ETV Bharat / bharat

'ব্যারিকেড ভেঙেছি, আইন নয়', রাহুলের এই মন্তব্যের পরই অভিযোগ দায়ের - Bharat Jodo Nyay Yatra

Bharat Jodo Nyay Yatra: গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের ৷ পুলিশি বাধাকে চালেঞ্জ করে রাহুল গান্ধির সামনেই ব্যরিকেড ভাঙলেন কংগ্রেস সমর্থকেরা ৷

Rahul Gandhi
ভারত জোড়ো ন্যায় যাত্রা
author img

By PTI

Published : Jan 23, 2024, 2:13 PM IST

Updated : Jan 23, 2024, 10:23 PM IST

রাহুলের এই মন্তব্যের পরই অভিযোগ দায়ের

গুয়াহাটি, 23 জানুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড গুয়াহাটিতে ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস কর্মীরা ৷ পুলিশি বাধাকে উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে সামনে এগতে দেখা গেল সমর্থকদের ৷ রাহুল গান্ধি বললেন, "আমরা ব্যারিকেড ভেঙেছি, কিন্তু আইন নয় ৷"

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি জানান, ভিড়কে উস্কানি দেওয়ার জন্য রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি ডিজিপিকে ৷ অসমের মুখ্যমন্ত্রী এক্সে ভারত জোড়ো ন্যায় যাত্রার একটি ভিডিয়ো শেয়ার করে লেখেন, "এগুলো অসমীয় সংস্কৃতির অংশ নয় । আমরা একটি শান্তিপ্রিয় রাজ্য । এই জাতীয় "নকশাল কৌশল" আমাদের সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা । আমি ডিজিপিকে নির্দেশ দিয়েছি রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা করার জন্য ৷ রাহুল গান্ধি ভিড়কে উত্তেজিত করেছেন ৷ এই ভিডিয়ো তার প্রমাণ ৷ রাহুল গান্ধির এই ধরনের আচরণের জন্য নিয়ম লঙ্ঘন হয়েছে ৷ যার ফলে গুয়াহাটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷"

  • Reference events related to road event of Indian National Congress on Jan 23rd 2024 at Guwahati - 1. The road event was to travel from Meghalaya towards Kamrup through Guwahati 2. There are two major roads and permission was given to use one of these after deliberation with…

    — DGP Assam (@DGPAssamPolice) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবারের ঘটনাকে ঘিরে ফের একবার বিবাদে জড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এর আগে গুয়াহাটিতে মিছিলের অনুমতি নিয়ে অসম সরকার এবং কংগ্রেসের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছিল ৷ অসমের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, 23 জানুয়ারি কর্মদিবস হওয়ায় গুয়াহাটির রাস্তায় মিছিল করা সুবিধাজনক হবে না । এতে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে বলে তিনি আশংকা করেন এবং মিছিলের অনুমতি দিতে প্রত্যাখ্যান করেন । পরে প্রশাসনের তরফে কংগ্রেস কর্মীদের শহরের প্রধান রাস্তাগুলি এড়িয়ে জাতীয় সড়ক 27 দিয়ে মিছিল নিয়ে যেতে বলা হয় ৷ তবে কংগ্রেস কর্মীরা অভিযোগ করেন, ভিত্তিহীন যুক্তি দেখিয়ে মিছিলের অনুমতি প্রত্যাখ্যান করা হচ্ছে এবং সরকার উদ্দেশ্যমূলকভাবে বাধার সৃষ্টি করছে ।

আজ রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার দশম দিন ৷ কংগ্রেস নেতার ভারত জোড়া ন্যায় যাত্রা আজ সকালে গুয়াহাটির ধমনী সড়কে প্রবেশ করে ৷ সেসময় মিছিলকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । সকাল থেকেই এই মিছিলকে ঘিরে শহরের প্রবেশপথ খানাপাড়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী । মিছিলটি খানাপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের যাত্রাপথ ঘুরিয়ে দেয় ৷ এর ফলে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ।

গুয়াহাটিতে তাঁদের প্রবেশে বাধা দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেছেন, "বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বজরং দলে শহরে যে পথ দিয়ে মিছিল করেছিল কংগ্রেসের প্রস্তাবিত রুটটি একই । আমরা ব্যারিকেড ভেঙেছি কিন্তু আইন নয় । আমাদের দুর্বল ভাববেন না ।" পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, "আমরা জানি আপনারা নিজেদের দায়িত্ব পালন করছেন । এটা আপনার দোষ নয়, তবে মনে রাখবেন অসমে 'অন্যায়' নয় 'ন্যায়' থাকতে হবে । আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা অসমের সবচেয়ে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ।"

আরও পড়ুন:

  1. মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রাকে টুকড়ে টুকড়ে গ্যাংয়ের 'নাটক' বলে কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের
  3. আলিপুরদুয়ার হয়ে বাংলায় ঢুকবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', 5 দিন রাজ্যে রাহুল

রাহুলের এই মন্তব্যের পরই অভিযোগ দায়ের

গুয়াহাটি, 23 জানুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড গুয়াহাটিতে ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস কর্মীরা ৷ পুলিশি বাধাকে উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে সামনে এগতে দেখা গেল সমর্থকদের ৷ রাহুল গান্ধি বললেন, "আমরা ব্যারিকেড ভেঙেছি, কিন্তু আইন নয় ৷"

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি জানান, ভিড়কে উস্কানি দেওয়ার জন্য রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি ডিজিপিকে ৷ অসমের মুখ্যমন্ত্রী এক্সে ভারত জোড়ো ন্যায় যাত্রার একটি ভিডিয়ো শেয়ার করে লেখেন, "এগুলো অসমীয় সংস্কৃতির অংশ নয় । আমরা একটি শান্তিপ্রিয় রাজ্য । এই জাতীয় "নকশাল কৌশল" আমাদের সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা । আমি ডিজিপিকে নির্দেশ দিয়েছি রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা করার জন্য ৷ রাহুল গান্ধি ভিড়কে উত্তেজিত করেছেন ৷ এই ভিডিয়ো তার প্রমাণ ৷ রাহুল গান্ধির এই ধরনের আচরণের জন্য নিয়ম লঙ্ঘন হয়েছে ৷ যার ফলে গুয়াহাটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ৷"

  • Reference events related to road event of Indian National Congress on Jan 23rd 2024 at Guwahati - 1. The road event was to travel from Meghalaya towards Kamrup through Guwahati 2. There are two major roads and permission was given to use one of these after deliberation with…

    — DGP Assam (@DGPAssamPolice) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবারের ঘটনাকে ঘিরে ফের একবার বিবাদে জড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এর আগে গুয়াহাটিতে মিছিলের অনুমতি নিয়ে অসম সরকার এবং কংগ্রেসের মধ্যে মতবিরোধ দেখা গিয়েছিল ৷ অসমের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, 23 জানুয়ারি কর্মদিবস হওয়ায় গুয়াহাটির রাস্তায় মিছিল করা সুবিধাজনক হবে না । এতে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে বলে তিনি আশংকা করেন এবং মিছিলের অনুমতি দিতে প্রত্যাখ্যান করেন । পরে প্রশাসনের তরফে কংগ্রেস কর্মীদের শহরের প্রধান রাস্তাগুলি এড়িয়ে জাতীয় সড়ক 27 দিয়ে মিছিল নিয়ে যেতে বলা হয় ৷ তবে কংগ্রেস কর্মীরা অভিযোগ করেন, ভিত্তিহীন যুক্তি দেখিয়ে মিছিলের অনুমতি প্রত্যাখ্যান করা হচ্ছে এবং সরকার উদ্দেশ্যমূলকভাবে বাধার সৃষ্টি করছে ।

আজ রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার দশম দিন ৷ কংগ্রেস নেতার ভারত জোড়া ন্যায় যাত্রা আজ সকালে গুয়াহাটির ধমনী সড়কে প্রবেশ করে ৷ সেসময় মিছিলকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । সকাল থেকেই এই মিছিলকে ঘিরে শহরের প্রবেশপথ খানাপাড়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী । মিছিলটি খানাপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের যাত্রাপথ ঘুরিয়ে দেয় ৷ এর ফলে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ।

গুয়াহাটিতে তাঁদের প্রবেশে বাধা দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ তিনি বলেছেন, "বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বজরং দলে শহরে যে পথ দিয়ে মিছিল করেছিল কংগ্রেসের প্রস্তাবিত রুটটি একই । আমরা ব্যারিকেড ভেঙেছি কিন্তু আইন নয় । আমাদের দুর্বল ভাববেন না ।" পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, "আমরা জানি আপনারা নিজেদের দায়িত্ব পালন করছেন । এটা আপনার দোষ নয়, তবে মনে রাখবেন অসমে 'অন্যায়' নয় 'ন্যায়' থাকতে হবে । আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা অসমের সবচেয়ে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ।"

আরও পড়ুন:

  1. মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রাকে টুকড়ে টুকড়ে গ্যাংয়ের 'নাটক' বলে কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের
  3. আলিপুরদুয়ার হয়ে বাংলায় ঢুকবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', 5 দিন রাজ্যে রাহুল
Last Updated : Jan 23, 2024, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.