ETV Bharat / bharat

কেন্দ্রে পরীক্ষার্থী একজনই, 7 শিক্ষক-অশিক্ষক কর্মচারী দিয়ে পরীক্ষার ব্যবস্থা করল বোর্ড

Examination Center For One Student in Kawardha: ছত্তিশগড়ে শুরু হয়েছে বোর্ডের পরীক্ষা ৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কমপক্ষে প্রতিটি শ্রেণিতে প্রায় 30 থেকে 40 জন শিক্ষার্থী উপস্থিত থাকেন। কাওয়ার্ধা জেলায় একটি পরীক্ষা কেন্দ্র রয়েছেন একজন মাত্র পরীক্ষার্থী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 11:01 PM IST

Examination Center For One Student in Kawardha
পীরক্ষা দিচ্ছেন একজন মাত্র পরীক্ষার্থী

কাওয়ার্ধা (ছত্তিশগড়), 15 মার্চ: চলতি মাসেই শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে ৷ পরীক্ষার্থীর সংখ্যাও প্রচুর ৷ আর পাঁচটা সাধারণ সেন্টারের মতো অন্যান্য পরীক্ষাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভীড় ৷ এই এলাকারই একটি পরীক্ষাকেন্দ্র সরস্বতী শিশু মন্দির ৷ এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্য়া একজন ৷ তাঁর জন্য বিশেষভাবে ব্য়বস্থা করেছে বোর্ড ৷ 23 মার্চ শেষ হবে এই পরীক্ষা ৷

স্থানীয় কাওয়ার্ধা জেলার পাণ্ডারিয়া ব্লক সদরে অবস্থিত সরস্বতী শিশু মন্দির স্কুল ৷ এই স্কুলে সিট পড়েছে অ্যাম্বিশন প্রাইভেট স্কুলের এক ছাত্রীর ৷ এই পড়ুয়া এই বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৷ একজন পড়ুয়া হলেও সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা দিচ্ছেন ৷ এই পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সহকারী কেন্দ্র ইনচার্জ, পিয়ন, নিরাপত্তাকর্মী-সহ 7 জন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে ।

এই প্রসঙ্গেই ব্লক শিক্ষা আধিকারিক জেপি বন্দ্যোপাধ্যায় বলেন, "1 মার্চ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে ৷ অ্যাম্বিশন প্রাইভেট স্কুলের বিজ্ঞান বিভাগে একজন ছাত্রী আছে ৷ তারই পরীক্ষার সিট পড়েছে পাণ্ডারিয়া ব্লকের সরস্বতী শিশু মন্দিরে ৷ পরীক্ষা ভালোভাবে চলছে ৷" প্রসঙ্গত, এই বছর ছত্তিশগড় বোর্ড শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে ৷ যার প্রধান উদ্দেশ্য হল অভিভাবক ও পড়ুয়াদের পরীক্ষার চাপ মুক্ত রাখা ৷ বোর্ডের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 18002334363 চালু করা হয়েছে ৷ রবিবার এবং ছুটির দিন ছাড়া সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কথা বলা যাবে ।

প্রশাসনিক তৎপরতার এরকম নজির অবশ্য আগেও আছে ৷ এইরকমই একটি ঘটনা ঘটেছিল 2019 এর লোকসভা নির্বাচনের সময় ৷ হিমাচল প্রদেশের একটি গ্রামে একজনই ভোটার ছিলেন ৷ তাঁর জন্যও ভোট কর্মীদের পাঠানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে ৷ হেলিকপ্টারে করে ভোট কর্মীদের পাঠিয়ে ভোট গ্রহণ করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য 1 হাজার শয্যার হোস্টেল তৈরি, বড় ঘোষণা স্মৃতির
  2. ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার কেন্দ্রীয় জিএসটি সহকারী কমিশনার-সহ 2 আধিকারিক
  3. নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, তদন্তে সিআইডি

কাওয়ার্ধা (ছত্তিশগড়), 15 মার্চ: চলতি মাসেই শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে ৷ পরীক্ষার্থীর সংখ্যাও প্রচুর ৷ আর পাঁচটা সাধারণ সেন্টারের মতো অন্যান্য পরীক্ষাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভীড় ৷ এই এলাকারই একটি পরীক্ষাকেন্দ্র সরস্বতী শিশু মন্দির ৷ এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্য়া একজন ৷ তাঁর জন্য বিশেষভাবে ব্য়বস্থা করেছে বোর্ড ৷ 23 মার্চ শেষ হবে এই পরীক্ষা ৷

স্থানীয় কাওয়ার্ধা জেলার পাণ্ডারিয়া ব্লক সদরে অবস্থিত সরস্বতী শিশু মন্দির স্কুল ৷ এই স্কুলে সিট পড়েছে অ্যাম্বিশন প্রাইভেট স্কুলের এক ছাত্রীর ৷ এই পড়ুয়া এই বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৷ একজন পড়ুয়া হলেও সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা দিচ্ছেন ৷ এই পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সহকারী কেন্দ্র ইনচার্জ, পিয়ন, নিরাপত্তাকর্মী-সহ 7 জন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে ।

এই প্রসঙ্গেই ব্লক শিক্ষা আধিকারিক জেপি বন্দ্যোপাধ্যায় বলেন, "1 মার্চ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে ৷ অ্যাম্বিশন প্রাইভেট স্কুলের বিজ্ঞান বিভাগে একজন ছাত্রী আছে ৷ তারই পরীক্ষার সিট পড়েছে পাণ্ডারিয়া ব্লকের সরস্বতী শিশু মন্দিরে ৷ পরীক্ষা ভালোভাবে চলছে ৷" প্রসঙ্গত, এই বছর ছত্তিশগড় বোর্ড শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে ৷ যার প্রধান উদ্দেশ্য হল অভিভাবক ও পড়ুয়াদের পরীক্ষার চাপ মুক্ত রাখা ৷ বোর্ডের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 18002334363 চালু করা হয়েছে ৷ রবিবার এবং ছুটির দিন ছাড়া সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কথা বলা যাবে ।

প্রশাসনিক তৎপরতার এরকম নজির অবশ্য আগেও আছে ৷ এইরকমই একটি ঘটনা ঘটেছিল 2019 এর লোকসভা নির্বাচনের সময় ৷ হিমাচল প্রদেশের একটি গ্রামে একজনই ভোটার ছিলেন ৷ তাঁর জন্যও ভোট কর্মীদের পাঠানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে ৷ হেলিকপ্টারে করে ভোট কর্মীদের পাঠিয়ে ভোট গ্রহণ করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য 1 হাজার শয্যার হোস্টেল তৈরি, বড় ঘোষণা স্মৃতির
  2. ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার কেন্দ্রীয় জিএসটি সহকারী কমিশনার-সহ 2 আধিকারিক
  3. নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, তদন্তে সিআইডি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.