারান্টির পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সমস্যা বন্ধ করতে সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পৃথক আইনের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:13 AM IST

নয়াদিল্লি, 19 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার চূড়ান্ত করতে চলেছে কংগ্রেস ৷ মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি) এই বিষয়ের উপর আলোচনা করবে ৷ 'সামাজিক ন্যায়বিচার'-এর উপর দৃঢ় নজর রেখে এটিকে চূড়ান্ত রূপ দেবে বলে দলীয় সূত্রে খবর ৷ দলের নেতা রাহুল গান্ধি তার ভারত জোড়ের ন্যায় যাত্রার সময় একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন ৷ মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তেহারে অবশ্যই প্রাধান্য পাবে দলের সাংসদ রাহুল গান্ধির সামাজিক ন্যায়বিচারের অ্য়াজেন্ডার ছাপ ৷ যা তিনি সদ্য সমাপ্ত ভারত জোড়া ন্যায় যাত্রার মাধ্যমে তৈরি করছেন।

দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, ইস্তেহারে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সমস্যা বন্ধ করতে সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পৃথক আইনের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ৷ ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে সমস্ত মুলতুবি থাকা সরকারি শূন্যপদগুলি পূরণ করার আশ্বাসও দেওয়া হবে।ইস্তেহারে কৃষকদের উদ্বেগ দূর করতে এবং তাদের ন্যায়বিচার দেওয়ার জন্য একটি আইনি এমএসপি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হতে পারে। জিএসপি হ্রাস করা হতে পারে, যাতে কৃষকদের স্বস্তি দেওয়া যায় সেই বিষয়টিও থাকবে ইস্তেহারে।

সূত্রের খবর, গ্রামীণ কাজের উপর ফোকাস করার অংশ হিসাবে, দল মনরেগা-এর জন্য আরও তহবিলের প্রতিশ্রুতি দিতে পারে। দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পূর্ববর্তী ইউপিএ শাসনকালে শুরু হওয়া গ্রামীণ চাকরি প্রকল্পকে উপেক্ষা করার অভিযোগও তুলেছে। রাহুল যেহেতু বারবার বলে আসছেন যে, ছোট এবং মাঝারি ব্যবসাগুলি প্রচুর চাকরি তৈরি করতে সহায়তা করে কিন্তু কেন্দ্র তাদের উপেক্ষা করে সেক্ষেত্রে সেগমেন্টের জন্য সস্তা ঋণের ব্যবস্থার উল্লেখও ইস্তেহারে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ইস্তেহার কমিটির আহ্বায়ক এবং ছত্তিশগড়ের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী টিএস সিং দেও জানান, ইস্তেহারটি সম্ভবত সেই ধারণাগুলিকে প্রতিফলিত করবে যা কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ৷ অবশ্যই 'রাহুল গান্ধির সামাজিক ন্যায়বিচারের অ্যাজেন্ডা'-এর ছাপও থাকবে ৷ সিং দেও বলেন, "ইস্তেহারের হলমার্ক তরুণদের উপর একটি শক্তিশালী ফোকাস হতে পারে, যেমন রাহুল জোর দিয়েছিলেন।" 5 মার্চ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সভাপতিত্বে পার্টির ইস্তেহার কমিটি খসড়াটি চূড়ান্ত করেছে ৷ এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য তা দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠানো হয়েছে ৷ এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, খসড়া ইস্তেহারে ন্যায়বিচারের জন্য পাঁচটি 'গ্যারান্টি' দেওয়া হবে ৷ চিদাম্বরমের মতে, লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার হবে "জনগণের ইস্তেহার" ৷

নয়াদিল্লি, 19 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার চূড়ান্ত করতে চলেছে কংগ্রেস ৷ মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লুসি) এই বিষয়ের উপর আলোচনা করবে ৷ 'সামাজিক ন্যায়বিচার'-এর উপর দৃঢ় নজর রেখে এটিকে চূড়ান্ত রূপ দেবে বলে দলীয় সূত্রে খবর ৷ দলের নেতা রাহুল গান্ধি তার ভারত জোড়ের ন্যায় যাত্রার সময় একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন ৷ মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তেহারে অবশ্যই প্রাধান্য পাবে দলের সাংসদ রাহুল গান্ধির সামাজিক ন্যায়বিচারের অ্য়াজেন্ডার ছাপ ৷ যা তিনি সদ্য সমাপ্ত ভারত জোড়া ন্যায় যাত্রার মাধ্যমে তৈরি করছেন।

দলের অভ্যন্তরীণ সূত্রের খবর, ইস্তেহারে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সমস্যা বন্ধ করতে সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পৃথক আইনের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ৷ ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে সমস্ত মুলতুবি থাকা সরকারি শূন্যপদগুলি পূরণ করার আশ্বাসও দেওয়া হবে।ইস্তেহারে কৃষকদের উদ্বেগ দূর করতে এবং তাদের ন্যায়বিচার দেওয়ার জন্য একটি আইনি এমএসপি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হতে পারে। জিএসপি হ্রাস করা হতে পারে, যাতে কৃষকদের স্বস্তি দেওয়া যায় সেই বিষয়টিও থাকবে ইস্তেহারে।

সূত্রের খবর, গ্রামীণ কাজের উপর ফোকাস করার অংশ হিসাবে, দল মনরেগা-এর জন্য আরও তহবিলের প্রতিশ্রুতি দিতে পারে। দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পূর্ববর্তী ইউপিএ শাসনকালে শুরু হওয়া গ্রামীণ চাকরি প্রকল্পকে উপেক্ষা করার অভিযোগও তুলেছে। রাহুল যেহেতু বারবার বলে আসছেন যে, ছোট এবং মাঝারি ব্যবসাগুলি প্রচুর চাকরি তৈরি করতে সহায়তা করে কিন্তু কেন্দ্র তাদের উপেক্ষা করে সেক্ষেত্রে সেগমেন্টের জন্য সস্তা ঋণের ব্যবস্থার উল্লেখও ইস্তেহারে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ইস্তেহার কমিটির আহ্বায়ক এবং ছত্তিশগড়ের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী টিএস সিং দেও জানান, ইস্তেহারটি সম্ভবত সেই ধারণাগুলিকে প্রতিফলিত করবে যা কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ৷ অবশ্যই 'রাহুল গান্ধির সামাজিক ন্যায়বিচারের অ্যাজেন্ডা'-এর ছাপও থাকবে ৷ সিং দেও বলেন, "ইস্তেহারের হলমার্ক তরুণদের উপর একটি শক্তিশালী ফোকাস হতে পারে, যেমন রাহুল জোর দিয়েছিলেন।" 5 মার্চ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সভাপতিত্বে পার্টির ইস্তেহার কমিটি খসড়াটি চূড়ান্ত করেছে ৷ এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য তা দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠানো হয়েছে ৷ এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, খসড়া ইস্তেহারে ন্যায়বিচারের জন্য পাঁচটি 'গ্যারান্টি' দেওয়া হবে ৷ চিদাম্বরমের মতে, লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার হবে "জনগণের ইস্তেহার" ৷

আরও পড়ুন

'শক্তি'র উপাসকরা কংগ্রেস-'ইন্ডি' জোটকে উপযুক্ত জবাব দেবেন, মন্তব্য মোদির

ইভিএমের সাহায্য ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবন না মোদি, তোপ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.