ETV Bharat / bharat

দিল্লিতে প্রচারের মাঝে কানহাইয়াকে চড়! অভিযোগ জমা পড়ল থানায় - Kanhaiya Kumar Attacked - KANHAIYA KUMAR ATTACKED

Kanhaiya Kumar Slapped: উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার তাঁর সমর্থকদের সঙ্গে আলোচনা করছিলেন ৷ এর মধ্যেই তার উপর হামলা চালানো হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

Kanhaiya Kumar
দিল্লিতে প্রচারের মাঝে কানহাইয়াকে চড়! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 11:12 PM IST

নয়াদিল্লি, 17 মে: উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা। নিউ ওসমানপুর থানা এলাকার কর্তার নগর চৌথা পুস্তায় অবস্থিত কাউন্সিলর কার্যালয়ে তার সমর্থকদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর কয়েকজন সেখানে পৌঁছে কানহাইয়া কুমারের সঙ্গে হাতাহাতি শুরু করে। এসময় সেখানে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। বলা হচ্ছে, হামলাকারীরা প্রথমে কানহাইয়াকে মালা পরিয়ে তারপর মারধর শুরু করে।

গৌরব শর্মার তরফে নিউ ওসমানপুর থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকে অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বিকেল 4টে নাগাদ সত্যনারায়ণ ভবনে কাউন্সিলর অফিসে মিটিং শেষ হওয়ার পর সাত থেকে আটজন লোক সেখানে আসেন। তাদের মধ্যে দু'জন সশস্ত্র ছিলেন ৷ তাদেরই একজন কানহাইয়া কুমারকে মালা পরিয়ে দিতে এগিয়ে আসেন ৷ মালা পরানোর অছিলায় কানহাইয়াকে চড় মারেন ওই যুবক।

এই ঘটনায় উত্তর পূর্ব দিল্লির ডিসিপি ডঃ জয় টির্কি বলেন, "কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার 4 পুশতা, স্বামী সুব্রহ্মনিয়াম ভবন, নিউ ওসমানপুরে আপের দলীয় কার্যালয়ে একটি মিটিং করছিলেন। এই বৈঠকে আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া শর্মা নেতৃত্ব দিচ্ছিলেন। বৈঠকের পরে, যখন ছায়া শর্মা কানহাইয়া কুমারকে দেখতে নেমে আসেন ৷ তখনই কিছু লোক এসে কানহাইয়া কুমারকে অপদস্থ করার চেষ্টা করেন ৷ পাশাপাশি ছায়া শর্মাকেও গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে ।"

এই হামলার ভিডিয়োটিও সামনে এসেছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কানহাইয়া কুমার একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সময় কয়েকজন সেখানে পৌঁছে তাঁকে মালা পরানোর অছিলায় হামলা করে বসে । এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।

আরও পড়ুন:

  1. আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল-আপের বিরুদ্ধে চার্জশিট ইডির
  2. দেশে বিজেপির স্বৈরাচার মেনে নেওয়া যায় না: কেজরিওয়াল

নয়াদিল্লি, 17 মে: উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা। নিউ ওসমানপুর থানা এলাকার কর্তার নগর চৌথা পুস্তায় অবস্থিত কাউন্সিলর কার্যালয়ে তার সমর্থকদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর কয়েকজন সেখানে পৌঁছে কানহাইয়া কুমারের সঙ্গে হাতাহাতি শুরু করে। এসময় সেখানে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। বলা হচ্ছে, হামলাকারীরা প্রথমে কানহাইয়াকে মালা পরিয়ে তারপর মারধর শুরু করে।

গৌরব শর্মার তরফে নিউ ওসমানপুর থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকে অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বিকেল 4টে নাগাদ সত্যনারায়ণ ভবনে কাউন্সিলর অফিসে মিটিং শেষ হওয়ার পর সাত থেকে আটজন লোক সেখানে আসেন। তাদের মধ্যে দু'জন সশস্ত্র ছিলেন ৷ তাদেরই একজন কানহাইয়া কুমারকে মালা পরিয়ে দিতে এগিয়ে আসেন ৷ মালা পরানোর অছিলায় কানহাইয়াকে চড় মারেন ওই যুবক।

এই ঘটনায় উত্তর পূর্ব দিল্লির ডিসিপি ডঃ জয় টির্কি বলেন, "কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার 4 পুশতা, স্বামী সুব্রহ্মনিয়াম ভবন, নিউ ওসমানপুরে আপের দলীয় কার্যালয়ে একটি মিটিং করছিলেন। এই বৈঠকে আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া শর্মা নেতৃত্ব দিচ্ছিলেন। বৈঠকের পরে, যখন ছায়া শর্মা কানহাইয়া কুমারকে দেখতে নেমে আসেন ৷ তখনই কিছু লোক এসে কানহাইয়া কুমারকে অপদস্থ করার চেষ্টা করেন ৷ পাশাপাশি ছায়া শর্মাকেও গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে ।"

এই হামলার ভিডিয়োটিও সামনে এসেছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কানহাইয়া কুমার একজন সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সময় কয়েকজন সেখানে পৌঁছে তাঁকে মালা পরানোর অছিলায় হামলা করে বসে । এই ঘটনায় দিল্লি পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।

আরও পড়ুন:

  1. আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল-আপের বিরুদ্ধে চার্জশিট ইডির
  2. দেশে বিজেপির স্বৈরাচার মেনে নেওয়া যায় না: কেজরিওয়াল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.