ETV Bharat / bharat

দিল্লি সরকারের বড় ঘোষণা, আইনের আওতায় আনা হবে কোচিং ইনস্টিটিউটগুলি - DELHI COACHING CENTRE CONTROVERSY - DELHI COACHING CENTRE CONTROVERSY

Delhi Coaching Centre Tragedy: চার দিন আগে দিল্লির কোচিং সেন্টারে মার্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে ৷ এরপরেই কোচিং ইনস্টিটিউটগুলোকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার । বুধবার সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন মন্ত্রী অতীশি ৷

Delhi Coaching Incident
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অতীশি ও মেয়র শৈলী ওবেরয় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 3:50 PM IST

Updated : Jul 31, 2024, 5:12 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: দুর্ঘটনার পর কোচিং সেন্টারগুলি নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল দিল্লি সরকার ৷ রাজধানীর কোচিং ইনস্টিটিউটগুলিকে নিয়ন্ত্রণ করতে এবার আইনের আওতায় আনা হবে ৷ সাংবাদিক সম্মেলন করে বুধবার এই খবর জানালেন শিক্ষা মন্ত্রী অতীশি ও মেয়র শৈলী ওবেরয় ৷

মন্ত্রী অতীশি বলেছেন, "দিল্লির কোচিং ইনস্টিটিউটগুলিকে স্কুলের মতো আইনের আওতায় আনা হবে ৷ কোচিং ইনস্টিটিউট রেগুলেশন অ্যাক্ট আনবে দিল্লি সরকার । সমস্ত কোচিং ইনস্টিটিউটের জন্য পরিকাঠামো, শিক্ষকদের যোগ্যতা, ফি নির্ধারণ-সহ বিভিন্ন নিয়ন্ত্রণের আওতায় আনা হবে ৷ কোচিং সেন্টারগুলিতে নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখা হবে ৷ এই আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে ৷ কমিটিতে থাকবেন দিল্লি সরকার, দমকল, এমসিডির আধিকারিক এবং পড়ুয়ারাও ৷ এই আইন প্রণয়নে জনগণের মতামতও নেওয়া হবে ৷ Coaching.law.feedback@gmail.com ই-মেইল আইডিতে সাধারণ মানুষ তাঁদের মতামত জানাতে পারেন ।"

অতীশি আরও বলেন, "পুরনো রাজেন্দ্র নগর কোচিং সেন্টারে দুর্ঘটনার পরে ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই তদন্তে এখনও পর্যন্ত দু'টি তথ্য প্রকাশ্যে এসেছে ৷ তা হল, ড্রেন দখল করে রাজেন্দ্র নগর এলাকায় কোচিং সেন্টারগুলি চলছিল, যা এমসিডি ভেঙে দিয়েছে ৷ দ্বিতীয়টি হল, কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি চলছিল, কিন্তু বেসমেন্ট শুধুমাত্র পার্কিং বা স্টোরেজ হিসাবে ব্যবহার করা যেতে পারে ।"

আগামী 6 দিনের মধ্যে কেচিং সেন্টারের ঘটনার তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে বলে জানিয়েছেন দিল্লি সরকারের মন্ত্রী ৷ এই ঘটনায় অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে । ঘটনার পরে দিল্লির রাজেন্দ্র নগর, কীর্তি নগর, প্রীত বিহার এবং মুখার্জি নগর এবং অন্যান্য এলাকায় এখনও পর্যন্ত 30টি কোচিং বেসমেন্ট সিল করা হয়েছে । বেসমেন্টে চালু থাকা 200টি কোচিং সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।

মেয়র শেলি ওবেরয় বলেন, "আমরা শিক্ষার্থীদের দাবি শুনব এবং তাঁদের সঙ্গে বৈঠক করব ৷ এরপর আমরা দিল্লি বিধানসভায় আইন পাশ করাব । কোচিং সেন্টার সিল করার প্রক্রিয়া আগামী বছরগুলিতেও অব্যাহত থাকবে । কোনও ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না ।"

নয়াদিল্লি, 31 জুলাই: দুর্ঘটনার পর কোচিং সেন্টারগুলি নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল দিল্লি সরকার ৷ রাজধানীর কোচিং ইনস্টিটিউটগুলিকে নিয়ন্ত্রণ করতে এবার আইনের আওতায় আনা হবে ৷ সাংবাদিক সম্মেলন করে বুধবার এই খবর জানালেন শিক্ষা মন্ত্রী অতীশি ও মেয়র শৈলী ওবেরয় ৷

মন্ত্রী অতীশি বলেছেন, "দিল্লির কোচিং ইনস্টিটিউটগুলিকে স্কুলের মতো আইনের আওতায় আনা হবে ৷ কোচিং ইনস্টিটিউট রেগুলেশন অ্যাক্ট আনবে দিল্লি সরকার । সমস্ত কোচিং ইনস্টিটিউটের জন্য পরিকাঠামো, শিক্ষকদের যোগ্যতা, ফি নির্ধারণ-সহ বিভিন্ন নিয়ন্ত্রণের আওতায় আনা হবে ৷ কোচিং সেন্টারগুলিতে নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখা হবে ৷ এই আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হবে ৷ কমিটিতে থাকবেন দিল্লি সরকার, দমকল, এমসিডির আধিকারিক এবং পড়ুয়ারাও ৷ এই আইন প্রণয়নে জনগণের মতামতও নেওয়া হবে ৷ Coaching.law.feedback@gmail.com ই-মেইল আইডিতে সাধারণ মানুষ তাঁদের মতামত জানাতে পারেন ।"

অতীশি আরও বলেন, "পুরনো রাজেন্দ্র নগর কোচিং সেন্টারে দুর্ঘটনার পরে ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই তদন্তে এখনও পর্যন্ত দু'টি তথ্য প্রকাশ্যে এসেছে ৷ তা হল, ড্রেন দখল করে রাজেন্দ্র নগর এলাকায় কোচিং সেন্টারগুলি চলছিল, যা এমসিডি ভেঙে দিয়েছে ৷ দ্বিতীয়টি হল, কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি চলছিল, কিন্তু বেসমেন্ট শুধুমাত্র পার্কিং বা স্টোরেজ হিসাবে ব্যবহার করা যেতে পারে ।"

আগামী 6 দিনের মধ্যে কেচিং সেন্টারের ঘটনার তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে বলে জানিয়েছেন দিল্লি সরকারের মন্ত্রী ৷ এই ঘটনায় অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে । ঘটনার পরে দিল্লির রাজেন্দ্র নগর, কীর্তি নগর, প্রীত বিহার এবং মুখার্জি নগর এবং অন্যান্য এলাকায় এখনও পর্যন্ত 30টি কোচিং বেসমেন্ট সিল করা হয়েছে । বেসমেন্টে চালু থাকা 200টি কোচিং সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।

মেয়র শেলি ওবেরয় বলেন, "আমরা শিক্ষার্থীদের দাবি শুনব এবং তাঁদের সঙ্গে বৈঠক করব ৷ এরপর আমরা দিল্লি বিধানসভায় আইন পাশ করাব । কোচিং সেন্টার সিল করার প্রক্রিয়া আগামী বছরগুলিতেও অব্যাহত থাকবে । কোনও ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না ।"

Last Updated : Jul 31, 2024, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.