ETV Bharat / bharat

'জয় প্যালেস্তাইন' স্লোগান ইস্যুতে রাষ্ট্রপতির কাছে ওয়াইসির সাংসদপদ খারিজের আবেদন - Jai Palestine Slogan Row - JAI PALESTINE SLOGAN ROW

Jai Palestine Slogan Row: হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির 'জয় প্যালেস্তাইন' স্লোগান ইস্যু এবার রাষ্ট্রপতি ভবনের দরবারে ৷ এআইএমআইএম সুপ্রিমোর সাংসদ পদ খারিজের একাধিক আবেদন জমা পড়েছে তাঁর কাছে ৷

Asaduddin Owaisi  Jai Palestine Slogan
আসাদউদ্দিন ওয়াইসির 'জয় প্যালেস্তাইন' স্লোগান ইস্যুতে বিতর্ক (ETV BHARAT)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 6:20 PM IST

নয়াদিল্লি, 26 জুন: লোকসভায় মঙ্গলবার শপথ নেওয়ার শেষে 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়েছিলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ যে বিতর্কে এবার তাঁর সাংসদপদ খারিজের দাবি উঠল ৷ আর এনিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একাধিক আবেদন জমা পড়েছে ৷ আবেদনকারীদের মধ্যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আলখ অলোক শ্রীবাস্তব ৷

তিনি তাঁর আবেদনে উল্লেখ করেছেন, "প্রকাশ্যে প্যালেস্তাইনপন্থী স্লোগান 'জয় প্যালেস্তাইন' উচ্চারণ করেছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ তাও আবার ভারতের সংসদ ভবনে ৷ ওয়াইসি এর মাধ্যমে বিদেশি দেশের প্রতি তাঁর গভীর আনুগত্য স্বীকার করেছেন ৷" তবে, 'জয় প্যালেস্তাইন' স্লোগানে বিতর্কের পরেও নিরুত্তাপ রয়েছেন পাঁচবারের সাংসদ ওয়াইসি ৷ তাঁর বিরুদ্ধে হওয়া সমালোচনাকে যেমন উপেক্ষা করছেন ৷ তেমনই ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও তিনি আপত্তি জানিয়েছেন ৷ এনিয়ে ওয়াইসি বুধবার বলেন, "তাঁদের যা খুশি করার করুক ৷ আমিও অল্পবিস্তর সংবিধান জানি ৷"

মঙ্গলবার হায়দরাবাদের সাংসদ হিসেবে টানা পঞ্চমবার শপথবাক্য পাঠন করলেন আসাদউদ্দিন ওয়াইসি ৷ তিনি উর্দুতে তাঁর শপথবাক্য পাঠ করেন ৷ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনে শপথবাক্য পাঠের শেষে প্যালেস্তাইনের নামে জয়ধ্বনি দেন তিনি ৷ সংসদ ভবনে ওয়াইসির এই আচরণে বিতর্ক তৈরি হয়েছে ৷ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে শাসক জোটের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ সেই সময় চেয়ারে উপস্থিত প্রোটেম স্পিকারের উদ্দেশ্যে আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যকে অফিসিয়াল রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি তোলা হয় ৷

বিতর্ক ও সমালোচনার পালটা এআইএমআইএম সুপ্রিমো নিজের মন্তব্যে অনড় রয়েছেন ৷ বরং তিনি বলেছেন, "এই ধরনের ফাঁকা আওয়াজ ও হুমকি আমার উপর কাজ করবে না ৷" এআইএমআইএম নেতা শপথ গ্রহণের সময় অন্যান্য সাংসদদের বক্তব্যের বৈচিত্র্য তুলে ধরেছেন ৷ আর তার প্রেক্ষিতে নিজের অবস্থানকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন ৷ এমনকী নিজের যুক্তিকে শক্তিশালী করতে, প্যালেস্তাইন সম্পর্কে মহাত্মা গান্ধির ভাবনাচিন্তা পড়ে দেখতে বলেন ওয়াইসি ৷

নয়াদিল্লি, 26 জুন: লোকসভায় মঙ্গলবার শপথ নেওয়ার শেষে 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়েছিলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ যে বিতর্কে এবার তাঁর সাংসদপদ খারিজের দাবি উঠল ৷ আর এনিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একাধিক আবেদন জমা পড়েছে ৷ আবেদনকারীদের মধ্যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আলখ অলোক শ্রীবাস্তব ৷

তিনি তাঁর আবেদনে উল্লেখ করেছেন, "প্রকাশ্যে প্যালেস্তাইনপন্থী স্লোগান 'জয় প্যালেস্তাইন' উচ্চারণ করেছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ তাও আবার ভারতের সংসদ ভবনে ৷ ওয়াইসি এর মাধ্যমে বিদেশি দেশের প্রতি তাঁর গভীর আনুগত্য স্বীকার করেছেন ৷" তবে, 'জয় প্যালেস্তাইন' স্লোগানে বিতর্কের পরেও নিরুত্তাপ রয়েছেন পাঁচবারের সাংসদ ওয়াইসি ৷ তাঁর বিরুদ্ধে হওয়া সমালোচনাকে যেমন উপেক্ষা করছেন ৷ তেমনই ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও তিনি আপত্তি জানিয়েছেন ৷ এনিয়ে ওয়াইসি বুধবার বলেন, "তাঁদের যা খুশি করার করুক ৷ আমিও অল্পবিস্তর সংবিধান জানি ৷"

মঙ্গলবার হায়দরাবাদের সাংসদ হিসেবে টানা পঞ্চমবার শপথবাক্য পাঠন করলেন আসাদউদ্দিন ওয়াইসি ৷ তিনি উর্দুতে তাঁর শপথবাক্য পাঠ করেন ৷ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনে শপথবাক্য পাঠের শেষে প্যালেস্তাইনের নামে জয়ধ্বনি দেন তিনি ৷ সংসদ ভবনে ওয়াইসির এই আচরণে বিতর্ক তৈরি হয়েছে ৷ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে শাসক জোটের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ সেই সময় চেয়ারে উপস্থিত প্রোটেম স্পিকারের উদ্দেশ্যে আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যকে অফিসিয়াল রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি তোলা হয় ৷

বিতর্ক ও সমালোচনার পালটা এআইএমআইএম সুপ্রিমো নিজের মন্তব্যে অনড় রয়েছেন ৷ বরং তিনি বলেছেন, "এই ধরনের ফাঁকা আওয়াজ ও হুমকি আমার উপর কাজ করবে না ৷" এআইএমআইএম নেতা শপথ গ্রহণের সময় অন্যান্য সাংসদদের বক্তব্যের বৈচিত্র্য তুলে ধরেছেন ৷ আর তার প্রেক্ষিতে নিজের অবস্থানকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন ৷ এমনকী নিজের যুক্তিকে শক্তিশালী করতে, প্যালেস্তাইন সম্পর্কে মহাত্মা গান্ধির ভাবনাচিন্তা পড়ে দেখতে বলেন ওয়াইসি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.