নয়াদিল্লি, 16 জুলাই: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করল সিবিআই ৷ সরকারি সূত্রে খবর, ধৃতরা মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম ৷ তাদের মধ্যে একজন ঝাড়খণ্ডের হাজারিবাগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ট্রাঙ্ক থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছিল ৷ তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
এই গ্রেফতারির পর নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, কারচুপি এবং অন্যান্য বেনিয়মের অভিযোগে সিবিআই-এর হাতে মোট 14 জন গ্রেফতার হল ৷ এদিন সিবিআই পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছে, যিনি সিভিল ইঞ্জিনিয়ার ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পঙ্কজ 2017 সালে জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউঠ অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ৷ সে ঝাড়খণ্ডের হাজারিবাগে এনটিএ-র ট্রাঙ্ক থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছিল ৷ অভিযুক্ত ইঞ্জিনিয়ার বোকারোর বাসিন্দা ৷ তাকে বিহারের পটনা থেকে গ্রেফতার করা হয় ৷
CBI arrests a person who allegedly stole NEET-UG paper from NTA trunk in
— Press Trust of India (@PTI_News) July 16, 2024
Hazaribagh: Officials
পঙ্কজ ছাড়া সিবিআই রাজু সিং নামের আরেকজনকেও গ্রেফতার করেছে ৷ সে পঙ্কজ কুমারকে প্রশ্নপত্র চুরি করতে সাহায্য করেছিল ৷ শুধু তাই নয়, প্রশ্নপত্র চুরি করে সেগুলি অন্য গ্যাং মেম্বারদের কাছে পাঠিয়েছিল ৷ অভিযুক্ত রাজুকে হাজারিবাগ থেকেই গ্রেফতার করে সিবিআই ৷
VIDEO | Jharkhand: Rajkumar Singh alias Raju is one of the two accused arrested by CBI from Jharkhand's Hazaribagh in connection with the NEET paper leak case. The guest house run by Raju has also been sealed.
— Press Trust of India (@PTI_News) July 16, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/pvxPmnxxih
এখনও পর্যন্ত নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 6টি এফআইআর করেছে সিবিআই ৷ বিহারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এফআইআর হয়েছে ৷ অন্যদিকে গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রে পরীক্ষার্থীদের কারচুপি করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ৷