ETV Bharat / bharat

পরীক্ষায় বসার জন্য মানতেই হবে এই নিয়ম, নির্দেশ CBSE বোর্ডের - CBSE BOARD EXAMS 2025

ছাত্রসংখ্যা ও পড়ুয়াদের উপস্থিতির হার কমপক্ষে কত থাকতে হবে, নির্দেশিকা জারি করল সিবিএসই বোর্ড ৷ না-হলে 2025 বোর্ডের পরীক্ষায় বসা যাবে না ৷

CBSE বোর্ড
পড়ুয়াদের উপস্থিতি নিয়ে কঠোর নিয়ম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 12:08 PM IST

Updated : Oct 15, 2024, 12:29 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: দু'সপ্তাহ আগেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে সিবিএসই বোর্ড ৷ এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) 10 ও 12 শ্রেণির ছাত্রছাত্রীদের উপস্থিতি নিয়ে নতুন নিয়ম চালু করল ৷ বোর্ডের এই নয়া নির্দেশ না-মানলে পরীক্ষায় বসতে পারবে না পড়ুয়ারা ৷ শিক্ষার্থীদের ন্যূনতম 75 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।

বিদ্যালয়গুলিকে পড়ুয়াদের উপযুক্ত উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে ৷ তা মেনে না-চললে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ এ ব্যাপারে অভিভাবকদের অবগত করতে হবে স্কুলগুলি ৷ বোর্ড আরও জানিয়েছে, স্কুলগুলিতে যখন CBSE হঠাৎই পরিদর্শন করবে, তখন যদি দেখা যায় পড়ুয়ারা উপযুক্ত কারণ ছাড়াই ছুটিতে থাকে, তাহলে মনে করা হবে তারা নিয়মিত স্কুলে যাচ্ছে না ৷ তখন বোর্ড তাদের পরীক্ষায় বসার অনুমতি দেবে না ৷

এর আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় সিবিএসই বোর্ড ৷ 2025 থেকে দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষার নজরদারিতে বদল আনতে এমনই সিদ্ধান্ত সিবিএসই-র। উপস্থিতির প্রয়োজনীয়তা 75 শতাংশ হলেও কিছুক্ষেত্রে ব্যতিক্রমী নিয়ম থাকছে ৷ এই নির্দেশ থেকে 25 শতাংশ ছাড় পেতে পারবে পড়ুয়ারা ৷ তবে পড়ুয়াদের ছুটির কারণ সেক্ষেত্রে গুরুতর শরীর খারাপ হলে চিকিৎসাজনিত এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক খেলধুলোয় অংশগ্রহণ বা অন্যান্য জরুরি অবস্থায়। ছাত্র-ছাত্রীদের তখন সেই অনুপস্থিতিকে ন্যায্যতা দেওয়ার জন্য যথাযথ নথিপত্র যেমন মেডিক্যাল সার্টিফিকেট বা সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের অনুমোদনের চিঠি দেখাতে হবে।

CBSE বোর্ডের লক্ষ্য় শুধুমাত্র পড়াশোনা নয়, পড়ুয়াদের সার্বিক উন্নয়নও ৷ পাশাপাশি, পড়ুয়ারা যাতে দায়িত্ববান হয়, ভালো মানুষ হিসাবে সামগ্রিক বিকাশকে উন্নত করে সেদিকেও নজর দেয় বোর্ড । নিয়মিত স্কুলে আসা তারই একটি অংশ ৷

নয়াদিল্লি, 15 অক্টোবর: দু'সপ্তাহ আগেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে সিবিএসই বোর্ড ৷ এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) 10 ও 12 শ্রেণির ছাত্রছাত্রীদের উপস্থিতি নিয়ে নতুন নিয়ম চালু করল ৷ বোর্ডের এই নয়া নির্দেশ না-মানলে পরীক্ষায় বসতে পারবে না পড়ুয়ারা ৷ শিক্ষার্থীদের ন্যূনতম 75 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।

বিদ্যালয়গুলিকে পড়ুয়াদের উপযুক্ত উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে ৷ তা মেনে না-চললে এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷ এ ব্যাপারে অভিভাবকদের অবগত করতে হবে স্কুলগুলি ৷ বোর্ড আরও জানিয়েছে, স্কুলগুলিতে যখন CBSE হঠাৎই পরিদর্শন করবে, তখন যদি দেখা যায় পড়ুয়ারা উপযুক্ত কারণ ছাড়াই ছুটিতে থাকে, তাহলে মনে করা হবে তারা নিয়মিত স্কুলে যাচ্ছে না ৷ তখন বোর্ড তাদের পরীক্ষায় বসার অনুমতি দেবে না ৷

এর আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় সিবিএসই বোর্ড ৷ 2025 থেকে দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষার নজরদারিতে বদল আনতে এমনই সিদ্ধান্ত সিবিএসই-র। উপস্থিতির প্রয়োজনীয়তা 75 শতাংশ হলেও কিছুক্ষেত্রে ব্যতিক্রমী নিয়ম থাকছে ৷ এই নির্দেশ থেকে 25 শতাংশ ছাড় পেতে পারবে পড়ুয়ারা ৷ তবে পড়ুয়াদের ছুটির কারণ সেক্ষেত্রে গুরুতর শরীর খারাপ হলে চিকিৎসাজনিত এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক খেলধুলোয় অংশগ্রহণ বা অন্যান্য জরুরি অবস্থায়। ছাত্র-ছাত্রীদের তখন সেই অনুপস্থিতিকে ন্যায্যতা দেওয়ার জন্য যথাযথ নথিপত্র যেমন মেডিক্যাল সার্টিফিকেট বা সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের অনুমোদনের চিঠি দেখাতে হবে।

CBSE বোর্ডের লক্ষ্য় শুধুমাত্র পড়াশোনা নয়, পড়ুয়াদের সার্বিক উন্নয়নও ৷ পাশাপাশি, পড়ুয়ারা যাতে দায়িত্ববান হয়, ভালো মানুষ হিসাবে সামগ্রিক বিকাশকে উন্নত করে সেদিকেও নজর দেয় বোর্ড । নিয়মিত স্কুলে আসা তারই একটি অংশ ৷

Last Updated : Oct 15, 2024, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.