বেতুল(মধ্যপ্রদেশ), 8 মে: ইভিএম নিয়ে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ভোটকর্মীদের বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ বাস থেকে ঝাঁপ দিয়ে কোনক্রমে নিজেদের প্রাণ বাঁচালেন ভোটকর্মীরা ৷ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি ইভিএমের যন্ত্রাংশ ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে 11টা নাগাদ মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই উন্নয়ন ব্লকের পাউনি গৌলা গ্রামের কাছে ৷
জানা গিয়েছে, ছয়টি ভোটকেন্দ্র থেকে ভোটের সামগ্রী ও কর্মীদের নিয়ে বেতুল সদরে আসছিল বাসটি । এ সময় হঠাৎ বাসে আগুন লেগে যায় । আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক বাস থামিয়ে দেন ৷ এরপরেই ভোটকর্মীরা কোনোরকমে বাস থেকে ঝাঁপ দিয়ে নেমে প্রাণ বাঁচান। তবে এই দুর্ঘটনায় সকল কর্মচারী নিরাপদ রয়েছে । কোনও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে ৷ ভোটকর্মীরা কেউ কেউ সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিকরা। আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। এরপর বেতুল, মুলতাই ও আথনারের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায় এবং ভিতরে রাখা ভোটের সামগ্রী বের করে । পরে ভোটকর্মীদের এবং ইভিএম-ভিভিপিএটি মেশিন সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আরেকটি বাসের ব্যবস্থা করা হয়।
ঘটনাস্থলে পৌঁছে ডিএম নরেন্দ্র কুমার সূর্যবংশী বলেন, "রাত সাড়ে 11টার দিকে বাসটিতে আগুন লাগে । বাসটি 275 রাজাপুর, 276 দুদার, 277 গেহুবর্ষ, 278 গম বরসা নম্বর 2, 279 কুন্দারাইয়াত ও 280 চিখলি মল থেকে ভোটকর্মী-সহ ইভিএম নিয়ে যাচ্ছিল । আগুনের কারণে দুটি ইভিএম সম্পূর্ণ রক্ষা পেয়েছে এবং তিন থেকে চারটি কেন্দ্রের কিছু সামগ্রী পুড়ে গিয়েছে ।" লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপাল, বিদিশা, সাগর, রাজগড়, বেতুল, গুনা, গোয়ালিয়র, ভিন্দ এবং মোরেনার 9টি আসনে ভোটগ্রহণ হয়েছে ।
আরও পড়ুন: