নয়াদিল্লি, 17 অক্টোবর: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না ৷ 11 নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তিনি বিচারপতি সঞ্জীব খান্নাকে তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন ৷ সূত্রের খবর, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবিষয়টি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছেন ৷ সেখানে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন ৷ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন 2016 সালের 13 মে ৷
বিচারপতি সঞ্জীব খান্না
নির্বাচনী বন্ড, 370 ধারার বিলোপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলির নিষ্পত্তিতে অন্যতম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না ৷ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বয়সের দিক দিয়ে দ্বিতীয় প্রবীণ বিচারপতি হলেন সঞ্জীব খান্না ৷ সাধারণত দেশের কোনও একটি হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার পর তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতি হন ৷ পরবর্তীকালে বয়সের নিরিখে দেশের প্রধান বিচারপতি হওয়ার সুযোগ আসে ৷ বিচারপতি সঞ্জীব খান্না এক্ষেত্রে ব্যতিক্রম ৷ তিনি দীর্ঘ সময় দিল্লি হাইকোর্টে অতিরক্ত বিচারপতি এবং পরে বিচারপতি হলেও প্রধান বিচারপতি হননি ৷ কিন্তু সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন ৷ এবার তিনি দেশের প্রধান বিচারপতি হবেন ৷
আইনজীবী হিসেবে পথ চলা শুরু বিচারপতি সঞ্জীব খান্নার ৷ 1983 সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তিনি তাঁর নাম নথিভুক্ত করেন ৷ প্রথম দিকে তিনি তিস হাজারি কমপ্লেক্সে জেলা দায়রা আদালতে কাজ করতেন ৷ পরে দিল্লি হাইকোর্ট এবং ট্রাইবুনাল আদালতেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে শুরু করেন ৷ তিনি দীর্ঘ সময় আয়কর দফতরের আইনজীবী হয়ে মামলা লড়েছেন ৷
2004 সালে তিনি দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির আইনজীবী (সিভিল) নিযুক্ত হন ৷ 2005 সালে বিচারপতি সঞ্জীব খান্না দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন ৷ 2006 সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷
এর 13 বছর পর 2019 সালের 18 জানুয়ারি বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন ৷ 2023 সালের 17 জুন থেকে ওই বছরেরই 25 ডিসেম্বর তিনি সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন ৷ বর্তমানে বিচারপতি খান্না ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির এগজিকিউটিভ চেয়ারম্যান ৷ এছাড়া ভোপালের ন্য়াশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির গভর্নিং কাউন্সেল-এর সদস্য ৷