ভোপাল, 27 জুন: স্কুলে পাঠ্য বইয়ের বিষয় হবে জরুরি অবস্থা ৷ স্কুল পড়ুয়াদের পড়ানো হবে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা কী এবং কেন তা আরোপ করা হয়েছিল ? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বৃহস্পতিবার এই বড় ঘোষণা করেন ৷
এদিন লোকতন্ত্র সেনানীর প্রাদেশিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের স্কুলগুলিতে জরুরি অবস্থা পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী যাদবের বাসভবনে এই অনুষ্ঠান হয় ৷ সেখানে তিনি বলেন, "জরুরি অবস্থার সময় কংগ্রেস যে ধরনের ব্যবহার করেছে, তা পুরো বিশ্ব জানে ৷ ইন্দিরা গান্ধির আচরণ কেমন ছিল, তা দুনিয়া জানে ৷" এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতির উদাহরণ টানেন ৷ তিনি জানান, ভারত ও পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছিল ৷ কিন্তু এখন পাকিস্তানের অবস্থা খুবই খারাপ ৷ 'ইন্ডিয়া' শিবিরকে কড়া আক্রমণ করে মোহন যাদব বলেন, "আজ এই ইন্ডিয়া জোট গণতন্ত্র নিয়ে নাটক করছে ৷ এটা শুধু স্বার্থের কারণে বন্ধুত্ব ৷"
এদিকে বুধের পর বৃহস্পতিবারে সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় জরুরি অবস্থার কড়া নিন্দা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ অন্যদিকে এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন ৷ তিনি অধ্যক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন, জরুরি অবস্থার বিষয়টি রাজনৈতিক ৷ অধ্যক্ষ তাঁর আসনে বসে এই রাজনৈতিক বিষয়টির উল্লেখ না-করলেই পারতেন ৷ কংগ্রেসের তরফে সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালও এই মর্মে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ৷
লোকতন্ত্র সেনানীদের বহু দাবিদাওয়া মেনে নেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ বিভিন্ন ক্ষেত্রে লোকতন্ত্র সেনানীরা বিশেষ সুযোগ পাবেন বলেও আশ্বাস দেন তিনি ৷ রাজ্যের বিভিন্ন সার্কিট হাউসে 3 দিন 50 শতাংশ ছাড়ে থাকতে পারবেন লোকতন্ত্র সেনানী সদস্যরা ৷ তাঁদের তাম্রপত্র সম্মান প্রদান করা হবে ৷ আয়ুষ্মান কার্ডে দ্রুত চিকিৎসা, অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন লোকতন্ত্র সেনানীরা ৷