ETV Bharat / bharat

ছেলেদের টেক্কা দিল মেয়েরা, সিবিএসই দ্বাদশে পাশের হার 87.98% - CBSE class 12 results out - CBSE CLASS 12 RESULTS OUT

CBSE class 12 results out: প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ এ বছর পাশের হার 87.98 শতাংশ ৷ পাশের হার বেড়েছে 0.65 শতাংশ ৷

ETV BHARAT
প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফল (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 12:11 PM IST

Updated : May 13, 2024, 5:08 PM IST

নয়াদিল্লি, 13 মে: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷ এ বছর বেড়েছে মোট পাশের হার ৷

সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিনই দেশজুড়ে প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ এ দিন ফল ঘোষণা করে আধিকারিকরা জানিয়েছেন, এ বছর পাশের হার 87.98 শতাংশ ৷ পাশের হার বেড়েছে 0.65 শতাংশ ৷ গত বছর মোট পাশের হার ছিল 87.33 শতাংশ । এ বছর 91.52 শতাংশ ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৷ ছেলেদের পাশের শতাংশের তুলনায় 6.40 শতাংশ পয়েন্ট বেশি পাশ করেছে মেয়েরা । এক আধিকারিক জানিয়েছেন, "মোট 24,068 জন ছাত্র 95 শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং 1,16,145 জন ছাত্র 90 শতাংশের বেশি নম্বর পেয়েছে ৷"

সিবিএসই ঘোষণা করেছে যে 'অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে' কোনও মেধাতালিকা থাকবে না । আধিকারিকরা বলেন যে, বোর্ড পরীক্ষার্থীদের স্কোরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । সিবিএসই পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়ান ভরদ্বাজ বলেন, "ছাত্রদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে বোর্ডের পূর্বের সিদ্ধান্ত অনুসারে সিবিএসই মেধাতালিকা প্রকাশ করেনি । তবে, বোর্ড 0.1 শতাংশ পরীক্ষার্থীকে মেধা শংসাপত্র দেবে, যারা বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৷"

এ বছর 1.22 লক্ষেরও বেশি প্রার্থীকে 'কম্পার্টমেন্টে' রাখা হয়েছে । গত বছরের তুলনায় এ বছর এই সংখ্যাটা কিছুটা কম বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

এ বার 1,62,1224 জন পরীক্ষার্থী সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসে ৷ যার মধ্যে 1,42,6420 জন শিক্ষার্থী পাশ করেছে । ছেলেদের পাশের হার 85.12% ৷

এ বার সিবিএসই ক্লাস 12-এর পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলে 2 এপ্রিল পর্যন্ত ৷ সারা দেশে মোট 7,126টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয় ৷ সকাল 10.30টা থেকে দুপুর 1.30 টা পর্যন্ত চলে এই পরীক্ষা ৷ সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইঠ cbse.gov.in-এ ফলাফল জানা যাচ্ছে ৷

এ দিকে, সিবিএসই দ্বাদশের পরপরই আজ প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ পাশ করেছে 93.60 শতাংশ শিক্ষার্থী ৷

সিবিএসই ঘোষণা করেছে যে, 2024-25 শিক্ষাবর্ষের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৷ 2024 সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাগুলিও 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৷ এই পরীক্ষা দুটি যথাক্রমে 28 এবং 47 দিনে শেষ হয় ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. আজ উচ্চমাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট ?
  2. প্রকাশিত আইসিএসই ফল, শতাংশের হারে ভালো ফল কলকাতার স্কুলের
  3. আইএসসিতে 99.7 শতাংশ পেয়ে সাংবাদিক হতে চান বাংলার রীতিশা

নয়াদিল্লি, 13 মে: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷ এ বছর বেড়েছে মোট পাশের হার ৷

সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিনই দেশজুড়ে প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ এ দিন ফল ঘোষণা করে আধিকারিকরা জানিয়েছেন, এ বছর পাশের হার 87.98 শতাংশ ৷ পাশের হার বেড়েছে 0.65 শতাংশ ৷ গত বছর মোট পাশের হার ছিল 87.33 শতাংশ । এ বছর 91.52 শতাংশ ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৷ ছেলেদের পাশের শতাংশের তুলনায় 6.40 শতাংশ পয়েন্ট বেশি পাশ করেছে মেয়েরা । এক আধিকারিক জানিয়েছেন, "মোট 24,068 জন ছাত্র 95 শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং 1,16,145 জন ছাত্র 90 শতাংশের বেশি নম্বর পেয়েছে ৷"

সিবিএসই ঘোষণা করেছে যে 'অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে' কোনও মেধাতালিকা থাকবে না । আধিকারিকরা বলেন যে, বোর্ড পরীক্ষার্থীদের স্কোরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । সিবিএসই পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়ান ভরদ্বাজ বলেন, "ছাত্রদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে বোর্ডের পূর্বের সিদ্ধান্ত অনুসারে সিবিএসই মেধাতালিকা প্রকাশ করেনি । তবে, বোর্ড 0.1 শতাংশ পরীক্ষার্থীকে মেধা শংসাপত্র দেবে, যারা বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৷"

এ বছর 1.22 লক্ষেরও বেশি প্রার্থীকে 'কম্পার্টমেন্টে' রাখা হয়েছে । গত বছরের তুলনায় এ বছর এই সংখ্যাটা কিছুটা কম বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

এ বার 1,62,1224 জন পরীক্ষার্থী সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসে ৷ যার মধ্যে 1,42,6420 জন শিক্ষার্থী পাশ করেছে । ছেলেদের পাশের হার 85.12% ৷

এ বার সিবিএসই ক্লাস 12-এর পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলে 2 এপ্রিল পর্যন্ত ৷ সারা দেশে মোট 7,126টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয় ৷ সকাল 10.30টা থেকে দুপুর 1.30 টা পর্যন্ত চলে এই পরীক্ষা ৷ সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইঠ cbse.gov.in-এ ফলাফল জানা যাচ্ছে ৷

এ দিকে, সিবিএসই দ্বাদশের পরপরই আজ প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ পাশ করেছে 93.60 শতাংশ শিক্ষার্থী ৷

সিবিএসই ঘোষণা করেছে যে, 2024-25 শিক্ষাবর্ষের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৷ 2024 সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাগুলিও 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৷ এই পরীক্ষা দুটি যথাক্রমে 28 এবং 47 দিনে শেষ হয় ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. আজ উচ্চমাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট ?
  2. প্রকাশিত আইসিএসই ফল, শতাংশের হারে ভালো ফল কলকাতার স্কুলের
  3. আইএসসিতে 99.7 শতাংশ পেয়ে সাংবাদিক হতে চান বাংলার রীতিশা
Last Updated : May 13, 2024, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.