ময়নপুরী (উত্তরপ্রদেশ), 6 জুলাই: ঘটনার পর কেটে গিটেছে চারদিন ৷ অবশেষে হাথরসে পদপিষ্টের ঘটনায় মুখ খুললেন স্বঘোষিত গডম্যান 'ভোলে বাবা' ৷ শনিবার এই ঘটনায় তাঁর নীরবতা ভেঙে শোকপ্রকাশ করেছেন তিনি ৷
এই সংক্রান্ত একটি ভিডিয়ো বিবৃতি প্রকাশ্যে এসেছে ৷ যেখানে সুরজ পাল সিং যিনি নারায়ণ সাকার হরি নামেও পরিচিত বলছেন, "2 জুলাইয়ের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত । ঈশ্বর আমাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিক । দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখুন । যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের রেহাই দেওয়া হবে না বলে আমার বিশ্বাস । আমি আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে কমিটির সদস্যদের শোকাহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এবং তাদের সারাজীবন সাহায্য করার জন্য অনুরোধ করেছি ৷"
#WATCH | Hathras Stampede Accident | Mainpuri, UP: In a video statement, Surajpal also known as 'Bhole Baba' says, " ... i am deeply saddened after the incident of july 2. may god give us the strength to bear this pain. please keep faith in the government and the administration. i… pic.twitter.com/7HSrK2WNEM
— ANI (@ANI) July 6, 2024
পুলিশের এফআইআর অনুসারে, মঙ্গলবার হাথরসের সৎসঙ্গ অনুষ্ঠানে মাত্র 80 হাজার জনের জমায়তের অনুমতি দেওয়া হয়েছিল ৷ সেই জায়গায় প্রায় 2 লক্ষ 50 হাজার লোক জড়ো হয়েছিল । এর ফলে সেখানে আসা ভক্তদের জন্য অনুষ্ঠানস্থলের জায়গা কম পড়ে যায় ৷ প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হতে থাকে ৷ তাতেই মৃত্যু হয় শতাধিক মানুষের ৷ সেই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু ৷ এ দিকে ঘটনার পর থেকে ভোলে বাবা খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷
জানা গিয়েছে, 'ভোলে বাবা' মূলত কাসগঞ্জ জেলার পাটিয়ালির বাহাদুরনগরের বাসিন্দা ৷ সাধু হওয়ার আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন । পরে তিনি চাকরি ছেড়ে গল্পকার হয়ে ভক্তদের সেবা করতে থাকেন । স্ত্রীর সঙ্গে সৎসঙ্গ পরিচালনা করেন এবং পাতিয়ালি এলাকায় নারায়ণ সাকার হরি বাবা নামে পরিচিত । তাঁর সৎসঙ্গে হাজার হাজার মানুষ আসেন । মঙ্গলবার 'ভোলে বাবা'র সৎসঙ্গে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ তখন তাঁর ধর্মোপদেশ অনুষ্ঠান শেষ হচ্ছিল ।
এ দিকে হাথরসের ঘটনায় ইতিমধ্যে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে । শুক্রবার গভীর রাতে তাঁর গ্রেফতারির খবর সামনে আসে । হাথরসে সৎসঙ্গটির মুখ্য সেবাদার এই মধুকর । ঘটনার পর দায়ের হওয়া এফআইআরে তাঁকেই মূল অভিযুক্ত হিসেবে দেখিয়েছে পুলিশ । এবার তিনিও পুলিশের জালে । যদিও মধুকরের আইনজীবীর দাবি, গ্রেফতার নয়, তিনি আত্মসমর্পণ করেছেন ৷