পালামৌ(ঝাড়খণ্ড), 4 মার্চ: ফের গণধর্ষণ ঝাড়খণ্ডে ৷ দুমকার পর এবার ঘটনাস্থল পালামৌ ৷ ছত্তিশগড়ের এক অর্কেস্ট্রা শিল্পীকে মাদক খাইয়ে অচেতন করে ঝাড়খণ্ডে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে । বাকি দুই অভিযুক্ত পলাতক ৷ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা । সেখানে তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে ৷ ধৃতদের সোমবার আদালতে তোলা হবে ৷
জানা গিয়েছে, ছত্তিশগড়ের ওই অর্কেস্ট্রা শিল্পীকে পালামৌর বিশ্রামপুর থানা এলাকায় অনুষ্ঠান করার জন্য ডাকা হয়েছিল ৷ সেইমতো অনুষ্ঠানও করেন মহিলা অর্কেস্ট্রা শিল্পী ৷ এরপর অনুষ্ঠান থেকে ফেরার সময় তার সঙ্গে এই নৃশংস্ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, গাড়িতে উপস্থিত যুবকরা প্রথমে মহিলা শিল্পীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় এবং তিনি অচেতন হয়ে পড়লে সেই সুযোগ নিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় । গণধর্ষণের পর ওই শিল্পীকে রাস্তায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা বলেও অভিযোগ । পরে স্থানীয় লোকজন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করে এবং পুলিশকে খবর দেওয়া হয় ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার জ্ঞান ফেরার পর পুরো ঘটনা প্রকাশ্যে আসে এবং তিনি পুরো ঘটনাটি পুলিশকে জানায় । সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে বিশ্রামপুর থানার পুলিশ ৷ বিশ্রামপুর থানার পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে ।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে এক স্প্যানিশ পর্যটককে গণধর্ষণের অভিযোগ ওঠে ঝাড়খণ্ডের দুমকা জেলার হাঁসডিহা থানা এলাকায় ৷ স্প্যানিশ দম্পতি একটি অস্থায়ী ক্যাম্পে ছিলেন ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় 7-8 জন যুবক তাঁদের তাঁবুতে হামলা চালায় ৷ নির্যাতিতার সঙ্গী দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছিল ৷ জানা গিয়েছিল, ওই বিদেশি দম্পতি বাংলাদেশ থেকে বাইকে করে ভারতে এসেছিলেন ৷ দুমকায় ঘুরে তাঁদের বিহার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল ৷
আরও পড়ুন: