ধানবাদ, 27 ফেব্রুয়ারি: ধানবাদে আত্মঘাতী হলেন এক সিআইএসএফ জওয়ান । ধানবাদের বিসিসিএল সদর দফতরের কয়লা ভবনে নিযুক্ত ওই সিআইএসএফ জওয়ানের দেহ আজ সকালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৷ এই ঘটনার খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ওই জওয়ান কেন এমন ঘটনা ঘটালেন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, মৃত সিআইএসএফ জওয়ানের নাম ডিকে সরকার ৷ তিনি ফারাক্কার বাসিন্দা । এই ঘটনার সময় তাঁর বাড়িতে কেউ ছিল না । ওই জওয়ানের স্ত্রী তাঁদের সন্তানকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন ৷ তিনি বাড়ি ফেরার পর তাঁর স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান । সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেন জওয়ানের স্ত্রী ৷ পুলিশকেও খবর দেওয়া হয় ।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ-এর একাধিক আধিকারিক-সহ পুলিশের দল । এই ঘটনার বিষয়ে সরাইধেলার এএসআই অর্জুন মাঞ্জি জানান, পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
সরাইধেলা থানা এলাকার নুতনডিহের কৃষ্ণনগরে হরি ওম সিনহা ভিলায় ভাড়া নিয়ে সপরিবারে থাকতেন ওই সিআইএসএফ জওয়ান । গত কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে । তিনি আত্মঘাতী হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান ৷ এই ঘটনায় সিআইএসএফ ক্যাম্পাসে মৃত জওয়ানের সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে । সিআইএসএফ অফিসাররা মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ৷
আরও পড়ুন: