নয়াদিল্লি, 20 জুলাই: নিটের প্রশ্নফাঁসকাণ্ডে আরও 3 পড়ুয়াকে গ্রেফতার করল সিবিআই ৷ শনিবার এনআইটি-জামশেদপুরের বি-টেক স্নাতক এবং দুই এমবিবিএস ছাত্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, NEET-UG প্রশ্নপত্র ফাঁস মামলায় মাস্টারমাইন্ডদের একজন জামশেদপুরের বি-টেক স্নাতক ৷ যারা টাকার বিনিময়ে প্রশ্নপত্রগুলি সরবরাহ করেছিল বলে জানা গিয়েছে ৷
শনিবার গ্রেফতারির ফলে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের সঙ্গে সম্পর্কিত ছ'টি মামলায় এ পর্যন্ত মোট 21 জনকে গ্রেফতার করল সিবিআই। তদন্তকারী সংস্থা জানিয়েছে, শনিবার গ্রেফতার হওয়া দুই এমবিবিএস পড়ুয়া কুমার মঙ্গলম বিষ্ণোই ও দীপেন্দ্র শর্মা যথাক্রমে রাজস্থানের ভরতপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় এবং প্রথম বর্ষের পড়ুয়া ৷ একইসঙ্গে, পরীক্ষার প্রশ্নপত্রগুলিও উদ্ধার করেছে সিবিআই ৷ গত 5 মে সারা দেশে NEET-UG পরীক্ষার দিন হাজারীবাগে এই দুই অভিযুক্ত হাজির ছিল। সূত্রের দাবি, দু'জনই প্রশ্নফাঁস চক্রের অংশ ছিল ৷ এর আগে ঘটনায় পাঁচজন এমবিবিএস ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআইয়ের দাবি, শনিবার গ্রেফতার হওয়া তৃতীয় ব্যক্তি শশীকান্ত পাসোয়ান জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি-টেক (ইলেক্ট্রিক্যাল) পাস-আউট ৷ সংস্থা অভিযোগ করেছে, শশীকান্ত পেপার ফাঁস মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এবং মাস্টারমাইন্ড। বিহার পুলিশের কাছ থেকে পেপার ফাঁস মামলার ভার নিয়েছে সিবিআই। সিবিআই ইতিমধ্যেই পঙ্কজ কুমারকে গ্রেফতার করেছে, যার বিরুদ্ধে প্রশ্নপত্র চুরির অভিযোগ রয়েছে ৷ অন্য আরও এক মাস্টারমাইন্ড রকিকেও এজেন্সি গ্রেফতার করেছে। সুরেন্দর শর্মা নামে আরও একজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই 6টি এফআইআর দায়ের করেছে।
বিহারের এফআইআরগুলি প্রশ্নফাঁসের সঙ্গে সরাসরি সম্পর্কিত ৷ গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রে হওয়া বাকি এফআইআরগুলি প্রার্থীদের ছদ্মবেশ এবং প্রতারণা সংক্রান্ত মামলা। এজেন্সির নিজস্ব এফআইআর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের একটি রেফারেন্সের ভিত্তিতে করা হয়েছে ৷ (পিটিআই)