ETV Bharat / bharat

হাতির 'মৃত্যুমিছিল' ! জরুরি বৈঠকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী; উঠছে সিবিআই তদন্তের দাবি - ELEPHANTS DEATH AT BTR

তিনদিনে 10টি হাতির মৃত্যু ৷ বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের ঘটনায় বন দফতরের আধিকারিকদের সঙ্গে জরুর বৈঠক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ।

Bandhavgarh Tiger Reserve Elephant Death
হাতিদের মৃত্যুমিছিল (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Nov 2, 2024, 9:29 AM IST

ভোপাল, 2 নভেম্বর: ক্রমশ বাড়ছে হাতি মৃত্যুর সংখ্যা ৷ সম্প্রতি বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে (Bandhavgarh Tiger Reserve) বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছে ৷ তারপরেই শুক্রবার ভোপালে জরুরি বৈঠক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতির মৃত্যুর সংখ্যা বেড়ে 10 হয়ে গিয়েছে ৷

বুধবার সন্ধ্যায় বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের ডেপুটি ডিরেক্টর পিকে ভার্মা জানিয়েছেন, একটি হাতির চিকিৎসা চলছে ৷ মঙ্গলবার বান্ধবগড়ে 13টি হাতির পাল থেকে 4টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ আরও চারটি হাতি স্বাভাবিক চলাফেরার সময়েই অসুস্থ হয়ে পড়ে, তারপর সেগুলিকে উদ্ধার করা হয় ।

Bandhavgarh Tiger Reserve Elephant Death
জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী (ANI)

খবর পেয়ে বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করেন যে, এটি 13টি হাতির একটি পাল । তাদের মধ্যে দু’টি স্বাভাবিক ও সুস্থ ৷ বাকি অসুস্থ হাতিগুলির চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ওই বন আধিকারিক । তিনি আরও জানান, চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে আরও তিনটি হাতি মারা যায় ৷ বুধবার আরও একটি হাতির মৃত্যু হয় ৷ ফলে মৃত হাতির সংখ্যা বেড়ে হয়েছে 10টি ।

মধ্যপ্রদেশ বন বিভাগ তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, ‘‘বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতির মৃত্যুর ঘটনার সর্বশেষ আপডেট । মোট আটটি হাতি মারা গিয়েছে ৷ একটি এখনও চিকিৎসাধীন ৷ দু’টি হাতি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ৷ বাকি দু’টি সুস্থ ও স্বাভাবিক রয়েছে ।’’ হাতিগুলি পাওয়া গিয়েছে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতৌলির সালখানিয়া বিটে এবং পাটৌর কোর রেঞ্জে । এখনও পর্যন্ত যে 10টি হাতির মৃত্যু হয়েছে সেগুলি প্রত্যেকটিই স্ত্রী হাতি ।

একসঙ্গে এতগুলি হাতির আকস্মিক মৃত্যুতে কপালে ভাঁজ পড়েছে বন আধিকারিকদের ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোডো বাজরা খাওয়ার পর সেগুলির বিষ হাতিগুলির শরীরে প্রবেশ করেছে ৷ সেই কারণেই এতগুলি হাতি মারা গিয়েছে ।’’ অন্যদিকে, হাতির মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বন্যপ্রাণী কর্মীরা ।

শুক্রবার বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের অতিরিক্ত প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী) ও হাতি মৃত্যুর তদন্তের জন্য রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের কমিটির প্রধান এল কৃষ্ণমূর্তি সংবাদসংস্থা পিটিআই’কে বলেন, ‘‘আমরা সংগ্রহ করা সমস্ত নমুনা এবং ভিসেরা, লিভার, কিডনি ইত্যাদির মতো অঙ্গগুলিও ফরেনসিকে পাঠাচ্ছি । উত্তরপ্রদেশের বরেলির ইজাতনগরের আইভিআরআই এবং সাগরের এমপি ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হচ্ছে ।’’

তিনি জানিয়েছেন, সিট এবং স্পেশাল টাস্ক ফোর্স ঘটনার তদন্ত করছে । পাশাপাশি কৃষ্ণমূর্তির নেতৃত্বাধীন প্যানেল 10 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে । মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকের বিষয়ে এক বন আধিকারিক পিটিআই’কে বলেন, ‘‘সরকার বন প্রতিমন্ত্রী দিলীপ আহিরওয়ার, অতিরিক্ত মুখ্য সচিব (বন) অশোক বার্নওয়াল এবং রাজ্যের বন বাহিনীর প্রধান (এইচওএফএফ) অসীম শ্রীবাস্তবকে উমারিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । হাতির মৃত্যুর ঘটনায় তদন্ত করে 24 ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিতে হবে ।’’

(ANI ও PTI)

আরও পড়ুন

ভোপাল, 2 নভেম্বর: ক্রমশ বাড়ছে হাতি মৃত্যুর সংখ্যা ৷ সম্প্রতি বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে (Bandhavgarh Tiger Reserve) বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছে ৷ তারপরেই শুক্রবার ভোপালে জরুরি বৈঠক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতির মৃত্যুর সংখ্যা বেড়ে 10 হয়ে গিয়েছে ৷

বুধবার সন্ধ্যায় বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের ডেপুটি ডিরেক্টর পিকে ভার্মা জানিয়েছেন, একটি হাতির চিকিৎসা চলছে ৷ মঙ্গলবার বান্ধবগড়ে 13টি হাতির পাল থেকে 4টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ আরও চারটি হাতি স্বাভাবিক চলাফেরার সময়েই অসুস্থ হয়ে পড়ে, তারপর সেগুলিকে উদ্ধার করা হয় ।

Bandhavgarh Tiger Reserve Elephant Death
জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী (ANI)

খবর পেয়ে বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করেন যে, এটি 13টি হাতির একটি পাল । তাদের মধ্যে দু’টি স্বাভাবিক ও সুস্থ ৷ বাকি অসুস্থ হাতিগুলির চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ওই বন আধিকারিক । তিনি আরও জানান, চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে আরও তিনটি হাতি মারা যায় ৷ বুধবার আরও একটি হাতির মৃত্যু হয় ৷ ফলে মৃত হাতির সংখ্যা বেড়ে হয়েছে 10টি ।

মধ্যপ্রদেশ বন বিভাগ তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, ‘‘বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতির মৃত্যুর ঘটনার সর্বশেষ আপডেট । মোট আটটি হাতি মারা গিয়েছে ৷ একটি এখনও চিকিৎসাধীন ৷ দু’টি হাতি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ৷ বাকি দু’টি সুস্থ ও স্বাভাবিক রয়েছে ।’’ হাতিগুলি পাওয়া গিয়েছে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের খিতৌলির সালখানিয়া বিটে এবং পাটৌর কোর রেঞ্জে । এখনও পর্যন্ত যে 10টি হাতির মৃত্যু হয়েছে সেগুলি প্রত্যেকটিই স্ত্রী হাতি ।

একসঙ্গে এতগুলি হাতির আকস্মিক মৃত্যুতে কপালে ভাঁজ পড়েছে বন আধিকারিকদের ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোডো বাজরা খাওয়ার পর সেগুলির বিষ হাতিগুলির শরীরে প্রবেশ করেছে ৷ সেই কারণেই এতগুলি হাতি মারা গিয়েছে ।’’ অন্যদিকে, হাতির মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বন্যপ্রাণী কর্মীরা ।

শুক্রবার বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যের অতিরিক্ত প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী) ও হাতি মৃত্যুর তদন্তের জন্য রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের কমিটির প্রধান এল কৃষ্ণমূর্তি সংবাদসংস্থা পিটিআই’কে বলেন, ‘‘আমরা সংগ্রহ করা সমস্ত নমুনা এবং ভিসেরা, লিভার, কিডনি ইত্যাদির মতো অঙ্গগুলিও ফরেনসিকে পাঠাচ্ছি । উত্তরপ্রদেশের বরেলির ইজাতনগরের আইভিআরআই এবং সাগরের এমপি ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হচ্ছে ।’’

তিনি জানিয়েছেন, সিট এবং স্পেশাল টাস্ক ফোর্স ঘটনার তদন্ত করছে । পাশাপাশি কৃষ্ণমূর্তির নেতৃত্বাধীন প্যানেল 10 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে । মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকের বিষয়ে এক বন আধিকারিক পিটিআই’কে বলেন, ‘‘সরকার বন প্রতিমন্ত্রী দিলীপ আহিরওয়ার, অতিরিক্ত মুখ্য সচিব (বন) অশোক বার্নওয়াল এবং রাজ্যের বন বাহিনীর প্রধান (এইচওএফএফ) অসীম শ্রীবাস্তবকে উমারিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । হাতির মৃত্যুর ঘটনায় তদন্ত করে 24 ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিতে হবে ।’’

(ANI ও PTI)

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.