ETV Bharat / bharat

দোষীরা পার পাবে না, হাথরসকাণ্ডে প্রথম মুখ খুললেন ভোলে বাবা - Hathras Stampede - HATHRAS STAMPEDE

Hathras Stampede Incident: 'ভোলে বাবা' নামে পরিচিত স্ব-ঘোষিত গডম্যান সুরজ পাল সিং হাথরস পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সারাজীবন সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি ।

Hathras Stampede
হাথরসকাণ্ডে শোকপ্রকাশ ভোলে বাবা'র (ছবি সূত্র-এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 9:49 AM IST

Updated : Jul 6, 2024, 10:21 AM IST

ময়নপুরী (উত্তরপ্রদেশ), 6 জুলাই: ঘটনার পর কেটে গিটেছে চারদিন ৷ অবশেষে হাথরসে পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন স্বঘোষিত গডম্যান 'ভোলে বাবা' ৷ শনিবার এই ঘটনায় তাঁর নীরবতা ভেঙে শোকপ্রকাশ করেছেন তিনি ৷

এই সংক্রান্ত একটি ভিডিয়ো বিবৃতি প্রকাশ্যে এসেছে ৷ যেখানে সুরজ পাল সিং যিনি নারায়ণ সাকার হরি নামেও পরিচিত বলছেন, "2 জুলাইয়ের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । ঈশ্বর আমাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিক । দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখুন । যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের রেহাই দেওয়া হবে না বলে আমার বিশ্বাস । আমি আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে কমিটির সদস্যদের শোকাহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এবং তাদের সারাজীবন সাহায্য করার জন্য অনুরোধ করেছি ৷"

পুলিশের এফআইআর অনুসারে, মঙ্গলবার হাথরসের সৎসঙ্গ অনুষ্ঠানে মাত্র 80 হাজার জনের জমায়তের অনুমতি দেওয়া হয়েছিল ৷ সেই জায়গায় প্রায় 2 লক্ষ 50 হাজার লোক জড়ো হয়েছিল । এর ফলে সেখানে আসা ভক্তদের জন্য অনুষ্ঠানস্থলের জায়গা কম পড়ে যায় ৷ প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হতে থাকে ৷ তাতেই মৃত্যু হয় শতাধিক মানুষের ৷ সেই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু ৷ এ দিকে ঘটনার পর থেকে ভোলে বাবা খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

জানা গিয়েছে, 'ভোলে বাবা' মূলত কাসগঞ্জ জেলার পাটিয়ালির বাহাদুরনগরের বাসিন্দা ৷ সাধু হওয়ার আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন । পরে তিনি চাকরি ছেড়ে গল্পকার হয়ে ভক্তদের সেবা করতে থাকেন । স্ত্রীর সঙ্গে সৎসঙ্গ পরিচালনা করেন এবং পাতিয়ালি এলাকায় নারায়ণ সাকার হরি বাবা নামে পরিচিত । তাঁর সৎসঙ্গে হাজার হাজার মানুষ আসেন । মঙ্গলবার 'ভোলে বাবা'র সৎসঙ্গে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ তখন তাঁর ধর্মোপদেশ অনুষ্ঠান শেষ হচ্ছিল ।

এ দিকে হাথরসের ঘটনায় ইতিমধ্যে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে । শুক্রবার গভীর রাতে তাঁর গ্রেফতারির খবর সামনে আসে । হাথরসে সৎসঙ্গটির মুখ্য সেবাদার এই মধুকর । ঘটনার পর দায়ের হওয়া এফআইআরে তাঁকেই মূল অভিযুক্ত হিসেবে দেখিয়েছে পুলিশ । এবার তিনিও পুলিশের জালে । যদিও মধুকরের আইনজীবীর দাবি, গ্রেফতার নয়, তিনি আত্মসমর্পণ করেছেন ৷

ময়নপুরী (উত্তরপ্রদেশ), 6 জুলাই: ঘটনার পর কেটে গিটেছে চারদিন ৷ অবশেষে হাথরসে পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন স্বঘোষিত গডম্যান 'ভোলে বাবা' ৷ শনিবার এই ঘটনায় তাঁর নীরবতা ভেঙে শোকপ্রকাশ করেছেন তিনি ৷

এই সংক্রান্ত একটি ভিডিয়ো বিবৃতি প্রকাশ্যে এসেছে ৷ যেখানে সুরজ পাল সিং যিনি নারায়ণ সাকার হরি নামেও পরিচিত বলছেন, "2 জুলাইয়ের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । ঈশ্বর আমাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিক । দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখুন । যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের রেহাই দেওয়া হবে না বলে আমার বিশ্বাস । আমি আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে কমিটির সদস্যদের শোকাহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এবং তাদের সারাজীবন সাহায্য করার জন্য অনুরোধ করেছি ৷"

পুলিশের এফআইআর অনুসারে, মঙ্গলবার হাথরসের সৎসঙ্গ অনুষ্ঠানে মাত্র 80 হাজার জনের জমায়তের অনুমতি দেওয়া হয়েছিল ৷ সেই জায়গায় প্রায় 2 লক্ষ 50 হাজার লোক জড়ো হয়েছিল । এর ফলে সেখানে আসা ভক্তদের জন্য অনুষ্ঠানস্থলের জায়গা কম পড়ে যায় ৷ প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হতে থাকে ৷ তাতেই মৃত্যু হয় শতাধিক মানুষের ৷ সেই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু ৷ এ দিকে ঘটনার পর থেকে ভোলে বাবা খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷

জানা গিয়েছে, 'ভোলে বাবা' মূলত কাসগঞ্জ জেলার পাটিয়ালির বাহাদুরনগরের বাসিন্দা ৷ সাধু হওয়ার আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন । পরে তিনি চাকরি ছেড়ে গল্পকার হয়ে ভক্তদের সেবা করতে থাকেন । স্ত্রীর সঙ্গে সৎসঙ্গ পরিচালনা করেন এবং পাতিয়ালি এলাকায় নারায়ণ সাকার হরি বাবা নামে পরিচিত । তাঁর সৎসঙ্গে হাজার হাজার মানুষ আসেন । মঙ্গলবার 'ভোলে বাবা'র সৎসঙ্গে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ তখন তাঁর ধর্মোপদেশ অনুষ্ঠান শেষ হচ্ছিল ।

এ দিকে হাথরসের ঘটনায় ইতিমধ্যে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে । শুক্রবার গভীর রাতে তাঁর গ্রেফতারির খবর সামনে আসে । হাথরসে সৎসঙ্গটির মুখ্য সেবাদার এই মধুকর । ঘটনার পর দায়ের হওয়া এফআইআরে তাঁকেই মূল অভিযুক্ত হিসেবে দেখিয়েছে পুলিশ । এবার তিনিও পুলিশের জালে । যদিও মধুকরের আইনজীবীর দাবি, গ্রেফতার নয়, তিনি আত্মসমর্পণ করেছেন ৷

Last Updated : Jul 6, 2024, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.