ETV Bharat / bharat

জেসিবি চড়লেন চন্দ্রবাবু, বন্যা পরিস্থতি মোকাবিলায় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ - AP Flood Situation - AP FLOOD SITUATION

Chandrababu Naidu Visits flood affected areas of AP: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে প্রশসানের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রবাবু। তাঁর সাফ কথা, আগের সরকারের আমলে যেভাবে কাজ হয়েছে এখন আর তা করা যাবে না । নিজেদের কাজ না করলে প্রশাসনের আধিকারিকদের অপসারণ করা হতে পারে বলেও জানান তিনি।

Chandrababu Naidu Visits flood affected areas of AP
চন্দ্রবাবু নাইডু (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 8:07 PM IST

বিজওয়ারা, 2 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে আধিকারিকদের চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। লাগতার বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে । বিজওয়ারার অবস্থা সবচেয়ে খারাপ। আধিকারিকদের নিয়ে সোমবার পরিদর্শনে আসেন টিডিপি প্রধান । স্থানীয়দের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। জেসিবিতে চড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সে সময় বেশ কয়েকজন জানান, প্রশাসনের কর্তারা সাহায্য করছেন না ।

এমন অভিযোগ শুনেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। জানান, আগের সরকারের সময় যা যা হয়েছে এখন আর তা করা যাবে না। সাধারণ মানুষের সমস্যা বুঝে ব্যবস্থা না নিলে প্রশসানের আধিকারিকরা কোনওভাবেই রেহাই পারেন না। তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান চন্দ্রবাবু । একইসঙ্গে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। দ্রুত সমস্ত এলাকায় শুকনো খাবার থেকে শুরু করে অন্য সামগ্রী পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি ।রাজ্যের বন্যা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন । বিজওয়ারায় গিয়ে তাঁকে জেসিবিতে উঠতে দেখা যায় । বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন এভাবেই ।

অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না । হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, মধ্য বঙ্গোসাগরে আগামী দিন তিনেকের মধ্যে নয়া নিম্নচাপ তৈরি হবে । তার জেরে অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি হবে। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে তেলেঙ্গানার পরিস্থিতিও বেশ খারাপ । দুটি রাজ্যে এখনও পর্যন্ত অন্তত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন৷ বাস্তব পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ তা জানতে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীর্ঘ কথোপকথনে কেন্দ্রের তরফে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সমস্তরকম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন মোদি ৷

বিজওয়ারা, 2 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে আধিকারিকদের চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। লাগতার বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে । বিজওয়ারার অবস্থা সবচেয়ে খারাপ। আধিকারিকদের নিয়ে সোমবার পরিদর্শনে আসেন টিডিপি প্রধান । স্থানীয়দের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। জেসিবিতে চড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সে সময় বেশ কয়েকজন জানান, প্রশাসনের কর্তারা সাহায্য করছেন না ।

এমন অভিযোগ শুনেই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। জানান, আগের সরকারের সময় যা যা হয়েছে এখন আর তা করা যাবে না। সাধারণ মানুষের সমস্যা বুঝে ব্যবস্থা না নিলে প্রশসানের আধিকারিকরা কোনওভাবেই রেহাই পারেন না। তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান চন্দ্রবাবু । একইসঙ্গে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। দ্রুত সমস্ত এলাকায় শুকনো খাবার থেকে শুরু করে অন্য সামগ্রী পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি ।রাজ্যের বন্যা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন । বিজওয়ারায় গিয়ে তাঁকে জেসিবিতে উঠতে দেখা যায় । বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন এভাবেই ।

অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না । হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, মধ্য বঙ্গোসাগরে আগামী দিন তিনেকের মধ্যে নয়া নিম্নচাপ তৈরি হবে । তার জেরে অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি হবে। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে তেলেঙ্গানার পরিস্থিতিও বেশ খারাপ । দুটি রাজ্যে এখনও পর্যন্ত অন্তত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন৷ বাস্তব পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ তা জানতে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীর্ঘ কথোপকথনে কেন্দ্রের তরফে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সমস্তরকম পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.