ETV Bharat / bharat

মৃতদেহ নিয়ে যাওয়ার পথে গাড়ি উলটে এক শিশু-সহ তিনজনের মৃত্যু, আহত চার - কর্ণাটক

Karnataka Road Accident: কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় দু’টি পথদুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল ৷ স্থানীয় রামপুরের কাছে একটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ মাদকরিপুরা গ্রাম থেকে কিছুটা দূরে আরেকটি দুর্ঘটনা হয় ৷ সেখানে মারা গিয়েছেন দু’জন ৷

Karnataka Road Accident
Karnataka Road Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 5:21 PM IST

চিত্রদুর্গ, 20 জানুয়ারি: পৃথক পথদুর্ঘটনায় কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় পাঁচজনের মৃত্যু হল ৷ একটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে৷ আর অন্য দুর্ঘটনাটিতে মারা গিয়েছেন দু’জন ৷ একটি ঘটনা ঘটেছে স্থানীয় রামপুরের কাছে ৷ আরেক দুর্ঘটনা হয় মাদকরিপুরা গ্রাম থেকে কিছুটা দূরে ৷ দু’টি দুর্ঘটনায় আহত মোট সাতজন ৷ একজন শিশুও রয়েছে আহতদের মধ্যে ৷ তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ নিয়ে ফেরার পথে শুক্রবার চিত্রদুর্গ জেলার মোলাকালমুরু তালুকের রামপুরের কাছে একটি দুর্ঘটনা ঘটে ৷ চলন্ত গাড়ি উলটে এক শিশু-সহ তিনজন মারা যান ৷ এই দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল - সুরেশ (40), মল্লিকার্জুন (25) ও ভূমিকা (9) ৷

নাগাম্মা (31), তায়াম্মা (56), ধনরাজ (39) ও গাড়ির চালক শিব (26) গুরুতর আহত হয়েছেন । তাঁদের রামপুর হাসপাতালে ভরতি করা হয়েছে । নিহতরা সবাই বাল্লারির সিরুগুপ্পা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

মৃত সুরেশের ঠাকুমা হুলিগাম্মা (66) বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান । মৃত ঠাকুমার দেহ বেঙ্গালুরু থেকে গাড়িতে করে সিরুগুপ্পায় আনা হচ্ছিল । পুলিশ জানিয়েছে, রামপুরের কাছে গ্র্যান্ড পোর্ট হোটেলের কাছে হঠাৎ টায়ার ফেটে যাওয়ার কারণে গাড়িটি উলটে যায় । এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।

অন্যদিকে শুক্রবার চিত্রদুর্গ তালুকের মাদকরিপুরা গ্রামের কাছে 4 নম্বর জাতীয় সড়ক একটি ট্যাংকার ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে দুই মহিলার মৃত্যু হয় ৷ তিনজন আহত হন । মৃত মহিলাদের নাম নির্মলা (55) ও বিনুতা (40) ৷ এঁরা বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন । আহত ফণীরাজ (36), রশ্মি (32) ও যশকে (2) হাসপাতালে ভরতি করা হয়েছে । বেঙ্গালুরু থেকে হোসাপেটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ।

আরও পড়ুন:

  1. কর্ণাটকে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত বাংলার 2 শ্রমিক
  2. দাউ দাউ করে জ্বলছে বহুতল, দিল্লিতে দু'ই মহিলা-সহ মৃত 6
  3. রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কা, ঝাড়খণ্ডে মৃত 4

চিত্রদুর্গ, 20 জানুয়ারি: পৃথক পথদুর্ঘটনায় কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় পাঁচজনের মৃত্যু হল ৷ একটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে৷ আর অন্য দুর্ঘটনাটিতে মারা গিয়েছেন দু’জন ৷ একটি ঘটনা ঘটেছে স্থানীয় রামপুরের কাছে ৷ আরেক দুর্ঘটনা হয় মাদকরিপুরা গ্রাম থেকে কিছুটা দূরে ৷ দু’টি দুর্ঘটনায় আহত মোট সাতজন ৷ একজন শিশুও রয়েছে আহতদের মধ্যে ৷ তাঁরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ নিয়ে ফেরার পথে শুক্রবার চিত্রদুর্গ জেলার মোলাকালমুরু তালুকের রামপুরের কাছে একটি দুর্ঘটনা ঘটে ৷ চলন্ত গাড়ি উলটে এক শিশু-সহ তিনজন মারা যান ৷ এই দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল - সুরেশ (40), মল্লিকার্জুন (25) ও ভূমিকা (9) ৷

নাগাম্মা (31), তায়াম্মা (56), ধনরাজ (39) ও গাড়ির চালক শিব (26) গুরুতর আহত হয়েছেন । তাঁদের রামপুর হাসপাতালে ভরতি করা হয়েছে । নিহতরা সবাই বাল্লারির সিরুগুপ্পা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

মৃত সুরেশের ঠাকুমা হুলিগাম্মা (66) বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান । মৃত ঠাকুমার দেহ বেঙ্গালুরু থেকে গাড়িতে করে সিরুগুপ্পায় আনা হচ্ছিল । পুলিশ জানিয়েছে, রামপুরের কাছে গ্র্যান্ড পোর্ট হোটেলের কাছে হঠাৎ টায়ার ফেটে যাওয়ার কারণে গাড়িটি উলটে যায় । এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ।

অন্যদিকে শুক্রবার চিত্রদুর্গ তালুকের মাদকরিপুরা গ্রামের কাছে 4 নম্বর জাতীয় সড়ক একটি ট্যাংকার ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে দুই মহিলার মৃত্যু হয় ৷ তিনজন আহত হন । মৃত মহিলাদের নাম নির্মলা (55) ও বিনুতা (40) ৷ এঁরা বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন । আহত ফণীরাজ (36), রশ্মি (32) ও যশকে (2) হাসপাতালে ভরতি করা হয়েছে । বেঙ্গালুরু থেকে হোসাপেটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ।

আরও পড়ুন:

  1. কর্ণাটকে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত বাংলার 2 শ্রমিক
  2. দাউ দাউ করে জ্বলছে বহুতল, দিল্লিতে দু'ই মহিলা-সহ মৃত 6
  3. রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কা, ঝাড়খণ্ডে মৃত 4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.