ETV Bharat / bharat

অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন অ্যাখ্যা দিয়ে কানাডার কূটনীতিককে তলব - INDIA CANADA DIPLOMATIC ROW

খালিস্তানি প্রসঙ্গে বিগত এক বছরে ভারত ও কানাডার দ্বি-পাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে ৷ ভবিষ্য়তে সেই সম্পর্কের কী উন্নতি হবে ? উঠছে প্রশ্ন ৷

INDIA CANADA DIPLOMATIC ROW
শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ 'সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্য়া' (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Nov 2, 2024, 7:32 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিল ভারত ৷ এ বিষয়ে নয়াদিল্লির কানাডা দূতাবাসের এক কূটনীতিককে শুক্রবার তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক ।

শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত এই ধরণের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ৷ আগামী দিনে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে জাস্টিন ট্রুডো সরকারের এই অভিযোগের বিরুপ প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেন, "কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন কমিটির সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করেন, তা অযৌক্তিক এবং ভিত্তিহীন । ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করছে ৷ ভারত শুক্রবার নয়াদিল্লিতে কানাডার দূতাবাসের এক প্রতিনিধিকে তলব করেছে ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই আধিকারিককে একটি কূটনৈতিক নোট দেওয়া হয়েছে ।"

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ৷ খালিস্তানি প্রসঙ্গ টেনে কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের নির্দেশে সেদেশে খালিস্তানিদের উপর হামলার ঘটনা ঘটছে ৷ এমনকী, ট্রুডোর সরকারের মন্ত্রীর সেই বক্তব্য উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয় মার্কিন সংবাদপত্র 'ওয়াশিংটন পোস্ট'-এ ৷ স্বাভাবিকভাবেই, মরিসনের সেই বিতর্কিত মন্তব্যের জেরে দু'দেশের মধ্যে চাপানউতর বাড়ে ৷

কানাডার সমস্ত অভিযোগকে সম্পূর্ণ নসাৎ করে শনিবার রণধীর জয়সওয়াল জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ধরণের ভিত্তিহীন, মিথ্য়া অভিযোগ প্রকাশ করে ভারতকে বদনাম করতে চাইছে কানাডা ৷ দীর্ঘদিন আগে সেই দেশের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তোলে ভারত ৷ তার প্রতিবাদেই ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্য়া অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম খারাপ করতে চাইছে কানাডা ৷ পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷

গত বছর সেই দেশের সাংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো ৷ তিনি দাবি করেন, 2023 সালে 18 জুন হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পিছনে ভারতের ভূমিকা রয়েছে ৷ ভারতের বিরুদ্ধে তাদের কাছে যথাযথ তথ্য রয়েছে ৷ যদিও আজ পর্যন্ত কোনও তথ্য সর্বসমক্ষে প্রকাশ করেনি কানাডা ৷ কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডোর সেই অভিযোগের পর দুই দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকতে শুরু করে ৷

তবে এখানেই থামেনি কানাডা ৷ কয়েকদিন আগে তারা অভিযোগ করে, খালিস্তানিদের প্রাণে মারতে চক্রান্ত করছেন সেই দেশে ভারতের রাষ্ট্রদূত ৷ এমনকী কানাডার দাবি, এই কাজে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থাও জড়িত রয়েছে ৷ এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগোড়ায় তোলে কানাডা ৷

পড়ুন: খালিস্তানি জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে নিষ্ক্রিয় কানাডা, দেশে ফিরে অভিযোগ হাই-কমিশনারের

পড়ুন: ভারতের সঙ্গে দুর্দান্ত সম্পর্ককে নষ্ট করছে কানাডা

নয়াদিল্লি, 2 নভেম্বর: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিল ভারত ৷ এ বিষয়ে নয়াদিল্লির কানাডা দূতাবাসের এক কূটনীতিককে শুক্রবার তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক ।

শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত এই ধরণের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ৷ আগামী দিনে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে জাস্টিন ট্রুডো সরকারের এই অভিযোগের বিরুপ প্রভাব পড়তে পারে বলেও জানান তিনি ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেন, "কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন কমিটির সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করেন, তা অযৌক্তিক এবং ভিত্তিহীন । ভারত সরকার এর তীব্র প্রতিবাদ করছে ৷ ভারত শুক্রবার নয়াদিল্লিতে কানাডার দূতাবাসের এক প্রতিনিধিকে তলব করেছে ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই আধিকারিককে একটি কূটনৈতিক নোট দেওয়া হয়েছে ।"

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ৷ খালিস্তানি প্রসঙ্গ টেনে কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের নির্দেশে সেদেশে খালিস্তানিদের উপর হামলার ঘটনা ঘটছে ৷ এমনকী, ট্রুডোর সরকারের মন্ত্রীর সেই বক্তব্য উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয় মার্কিন সংবাদপত্র 'ওয়াশিংটন পোস্ট'-এ ৷ স্বাভাবিকভাবেই, মরিসনের সেই বিতর্কিত মন্তব্যের জেরে দু'দেশের মধ্যে চাপানউতর বাড়ে ৷

কানাডার সমস্ত অভিযোগকে সম্পূর্ণ নসাৎ করে শনিবার রণধীর জয়সওয়াল জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ধরণের ভিত্তিহীন, মিথ্য়া অভিযোগ প্রকাশ করে ভারতকে বদনাম করতে চাইছে কানাডা ৷ দীর্ঘদিন আগে সেই দেশের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তোলে ভারত ৷ তার প্রতিবাদেই ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্য়া অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম খারাপ করতে চাইছে কানাডা ৷ পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷

গত বছর সেই দেশের সাংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো ৷ তিনি দাবি করেন, 2023 সালে 18 জুন হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পিছনে ভারতের ভূমিকা রয়েছে ৷ ভারতের বিরুদ্ধে তাদের কাছে যথাযথ তথ্য রয়েছে ৷ যদিও আজ পর্যন্ত কোনও তথ্য সর্বসমক্ষে প্রকাশ করেনি কানাডা ৷ কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডোর সেই অভিযোগের পর দুই দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকতে শুরু করে ৷

তবে এখানেই থামেনি কানাডা ৷ কয়েকদিন আগে তারা অভিযোগ করে, খালিস্তানিদের প্রাণে মারতে চক্রান্ত করছেন সেই দেশে ভারতের রাষ্ট্রদূত ৷ এমনকী কানাডার দাবি, এই কাজে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থাও জড়িত রয়েছে ৷ এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগোড়ায় তোলে কানাডা ৷

পড়ুন: খালিস্তানি জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে নিষ্ক্রিয় কানাডা, দেশে ফিরে অভিযোগ হাই-কমিশনারের

পড়ুন: ভারতের সঙ্গে দুর্দান্ত সম্পর্ককে নষ্ট করছে কানাডা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.