ETV Bharat / bharat

বিজেপি সরকারের ভূয়সী প্রশংসায় চন্দ্রবাবু, জোট-সমর্থন নিয়ে স্পষ্ট করলেন অবস্থান - Chandrababu Naidu

Chandrababu Naidu on NDA: অন্ধ্রপ্রদেশে 2024-এর বিধানসভা ও লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফল পেয়েছে তেলুগু দেশম পার্টি ৷ তাই নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া দিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু ৷ বিজেপিকে সমর্থন নিয়েও স্পষ্ট করলেন মতামত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 2:02 PM IST

Chandrababu Naidu with Narendra Modi
এনডিএ জোটকে সমর্থনের কথা জানালেন চন্দ্রবাবু নাইডু (ইটিভি ভারত)

বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ), 5 জুন: ফলাফল প্রকাশের পরদিনই কেন্দ্রে সরকার গঠনে নিজের দলের অবস্থান স্পষ্ট করলেন তেলুগু দেশম পার্টি তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সরাসরি জানিয়ে দিলেন এনডিএর সঙ্গে থাকছেন তিনি ৷ জোটের সঙ্গে বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাবেন ৷

এদিন সাংবাদিক সম্মেলনে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, "রাজনীতিতে কেউই স্থায়ী নয় ৷ দেশ, গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলি চিরন্তন ৷ রাজনৈতিক দলগুলি যদি সঠিকভাবে কাজ করে তাহলে জনগণ আবার তাদের সমর্থন করবে ৷" তবে এই বৈঠকে তিনি ওয়াইএসআরসিপি ও তার সুপ্রিমো জগনমোহন রেড্ডিকে কটাক্ষ করেছেন তিনি ৷

তবে লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়া নিয়ে চন্দ্রবাবুর বক্তব্য,"এমন ঐতিহাসিক নির্বাচন আগে দেখিনি ৷ প্রতিবেশী রাজ্যে কাজ করতে যাওয়া লোকজনও এসে ভোট দিয়েছেন ৷ এটি এমন একটি নির্বাচন যা তেলুগু দেশম পার্টির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার মতো ৷ 1983 সালে এনটিআর (এনটি রামা রাও) 200টি আসন জিতে দল গঠন করেছিলেন ৷ আজ আবারও অপ্রত্যাশিত ফলাফল সামনে এসেছে ৷ গণতন্ত্রে বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার হওয়া উচিত ৷"

অন্যদিকে, এনডিএ-র বিরাট জয়ের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর কথায়,"আমি মাথা নত করছি এবং মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় এই পাঁচ বছরের মতো সরকার কখনও দেখিনি ৷ আমরা দেখেছি কীভাবে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ জনগণের জয় হওয়া উচিত ৷ আমাদের লক্ষ্য রাষ্ট্রের পাশে দাঁড়ানো ৷"

তিনি জনসেনা প্রধান তথা অবিনেতা পবন কল্যাণকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে এবার জনসেনা ও বিজেপির সঙ্গে জোটে ছিল টিডিপি ৷ লোকসভা নির্বাচনে টিডিপি 16টি আসন জিতেছে ৷

বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ), 5 জুন: ফলাফল প্রকাশের পরদিনই কেন্দ্রে সরকার গঠনে নিজের দলের অবস্থান স্পষ্ট করলেন তেলুগু দেশম পার্টি তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সরাসরি জানিয়ে দিলেন এনডিএর সঙ্গে থাকছেন তিনি ৷ জোটের সঙ্গে বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাবেন ৷

এদিন সাংবাদিক সম্মেলনে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, "রাজনীতিতে কেউই স্থায়ী নয় ৷ দেশ, গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলি চিরন্তন ৷ রাজনৈতিক দলগুলি যদি সঠিকভাবে কাজ করে তাহলে জনগণ আবার তাদের সমর্থন করবে ৷" তবে এই বৈঠকে তিনি ওয়াইএসআরসিপি ও তার সুপ্রিমো জগনমোহন রেড্ডিকে কটাক্ষ করেছেন তিনি ৷

তবে লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়া নিয়ে চন্দ্রবাবুর বক্তব্য,"এমন ঐতিহাসিক নির্বাচন আগে দেখিনি ৷ প্রতিবেশী রাজ্যে কাজ করতে যাওয়া লোকজনও এসে ভোট দিয়েছেন ৷ এটি এমন একটি নির্বাচন যা তেলুগু দেশম পার্টির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার মতো ৷ 1983 সালে এনটিআর (এনটি রামা রাও) 200টি আসন জিতে দল গঠন করেছিলেন ৷ আজ আবারও অপ্রত্যাশিত ফলাফল সামনে এসেছে ৷ গণতন্ত্রে বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার হওয়া উচিত ৷"

অন্যদিকে, এনডিএ-র বিরাট জয়ের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর কথায়,"আমি মাথা নত করছি এবং মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ৷ আমার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় এই পাঁচ বছরের মতো সরকার কখনও দেখিনি ৷ আমরা দেখেছি কীভাবে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ জনগণের জয় হওয়া উচিত ৷ আমাদের লক্ষ্য রাষ্ট্রের পাশে দাঁড়ানো ৷"

তিনি জনসেনা প্রধান তথা অবিনেতা পবন কল্যাণকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ অন্ধ্রপ্রদেশ বিধানসভা ও লোকসভা নির্বাচনে এবার জনসেনা ও বিজেপির সঙ্গে জোটে ছিল টিডিপি ৷ লোকসভা নির্বাচনে টিডিপি 16টি আসন জিতেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.