ETV Bharat / bharat

'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের - CBI

CBI on Cash for Query: অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু জয় অনন্ত দেহদ্রাইকে তলব করল সিবিআই ৷

ETV Bharat
জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 3:05 PM IST

Updated : Jan 23, 2024, 3:21 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: 'অর্থের বিনিময়ে প্রশ্ন' মামলায় আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব করল সিবিআই ৷ মঙ্গলবার সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ 25 জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর 2টোয় তৃণমূলের প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা 'অর্থের বিনিময়ে প্রশ্ন' মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী দেহদ্রাইয়ের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত বছর জয় অনন্ত দেহদ্রাই মহুয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷

  • The Central Bureau of Investigation summoned Supreme Court lawyer Jai Anant Dehadrai to appear before the agency on January 25 for a preliminary inquiry in connection with the ongoing investigation cash-for-query case.

    — ANI (@ANI) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন ৷ এই কথা জানিয়ে তিনি দু'পাতার একটি চিঠিও দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷ চিঠিতে তিনি জানান, সাংসদ থাকাকালীন মহুয়া মৈত্র লোকসভা কক্ষে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একাধিক প্রশ্ন করেছেন ৷ আর এই প্রশ্নগুলির জন্য তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে অর্থ নিয়েছেন ৷ চিঠিতে দুবে এও উল্লেখ করেন যে, মহুয়ার এই দুর্নীতি নিয়ে তাঁকে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই একটি চিঠি দিয়েছিলেন ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী দেহদ্রাই এ নিয়ে তাঁকে বিস্তারিত জানিয়েছেন ৷ এদিকে জয় অনন্ত দেহদ্রাই একসময় মহুয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচিত ছিলেন ৷ পরে অবশ্য তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷ অন্যদিকে শিল্পপতি দর্শন হিরানন্দানিও হলফনামায় মহুয়াকে উপহার ও অর্থ দেওয়ার কথা স্বীকার করে নেন ৷

এই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভায় এথিক্স কমিটি তৈরি হয় ৷ সেই কমিটি মহুয়া মৈত্রকে তলব করে ৷ সেখানে তৎকালীন তৃণমূল সাংসদকে করা প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর এথিক্স কমিটি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানিকে সাংসদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের লগ ইন, পাসওয়ার্ড দিয়েছিলেন ৷ এমনকী দেশের বাইরে থেকেও সাংসদের ওয়েবসাইটটি ব্যবহার করা হয়েছে ৷ এথিক্স কমিটি লোকসভার অধ্যক্ষের কাছে রিপোর্ট পাঠায় ৷ এর সঙ্গে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার পরামর্শ দেয় ৷ সেই অনুযায়ী শীতকালীন অধিবেশনে 8 ডিসেম্বর মহুয়া মৈত্রকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন:

  1. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের
  2. এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার
  3. মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিশিকান্ত দুবের! পালটা খোঁচা তৃণমূল সাংসদের

নয়াদিল্লি, 23 জানুয়ারি: 'অর্থের বিনিময়ে প্রশ্ন' মামলায় আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব করল সিবিআই ৷ মঙ্গলবার সরকারি সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ 25 জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর 2টোয় তৃণমূলের প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা 'অর্থের বিনিময়ে প্রশ্ন' মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী দেহদ্রাইয়ের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত বছর জয় অনন্ত দেহদ্রাই মহুয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷

  • The Central Bureau of Investigation summoned Supreme Court lawyer Jai Anant Dehadrai to appear before the agency on January 25 for a preliminary inquiry in connection with the ongoing investigation cash-for-query case.

    — ANI (@ANI) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন ৷ এই কথা জানিয়ে তিনি দু'পাতার একটি চিঠিও দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ৷ চিঠিতে তিনি জানান, সাংসদ থাকাকালীন মহুয়া মৈত্র লোকসভা কক্ষে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একাধিক প্রশ্ন করেছেন ৷ আর এই প্রশ্নগুলির জন্য তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে অর্থ নিয়েছেন ৷ চিঠিতে দুবে এও উল্লেখ করেন যে, মহুয়ার এই দুর্নীতি নিয়ে তাঁকে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই একটি চিঠি দিয়েছিলেন ৷ সুপ্রিম কোর্টের আইনজীবী দেহদ্রাই এ নিয়ে তাঁকে বিস্তারিত জানিয়েছেন ৷ এদিকে জয় অনন্ত দেহদ্রাই একসময় মহুয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচিত ছিলেন ৷ পরে অবশ্য তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷ অন্যদিকে শিল্পপতি দর্শন হিরানন্দানিও হলফনামায় মহুয়াকে উপহার ও অর্থ দেওয়ার কথা স্বীকার করে নেন ৷

এই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভায় এথিক্স কমিটি তৈরি হয় ৷ সেই কমিটি মহুয়া মৈত্রকে তলব করে ৷ সেখানে তৎকালীন তৃণমূল সাংসদকে করা প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এরপর এথিক্স কমিটি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানিকে সাংসদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের লগ ইন, পাসওয়ার্ড দিয়েছিলেন ৷ এমনকী দেশের বাইরে থেকেও সাংসদের ওয়েবসাইটটি ব্যবহার করা হয়েছে ৷ এথিক্স কমিটি লোকসভার অধ্যক্ষের কাছে রিপোর্ট পাঠায় ৷ এর সঙ্গে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার পরামর্শ দেয় ৷ সেই অনুযায়ী শীতকালীন অধিবেশনে 8 ডিসেম্বর মহুয়া মৈত্রকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

আরও পড়ুন:

  1. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের
  2. এবার অশ্বিনী বৈষ্ণবের কাছে সব সাংসদের অবস্থান ও লগইনের যাবতীয় তথ্য প্রকাশের আর্জি মহুয়ার
  3. মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নিশিকান্ত দুবের! পালটা খোঁচা তৃণমূল সাংসদের
Last Updated : Jan 23, 2024, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.