ETV Bharat / bharat

নির্বাচনী প্রচারের ফাঁকে মহিলাদের সঙ্গে মালির ভূমিকায় রাহুল - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Rahul Gandhi interacts with women: মধ্যপ্রদেশের মহিলাদের সঙ্গে মহুয়া ফুল তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কথা বললেন তাদের সমস্য়া নিয়েও ৷

Congress MP Rahul Gandhi
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি
author img

By PTI

Published : Apr 9, 2024, 5:33 PM IST

ভোপাল, 9 এপ্রিল: কখনও স্টেশনে কুলিদের সঙ্গে, কখনও বা কাঠের মিস্ত্রীদের সঙ্গে ৷ বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ৷ এবার মালির ভূমিকায় দেখা গেল তাঁকে ৷ আজ মধ্যপ্রদেশের মহিলাদের সঙ্গে মহুয়া ফুল তুললেন তিনি ৷ কথা বললেন তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে ৷

সোমবার মধ্য়প্রদেশের মান্ডলা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ওমকার সিং মরকমের হয়ে প্রচারে যান রাহুল ৷ সিওনি জেলার জনসভার পর ফেরার কথা ছিল তাঁর ৷ যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহদোলে থাকতে হয় তাঁকে ৷ মঙ্গলবার সেখান থেকে ফেরার পথে উমারিয়া শহরের কাছে একটি জঙ্গলে কয়েকজন মহিলাকে মহুয়া ফুল তুলতে দেখেন তিনি ৷ কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, তাদের দেখা মাত্রই গাড়ি থামাতে বলেন রাহুল ৷ মহিলাদের সঙ্গে মিশে যান তিনি ৷ তাঁদের সঙ্গে কথা বলে দৈনন্দিন জীবনের সমস্য়া নিয়ে আলোচনা করেন ৷ এরপরই সেখান থেকে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন রাহুল ৷

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, ওয়ানাড় সাংসদের হেলিকপ্টারে তেল ভরার জন্য একটি তেল ট্য়াঙ্কারের শাহদোলে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু খারাপ আবহাওয়ার জন্যে সঠিক সময়ের মধ্যে পৌঁছতে পারেনি সেই গাড়ি ৷ যার ফলে সড়কপথে ফিরতে হয় রাহুলকে ৷ বিষয়টি নিয়ে কংগ্রেসকে খোঁচা দেন শীর্ষ বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ নাম না-করে রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, "তাঁর হেলিকপ্টারের মতো তাঁর দলেরও তেল ফুরিয়ে গিয়েছে ৷"

তবে এই প্রথম নয় এর আগেও একাধিক অবতারে দেখা গিয়েছে কংগ্রেস রাজপুত্রকে ৷ 'ভারত জোড়ো' যাত্রার সময় কখনও দেখা গিয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লড়ির ড্রাইভারদের সঙ্গে তাকে কথা বলতে ৷ কখনও আবার রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতো চা খেতেও দেখা গিয়েছে রাহুলকে ৷ শুধু তাই নয়, দোকানে দাঁড়িয়ে সকলের সঙ্গে খোস মেজাজে তাঁর খাস গল্প করার ছবিও রয়েছে ৷ বারবারই প্রমাণ করতে চেয়েছেন তিনিও আর পাঁচ জন সাধারণ মানুষের মতো ৷

আরও পড়ুন:

ভোপাল, 9 এপ্রিল: কখনও স্টেশনে কুলিদের সঙ্গে, কখনও বা কাঠের মিস্ত্রীদের সঙ্গে ৷ বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ৷ এবার মালির ভূমিকায় দেখা গেল তাঁকে ৷ আজ মধ্যপ্রদেশের মহিলাদের সঙ্গে মহুয়া ফুল তুললেন তিনি ৷ কথা বললেন তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে ৷

সোমবার মধ্য়প্রদেশের মান্ডলা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ওমকার সিং মরকমের হয়ে প্রচারে যান রাহুল ৷ সিওনি জেলার জনসভার পর ফেরার কথা ছিল তাঁর ৷ যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহদোলে থাকতে হয় তাঁকে ৷ মঙ্গলবার সেখান থেকে ফেরার পথে উমারিয়া শহরের কাছে একটি জঙ্গলে কয়েকজন মহিলাকে মহুয়া ফুল তুলতে দেখেন তিনি ৷ কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, তাদের দেখা মাত্রই গাড়ি থামাতে বলেন রাহুল ৷ মহিলাদের সঙ্গে মিশে যান তিনি ৷ তাঁদের সঙ্গে কথা বলে দৈনন্দিন জীবনের সমস্য়া নিয়ে আলোচনা করেন ৷ এরপরই সেখান থেকে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন রাহুল ৷

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, ওয়ানাড় সাংসদের হেলিকপ্টারে তেল ভরার জন্য একটি তেল ট্য়াঙ্কারের শাহদোলে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু খারাপ আবহাওয়ার জন্যে সঠিক সময়ের মধ্যে পৌঁছতে পারেনি সেই গাড়ি ৷ যার ফলে সড়কপথে ফিরতে হয় রাহুলকে ৷ বিষয়টি নিয়ে কংগ্রেসকে খোঁচা দেন শীর্ষ বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ নাম না-করে রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, "তাঁর হেলিকপ্টারের মতো তাঁর দলেরও তেল ফুরিয়ে গিয়েছে ৷"

তবে এই প্রথম নয় এর আগেও একাধিক অবতারে দেখা গিয়েছে কংগ্রেস রাজপুত্রকে ৷ 'ভারত জোড়ো' যাত্রার সময় কখনও দেখা গিয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লড়ির ড্রাইভারদের সঙ্গে তাকে কথা বলতে ৷ কখনও আবার রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতো চা খেতেও দেখা গিয়েছে রাহুলকে ৷ শুধু তাই নয়, দোকানে দাঁড়িয়ে সকলের সঙ্গে খোস মেজাজে তাঁর খাস গল্প করার ছবিও রয়েছে ৷ বারবারই প্রমাণ করতে চেয়েছেন তিনিও আর পাঁচ জন সাধারণ মানুষের মতো ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.