ETV Bharat / bharat

সম্মান রক্ষার অজুহাতে যুবক খুন! চেন্নাইয়ে ঘটনায় যুবতীর ভাই-সহ গ্রেফতার 5 - Murder Case

Pallikaranai Honour Killing Case: শনিবার রাতে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবককে উদ্ধার করে চেন্নাইয়ের পাল্লিকরনাই থানার পুলিশ ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, এক যুবতীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ৷ অভিযোগ সেই যুবতীর দাদা এবং তাঁর বন্ধুরা মিলে শনিবার ওই যুবককে মেরে স্থানীয় একটি মদের দোকানের সামনে ফেলে চলে যায় ৷ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 9:49 PM IST

চেন্নাই, 25 ফেব্রুয়ারি: চেন্নাইয়ের পাল্লিকরনাই এলাকার একটি মদের দোকানের সামনে শনিবার রাতে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দিলে, যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, হাসপাতালেই প্রবীণ নামে 26 বছরের ওই যুবকের মৃত্যু হয় ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, এই যুবকের সঙ্গে শর্মিলা নামে স্থানীয় এক যুবতীর সম্পর্ক ছিল ৷ যুবতীর দাদা এবং তাঁর বন্ধুরা মিলে প্রবীণকে শনিবার রাতে খুন করেছেন বলে অভিযোগ ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক অনার কিলিংয়ের শিকার ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে শর্মিলার সঙ্গে 4 মাস আগে ওই যুবকের পরিচয় হয় ৷ তারপর থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ কিন্তু, প্রবীণ এবং শর্মিলা অন্য সম্প্রদায়ের হওয়ায় পরিবারের তরফে তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি ৷ ফলে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ৷ বিষয়টি জানতে পেরে যুবতীর পরিবার তাঁকে জোর করে বাড়ি ফিরিয়ে আনে । তাঁর ইচ্ছের বিরুদ্ধে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় ৷

কিন্তু, এই ঘটনার পরেও শর্মিলার দাদা দীনেশ প্রবীণের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ ৷ এরপরেই দীনেশ এবং তাঁর বন্ধুরা শনিবার রাতে প্রবীণের উপর হামলা চালান ৷ তাঁর মাথায় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল ৷ রক্তাক্ত অবস্থায় প্রবীণকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা ৷ এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে মৃত্যু হয় যুবকের ৷

এই ঘটনা রবিবার মামবাক্কাম পুলিশ স্পেশাল ইউনিট দীনেশ (23), বিষ্ণুরাজ (25), শ্রীপান কুমার (24), জ্যোতিলিঙ্গম (25) এবং শ্রীরাম (18) নামে পাঁচ যুবককে গ্রেফতার করেছে প্রবীণের খুনের অভিযোগে ৷ জিজ্ঞাসাবাদে শর্মিলার দাদা দীনেশ খুনের কথা পুলিশের সামনে স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, 24 ফেব্রুয়ারি রাতে তাঁরা প্রবীণকে একটি বারে ডেকে পাঠিয়েছিলেন ৷ সেখানেই তাঁকে মারধর করা হয় ৷ এরপর ওই মদের দোকানের সামনে তাঁকে মেরে ফেলে দেওয়া হয় ৷ পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. কোন্নগরে নাবালক খুনে কারণ কি শুধুই সমকামিতা, নাকি অন্য স্বার্থ ! কী মত মনোবিদের ?
  2. প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা, বাড়ির মেঝেতেই দেহ পুঁতে দিল স্ত্রী !
  3. একহাতে কাটা মুন্ডু, অন্য হাতে অস্ত্র ! স্ত্রী'কে খুনের পর পুলিশের জন্য অপেক্ষা ব্যক্তির

চেন্নাই, 25 ফেব্রুয়ারি: চেন্নাইয়ের পাল্লিকরনাই এলাকার একটি মদের দোকানের সামনে শনিবার রাতে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দিলে, যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, হাসপাতালেই প্রবীণ নামে 26 বছরের ওই যুবকের মৃত্যু হয় ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, এই যুবকের সঙ্গে শর্মিলা নামে স্থানীয় এক যুবতীর সম্পর্ক ছিল ৷ যুবতীর দাদা এবং তাঁর বন্ধুরা মিলে প্রবীণকে শনিবার রাতে খুন করেছেন বলে অভিযোগ ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক অনার কিলিংয়ের শিকার ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে শর্মিলার সঙ্গে 4 মাস আগে ওই যুবকের পরিচয় হয় ৷ তারপর থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ কিন্তু, প্রবীণ এবং শর্মিলা অন্য সম্প্রদায়ের হওয়ায় পরিবারের তরফে তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি ৷ ফলে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ৷ বিষয়টি জানতে পেরে যুবতীর পরিবার তাঁকে জোর করে বাড়ি ফিরিয়ে আনে । তাঁর ইচ্ছের বিরুদ্ধে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় ৷

কিন্তু, এই ঘটনার পরেও শর্মিলার দাদা দীনেশ প্রবীণের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ ৷ এরপরেই দীনেশ এবং তাঁর বন্ধুরা শনিবার রাতে প্রবীণের উপর হামলা চালান ৷ তাঁর মাথায় ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল ৷ রক্তাক্ত অবস্থায় প্রবীণকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা ৷ এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে মৃত্যু হয় যুবকের ৷

এই ঘটনা রবিবার মামবাক্কাম পুলিশ স্পেশাল ইউনিট দীনেশ (23), বিষ্ণুরাজ (25), শ্রীপান কুমার (24), জ্যোতিলিঙ্গম (25) এবং শ্রীরাম (18) নামে পাঁচ যুবককে গ্রেফতার করেছে প্রবীণের খুনের অভিযোগে ৷ জিজ্ঞাসাবাদে শর্মিলার দাদা দীনেশ খুনের কথা পুলিশের সামনে স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, 24 ফেব্রুয়ারি রাতে তাঁরা প্রবীণকে একটি বারে ডেকে পাঠিয়েছিলেন ৷ সেখানেই তাঁকে মারধর করা হয় ৷ এরপর ওই মদের দোকানের সামনে তাঁকে মেরে ফেলে দেওয়া হয় ৷ পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. কোন্নগরে নাবালক খুনে কারণ কি শুধুই সমকামিতা, নাকি অন্য স্বার্থ ! কী মত মনোবিদের ?
  2. প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা, বাড়ির মেঝেতেই দেহ পুঁতে দিল স্ত্রী !
  3. একহাতে কাটা মুন্ডু, অন্য হাতে অস্ত্র ! স্ত্রী'কে খুনের পর পুলিশের জন্য অপেক্ষা ব্যক্তির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.