পুনে, 9 এপ্রিল: বড় অটোমোবাইল কোম্পানিতে সরবরাহ করা হয়েছিল সিঙাড়া ৷ কে ভেবেছিল এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্যকিছু ৷ সিঙাড়া খেতে গিয়ে চক্ষু চড়কগাছ কর্মীদের ৷ অভিযোগ, সিঙাড়ার ভিতরে আলু সবজির সঙ্গে দেখা মিলেছে কন্ডোম, গুটখা, এমনকী পাথরের ৷ এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ অভিযুক্তরা হলেন রহিম শেখ, আজহার শেখ, মাজহার শেখ, ফিরোজ শেখ এবং ভিকি শেখ । ঘটনাটি ঘটেছে পুনের পিম্পারি চিঞ্চওয়াড়ে অবস্থিত একটি অটোমোবাইল কোম্পানিতে ৷ সোমবার এমনটাই জানিয়েছে পুলিশ ।
জানা গিয়েছে, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁদের মধ্যে একটি সাব-কন্ট্রাক্টিং ফার্মের দুইজন কর্মী রয়েছেন ৷ তাঁদেরকে কোম্পানিতে সিঙাড়া সরবরাহ করতে বলা হয়েছিল এবং সেই সঙ্গে অন্য একটি ফার্মের তিন অংশীদার যুক্ত রয়েছেন যাঁদের স্ন্যাকসে ভেজাল মোশানোর দায়ে আগেই চুক্তি বাতিল করা হয়েছিল । পুলিশ জানিয়েছে, নতুন চুক্তি পাওয়া ফার্মের যাতে মানহানি হয়, তাই তিনজন অংশীদার ইচ্ছে করে অন্য দুই কর্মীকে এই কাজে নিযুক্ত করেছিলেন ৷
পুলিশ সূত্রে খবর, ক্যাটালিস্ট সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড অটোমোবাইল কোম্পানির ক্যান্টিনে জলখাবার সরবরাহের দায়িত্বে রয়েছে ৷ ক্যাটালিস্ট সার্ভিস মনোহর এন্টারপ্রাইজ নামে আরেকটি সাবকন্ট্রাক্টিং ফার্মের সঙ্গে সিঙাড়া সরবরাহের চুক্তি করেছিল । মনোহর এন্টারপ্রাইজের কর্মীদের এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ জানতে পেরেছে, ফিরোজ শেখ এবং ভিকি শেখ নামে দুই কর্মী সিঙাড়ায় কন্ডোম, গুটকা এবং পাথর ভরে দিয়েছিলেন ।
জানা গিয়েছে, এসআরএ এন্টারপ্রাইজের কর্মচারীরা (যাদের চুক্তি আগে ভেজাল মেশানোর জন্য বাতিল করা হয়েছিল) মনোহর এন্টারপ্রাইজের বদনাম করার জন্য এই কাজ করেছে ৷ এর আগে সিঙাড়ায় ব্যান্ডেজ পাওয়া গিয়েছিল ৷ তার জন্যই এসআরএ এন্টারপ্রাইজের সিঙাড়া সরবরাহের চুক্তি বাতিল হয়েছিল ৷
আরও পড়ুন: