ধানবাদ, 21 এপ্রিল: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জামাইবাবুর মর্মান্তিক পথ দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এল ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি সাদা গাড়ি, যেটি দ্রুত গতিতে এসে সোজা গিয়ে তিন ফুট উঁচু ডিভাইডারের ধাক্কা মারে । ডিভাইডার গাড়ির বনেট ভেঙে ড্রাইভিং সিট থেকে পিছনের সিটে ঢুকে যায় । এর ফলে গাড়ির বনেট টুকরো টুকরো হয়ে ছিঁটকে পড়ে ।
শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়ঘণ্ডের ধানবাদের নিরসা বাজারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ৷ এই দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন পঙ্কজ ত্রিপাঠীর জামাইবাবু রাজেশ কুমার তিওয়ারি ওরফে মুন্না ৷ ঘটনার সময় গাড়িতেই ছিলেন অভিনেতার বোন সবিতা তিওয়ারিও ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি ৷ ঘটনার পর দুজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় মুন্নার । যদিও তাঁর স্ত্রী সবিতা তিওয়ারি এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।
মুন্না তিওয়ারির সহকর্মী জানান, রাজেশ তিওয়ারি চিত্তরঞ্জনে রেলওয়েতে কর্মরত ছিলেন । তাঁর ডিউটি ছিল রেলওয়ের জিএম অফিসে । তিনি ছুটিতে গোপালগঞ্জে নিজের বাড়িতে গিয়েছিলেন । গোপালগঞ্জ থেকে ফেরার সময় গতকাল এই দুর্ঘটনা ঘটে । রাজেশ কুমার তিওয়ারি নিজেই গাড়ি চালাচ্ছিলেন আর স্ত্রী সবিতা গাড়িতে তাঁর পাশের সিটেই বসে ছিলেন ।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । গাড়িটিকে পরীক্ষা করে দেখা হয়েছে । পাশপাশি জাতীয় সড়কের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । অতিরিক্ত গতির ফলে এই দুর্ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে । তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে ৷
আরও পড়ুন: